পাতা:প্রবাসী (পঞ্চত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

باهونا অরুণ লজ্জিত হইয়া বলিল—ঝিমুক ত আনা হয় নি, এক্কেবারে তুলে গেছি। —কি ভোলা মন তোমার বাপু ! তোমাকে নিয়ে পারা গেল না । —আচ্ছ, একটা ভাল পুতুল কিনে দেব। –পুতুল কে চায় । তার চেয়ে—আচ্ছা সে বলবখন । চন্দ্ৰ বুঝিল, একটি দামী উপহার আদায় করিবার এই মহামুযোগ। কোন তুচ্ছ জিনিষের নাম হঠাৎ না বলিয়, সে ভাবিয়া-চিন্তিয় বলিতে চায় । —জানে, দিদি স্কলারশিপ পেয়েছে, কলেজে ভক্টি হবে, সব কথাবাৰ্ত্ত হচ্ছে । . সিঁড়িতে উঠিতে উঠিতে অরুণ চন্দ্রার নিকট রায়-পরিবারের সকল খবর সংগ্ৰহ করিতে লাগিল । উমা হাসিয়া বলিল--কি সৌভাগ্য, এতদিন পরে মনে পড়ল । উমার হাসি অরুণের বড় ভাল লাগিল । সে ভয় করিয়াছিল, হয়ত উমা গম্ভীর মুখে কোন ব্যঙ্গ করিবে। অরুণ হান্ধান্বরে বলিল —বা এতদিন কি ? —এসেছ ত পাচ দিন হ’ল । জানি । —খবর ত সব ঠিক জান দেখছি । —চাও ত পুরীর খবরও কিছু বলতে পারি। আজ উমা কৌতুকময়ী, পরিহাসচঞ্চল । অরুণ গম্ভীরভাবে বলিল—পুরীর আবার খবর কি, চারিদিকে ধুধু করছে বালি, আর সমুদ্রের তর্জন-গর্জন গুনে কান ঝালাপালা হয়েছে। প্রৰণসী SNešo. —তাই নাকি, নেকী মেয়েটির সঙ্গে খুব ত ভাব জমিয়েছিলে । —মরুভূমিতে সঙ্গীর অভাবে মানুষ সিংহের সঙ্গেও ভাব করে। হার্টি কনগ্রাচুলেশন। কত টাকার স্কলারশিপ ? --শোন, তোমার সঙ্গে পরামর্শ আছে । কলেজে আমি পড়বই ৷ মা এক রকম রাজী হয়েছেন, কিন্তু বাবা আপত্তি করছেন । —কেন ? 歌 —সে আমি জানি না। তোমায় একটু বুঝিয়ে রাজী করতে হবে তাকে । হেমবাবুর ইচ্ছ, কোন স্নপাত্র দেখিয়া উমার শীঘ্র বিবাহ দেওয়া। র্তাহার শরীরের অবস্থা ত কিছুই বলা যায় না। উম এখন বিবাহ করিতে চায় না। হেমবাবুর ভয়, কলেজে পড়িলে উমা আরও স্বাধীনতাপ্রিয় হইয়া উঠিবে। —চল, কি কি পড়ব, তোমার সঙ্গে পরামর্শ করতে চাই । একটা খুব ভাল গান শিখেছি। উমার ঘরের সম্মুখে বারান্দায় এক বেতের চেয়ারে অরুণ বসিল । উমা একটি ছোট টুলে তাহার মুখোমুখি বসিল । বর্ষার আকাশে মেঘ ও স্বৰ্য্যালোকের লীলা। ঝম্‌ঝম্‌ বৃষ্টি হয়, আবার ঝলমল আলোয় চারিদিক ভরিয়া যায়। এক অবর্ণনীয় অলৌকিক পুলকে অরুণের অন্তর পূর্ণ হইয় গেল । ( ক্রমশ: ) .* * * o o o || || ; || " ΩΥΥ. I SDDS S S S S S S S S S S S S S S S SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSAAAASA SAASAASAA