পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] হইতে সাক্ষাৎ ও পরোক্ষভাবে লন্ধ সরকারী আয় হইতে বাংলা গবন্মেষ্টকে বঞ্চিত করা অঙ্কুচিত। বাংলা দেশ হইতে প্রাপ্ত ইন্‌কামট্যাক্স. সৰ্ব্বাধিক ; তাহা ভারত গবন্মেণ্ট গ্রহণ করেন। বঙ্গের বাণিজ্যগুক্ষও খুব বেণী ; তাহাও ভারত গবন্মেণ্ট গ্রহণ করেন। পাটের রপ্তানীশুদ্ধও বঙ্গের একচেটিয়া ; কিন্তু তাহাও ভারত গবন্মেণ্ট, শোষণ করেন। ভারত গবন্মেণ্ট এই প্রকারে কৃত্রিম অল্পাষা উপায়ে বাংলা গবষ্মেন্ট কে দরিদ্র করিয়াছেন । তাহার উপর আবার বহুকাল ধরিয়া যে ছোটনাগপুর বঙ্গের সঙ্গিত যুক্ত ছিল, সেই বহুগনিজসম্ভারসমৃদ্ধ ভূখণ্ডকে বঙ্গ হইতে বিচ্ছিন্ন করিয়াছেন। উহার সমুদয় অংশের উপর বঙ্গের ন্যায্য দাবী নাই—যদিও বিহারেরও স্থায্য দাবী নাই ; কিন্তু যে-সকল অংশের অধিকাংশ অধিবাসী বাঙালী, সেই সমুদয় অংশের উপর নিশ্চয়ই বঙ্গের দাবী আছে। তাঙ্গ বঙ্গের সহিত পুনযুক্তি হউক । বীরাষ্টমী কুড়ি বৎসর পূৰ্ব্বে শ্ৰীমন্ত্রী সরলা দেবী বঙ্গে বীরাষ্টমী উৎসব পুনঃপ্রবর্জিত করেন । বহু বংসর উৎ বন্ধ ছিল । এবার তিনি আবার উহা প্রবর্তিভ করিয়াছেন । বালক ও যুবকেরা স্বস্থ, সবল এবং আত্মরক্ষণ ও দুৰ্ব্বলের রক্ষায় সমর্থ হন, ইহা সৰ্ব্বথা বাঞ্ছনীয়। শ্ৰীমতী সরল দেবী নারীদিগের মধ্যেও আত্মরক্ষার সামর্থ্য লাভের ইচ্ছা জাগাইয়া তুলিতে পারিলে বঙ্গের মহা কল্যাণ সাধন করিবেন। - বীরাষ্টমী উৎসব উপলক্ষে প্রতাপাদিত্যকে বঙ্গের আদর্শ বীররূপে খাড় করার সমর্থন আমরা করিতে পারি না। তাছাকে আদর্শ বীর বলিয়া চিত্রিত করিতে হইলে বহু ঐতিহাসিক তথ্যের অপলাপ করিতে হয়, এবং চূণকামের প্রয়োজনও বড় কম হয় না। একজন আদর্শ বীর "খাড়া করিতে না পারিলেও বীরাষ্টমীর উৎসব স্বনিৰ্ব্বাহিত এবং উহার উদ্বেগু সিদ্ধ হইতে পারে। >> বিবিধ প্রসঙ্গ—শ্ৰীমতী সরোজিনী নাইডু ১২১ খৈতানের দেবোত্তর বিল আধুনিক সময়ে কেহ কেহ পাওনাদারদিগকে ফাকি দিবার জন্য নিজের সমুদয় সম্পত্তিকে দেবোত্তর এবং উত্তরাধিকারীদিগকে সেবাইত করিয়া দেন। কিন্তু আগেকার যে-সব দেবোত্তর সম্পত্তি আছে, তাহার অধিকাংশ ধৰ্ম্মার্থে প্রদত্ত হইয়াছিল বলিলে সত্যের অপলাপ হয় না। কিন্তু ভfহা ধৰ্ম্মার্থে প্রদত্ত হুইয়া থাকিলেও তাহার অধিকাংশ আয় সেবাইতদিগের সাংসারিক ব্যয় নিৰ্ব্বাহের জন্য খরচ করা হক্টয় থাকে । অনেক স্থলে দেবোত্তর সম্পত্তির আয় পাপাচরণে ৪ বছংখ্যক নারীর সর্বনাশসাধনের জন্ত ব্যয়িত হয় । অনেক মহাস্ত ছৱাচার ; তাঁহাদের দ্বারা এইরূপ অধৰ্ম্ম আচরিত হয় । 影 দেবোত্তর সম্পত্তির আয় যাহাতে ধম্মার্থেই ব্যয়িত হয়, তাহার আইন-সঙ্গত উপায় নিশ্চয়ই হওয়া উচিত। আয়ব্যয়ের হিসাব রক্ষিন্ত, প্রকাশিত ও পরীক্ষিত যাহাতে হয়, এতদ্বিষয়ক থাইনে তাঙ্গার ব্যবস্থ থাকা উচিত । এইরূপ আইন মাস্ত্রাঙ্গ প্রদেশে বিধিবদ্ধ ইষ্টয়াছে । বাংলায় এইরূপ আইন করাষ্টবার জন্তু শ্ৰীযুক্ত দেবীপ্রপাদ পৈতান একটি বিল প্রস্তুত করিয়াছেন । তাহীর মূল নীতির আমরা সমর্থন করি । এইরূপ আইন অনুসারে কাজ গুইলে নারীব সৰ্ব্বনাশসাধন ও অন্যবিধ নানা পাপাচার কমিবার সম্ভাবনা । ধৰ্ম্মশিক্ষা ও সাধারণ শিক্ষা দিবার নিমিত্ত দেবোত্তর সম্পত্তির কতক আয় ব্যস্থিত হইলে ভাঙ্গা দাস্তাদের উদ্দেশ্যবিরোধী হুইবে না। শ্ৰীমতা সরোজিনী নাইডু বোলটি কংগ্রেস কমিটি শ্ৰীমতী সরোজিনী নাইডুকে কংগ্রেসের আগামী অধিবেশনে সভাপতি নিৰ্ব্বাচনের অঙ্গুমোদন করায় তিনি সভাপতি মনোনীত হইয়াছেন । কেবল তিনটি কমিটি পুনার ঐযুক্ত নরসিংহ চিন্তু মন কেলকায়কে সভাপতি নিৰ্ব্বাচন করিতে চাহিয়াছিলেন। ভারতীয়া মহিলা এই প্রথম কংগ্রেসের সভাপতি নিৰ্ব্বাচিত হক্টলেন । শ্ৰীমতী সরোজিনী নাইডু ভারত