পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و \بb প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩২ [ ২৫শ ভাগ, ২য় খণ্ড বাদে আলিলে ভালো হয় না কি ? তাহাকে বিদায় করিতে হইৰে বলিয়া কি এতই শীঘ্ৰ বিদায় করা চাই ? না না, আর কেন, তাহাকে রাখিবার চেষ্টা করা বৃথা । ভগবান দিয়াছিলেন তিনিই আবার খসাইয়া লইতেছেন। তিনি পরীক্ষা করিতেছিলেন, দেখিতেছিলেন ভক্ত যথার্থই তাহাকে লয় কি না । রতনদাস ভগবানের সে পরীক্ষায় জয়ী হইয়াছে, সংসারের কাছে সে ধরা পড়ে নাই, সে জুড়াইয় পড়ে নাই। মনে অবশ্নই একটু গৰ্ব্ব যে না হইয়াছিল, তাহু বলিতে পারি না। যতটা ব্যথা জাগিতেছিল ঠিক ততগানিই আনন্দ হইয়াছিল, এই বেদনাভর আনন্দ বঙ্গন করিয়া রতনদাস ফিরিল। রাত্রে নিমাই ঘুমাইলে সে বাক্স–দেয়ালের ফোকর খুজিম জিয় তাহার সর্বস্ব বাছির করিঙ্গ । নগদ ত্রিশ টাঙ্ক কয়েক আনা পয়সা আর পরলোকগত ছেলের হাতের একগাছি সোনার ভাগামাত্র জাহার সম্বল, আর কিছুই নাই । “মোলোর সম্মুখে এইগুলি রাগিয়া ভামাক টানিতেটানিতে সে ভাবিতেছিল । তাগাটির পানে চাহিবামাত্রতুলিয়া-যাওয়া-সেই-বহুদিনকার-অতীতের-কথাগুলা তাহার মনে জাগিয়া উঠিল। যে ছেলেটি মারা গিয়াছে, সে নিমাইয়ের চেয়ে চার বছরের বড় ছিল। দশ বৎসর হইলেও সে নিমাইয়ের সমানষ্ট ছিল, ছোটো বেলায় অস্থথে ভোগার জন্য ছেলেটি বেশী বাড়িতে পায় নাই। অাজ সে বাচিয়া থাকিলে তাহার বয়স চল্লিশ বৎসর হুইয়া যাইত, তাহার ছেলেমেয়েতে ঘর ভরিয়া যাইত। হায় রে, তাঙ্গরা আজ সব কোথায়, কোন দেশে— ? সে অকস্মাৎ, চমকাইয়া উঠিল, করিতেছে কি, সে কি ভাবিতেছে ? তাছাদের কথা ভাবিবে না বলিয়াই না সে প্রতিজ্ঞা করিয়াছে ? তবু তাছাদের কথাই আবার ভাবিতেছে ! না, এই হতভাগাটাকে বিদায় না করিলে दिहूरउहे कनिष्व न, इंशंद्रहे छछ cननब चउँौडब्र कषा মাঝে মাঝে জাগিয়া উঠিতেছে। •r" उठांश ७ छैjकांशणि विझांनांग्न उष्णाग्न ब्रांशिग्न शिग्री ब्रख्ननांग उड़ेब्रा भफ़िन । फैॉक ड टैिकहे ब्रश्लि, नकांण বেলা নিমাইয়ের কাপড় জামা কয়খানা গুছাইয়া লইতে আর দেরি হইবে না। নিমাই একটু বেলায় যখন ঘুম হইতে উঠিল, তখন ब्रख्नशप्नद्र नद fक इहेश त्रिशाह । निभाईछद्र थानउिनচার কাপড়, জামা গেঞ্জি সবই বোচক-আকারে পরিবর্তিত হইয়া গিয়াছে। টাকাগুলি ট্যাকে গুজিয়া তাগাটা হাতে লইয়া বারাওয়ে বসিয়া সে কি ভাবিতেছিল । আজ এই ত্রিশটি টাকা দিয়া আসিয়া কাল হইতে আবার তাহাকে প্রত্যহ ভিক্ষা করিয়া আনিয়া তবে থাইতে হইবে, এমন একটি পয়সা থাকিবে না যাঙ্গ দিয়া সে স্তুরকারী কিনিবে। কিন্তু ইহার জন্য সে একটুও ভাবে নাই, ८म छांवि८उछिण निभाई वांछ कलिग्ना शाझेरब cनई कथl । যত সে আনন্দকে মনে টানিয়া আনিতে যাইতেছিল, তাড়ষ্ট যেন বেদনায় তাহার হৃদয়খানা ভরিয়া উঠিতেছিল। নিমাইকে ডাকিবামাত্র সে কাছে আসিল । রান্তনদাস বেঁচে কাটা হাতে তুলিয়া লইয়া—যদিও ঘরে কিছুই ছিল না, তথাপি শিকলটা তুলিয়া দিয়া বলিল, “সামাব সঙ্গে চল এখনি ৷” কোথায় যাইতে হুইবে নিমাই সে-কথাটা জিজ্ঞাসা করিতে গিয়া জিজ্ঞাসা করিতে পারিশ না, রতনদাসের গম্ভীর মুখখানার পানে তাকাষ্টয় সে নীরবে তাহার পিছনে চলিল । বেলা বাড়িয়া উঠিতে লাগিল, বৈশাখের নিদারুণ রৌদ্রতাপে নিমাইয়ের কচি মুখখান শুকাইয়া উঠিল । রতনদাস কয়বার সাঙ্গার মুখের পানে তাকাইল, গম্ভীরমুখে বলিল, “ছ, চল, আর বেশী দূর নেই।” আখড়ায় যখন তাঙ্গার গিয়া পৌছাইল,তখন বারোটা বাজিয়া গিয়াছে। ভগিনী তাড়াতাড়ি আসিয়া তাহাদের সাদর অভ্যর্থনা কঞ্জিল । আহারাঙ্কে খানিকটা বিশ্রাম করিয়া রতনদাস নিমাইকে ডাকিল। সে বাহিরে আমগাছের ছায়ায় বসিয়া শূন্তনয়নে চারিদিকৃ-পানে কেবল তাকাইতেছিল। রতনझांटमब्र छश्रृिंनी क८प्रकछि डांझांद्र अभवघ्नक *ित चांनिध्नां দিয়াছে, নিমাই কিছুতেই তাহাদের সহিত মিশিতে পারিতেছিল না । কে জানে কেন—কোন এক অজ্ঞাত