পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8sb" জমীর চাষ করিলে তাহাতে তাহাকে এই যে স্বত্ব দেওয়া হইতেছে, ইহাতে তাহার বিপদও আছে। এই কারণে জমীদারের ঐভাবে জমী বিলি না করিয়া চাষীদিগকে বেতনভোগী মজুরের মত নিযুক্ত করিয়া চাষ করাইতে পারেন। তাছাতে তাহাদের দশা এখনকার চেয়ে মৰ্ম্ম বই ভাল হইবে না। এইজন্তু নূতন বিলের ধারাটি এরূপভাবে লিখিত হওয়া উচিত, যাহাতে রায়ভদিগকে বেতনভোগী মজুরে পরিণত হইতে না হয়। নূতন বিলে চাষী রায়তকে তাছার জমীর উপরের গাছ কাটিয়া বিক্ৰী করিবার বা নিজের কাজে লাগাইবার অধিকার দেওয়া হইয়াছে। কিন্তু গাছ মূল্যবান হইলে তাহার দামেব কিয়দংশ জর্মীদারকে দিতে হুইবে, এইরূপ ব্যবস্থা আছে । কোন কোন গাছ মুল্যবান, বিলে অন্ততঃ মোটামুটি তাহার একটা নিৰ্দেশ আছে কি না, এবং মূল্যের কত অংশ স্বৰ্মীদারের প্রাপা তাহা লিখিত আছে কি না, জানি না। তাহা থাকা দরকার ; নতুবা ইহা লইয়া বিবাদ ও মোকদম হুইবার সম্ভাবনা। কোন জমীর খাজনা জমীদার যাহা পান, তাহা কমিবে ম, কিন্তু রায়ত ভাহাতে ধরুবাড়ী নিৰ্ম্মাণ করিতে বা পুষ্করিণী ও কূপ খনন করিতে পারিবে, নূতন আইনে এইরূপ ব্যবস্থাও থাকা দরকার। ছু মিনিটের জন্য অৰ্দ্ধপৃথিবী বেষ্টন আগামী ৩০শে পৌষ, ১৪ই জাগুয়ারী, সুমাত্রা দ্বীপে সূৰ্য্যগ্রহণ পর্য্যবেক্ষণ করিবার নিমিত্ত আমেরিকায় অন্তঃপাতী ওয়াশিংটনের নৌবিভাগের পর্য্যবেক্ষণাগার হইতে একদল বৈজ্ঞানিক স্থমাত্রা গিয়াছেন। গ্রহণ কেবল দুই মিনিট স্থায়ী ইষ্টবে। কিন্তু সেই দুই মিনিটেই পৰ্য্যবেক্ষকের বাম্বোস্কোপের জন্য ছবি তুলিতে এবং বহুবর্ণ ফোটোগ্রাফের নেগেটিভ, লইতে পাপ্লিবেন, আশা করেন। তাহা হইতে সূৰ্য্যমণ্ডলের নানা গ্যাস সম্বন্ধে অনেক তত্ত্ব নিৰ্দ্ধারিত হইবার সম্ভাবন, এবং স্থধ্য সম্বন্ধে আরও অনেক বিষয়ও জানা যাইতে পারে। এই কাজের জঙ্ক আমেরিকার উক্ত বৈজ্ঞানিকের পৃথিবীর আধট পরিধি বেষ্টন করিয়া স্বয়ূর স্থমাত্রায় আসিয়াছেন । প্রবাসী—পৌষ, ১৩৩২ [ २८* छांनं, २ब्र थ७ এই বৈজ্ঞানিক অভিযানের লোকেরা তাহাজের পধ্যবেক্ষণের জাড ডা গাড়িবার জন্ত এবং দূরবীক্ষণস্থাপনের উচ্চ মঞ্চ নিৰ্ম্মাণের জন্তু তিন মাস ধরিয়া পরিশ্রম করিয়াছেন । ইংলণ্ড, ফ্রান্স ও জামেনী ইষ্টতে এবং সোয়ার্থমোর কলেজ হইতে অন্য এক এক দল বৈজ্ঞানিক ৪ গ্রহণের সময় স্বমাত্রায় উপস্থিত থাকিয়া পৰ্য্যবেক্ষণ কfরবেন। ইটালীর এক দঙ্গ বৈজ্ঞানিক আফ্রিকায় থাকিবেন । বৈজ্ঞানিক জ্ঞান, যন্ত্রব্যবঙ্গারে দক্ষতা, জ্ঞানপিপাস, ধনশালিত ও উদ্যোগিতার একত্র সমাবেশ হুইলে ওঁবে কোন জাতি দূরদেশে গিয়া বৈজ্ঞানিক পৰ্য্যবেক্ষণের জন্ম এত অর্থ, সময় ও শক্তি ব্যয় কfরতে ও কষ্ট স্বীকার করিতে সমর্থ হয় । আমাদের দেশে এখনও এই অবস্থা জন্মে নাই । ইহা দুঃখের বিষয়। পুরাকালে অবঙ্গ কোন দেশেই জ্যোতির্ষিক ও অন্যবিধ বৈজ্ঞানিক পৰ্য্যবেক্ষণের জন্স এরূপ বুহৎ আয়োজন ৪ চেষ্ট হইত না ; কিন্তু কিছু জ্যোতির্ষিক পর্যবেক্ষণ ভারতবর্ষে ও অন্যান্য কোন-কোন দেশে হইত। আমেরিকান পুলিসের দক্ষতা আমেরিকার পুলি কিরূপ সামান্য প্রমাণ অবলম্বমে অপরাধী নির্ণয় করিত্রে সমর্থ হয়, সে-বিষয়ে সম্প্রতি সাঃেণ্টিফিক আমেরিকান্‌ নামক বৈজ্ঞানিক মাসিঞ্চপূত্রে একটি প্রবন্ধ বাহির শ্লষ্টয়াছে । তাঙ্গ হইতে কেবল একটি বিষয়ের উল্লেখ এথানে কবি । গত্ত মহাযুদ্ধের সময় আমেরিকাপ্রবাস কতিপয় ভারতীয় ভারতবর্ষে বিপ্লব ঘটাইবার চেষ্টায় কারারুদ্ধ হয় । তাঙ্গাদের বিরুদ্ধে প্রমাণ যে-সব চিঠিপত্র হইতে সংগৃহীত হষ্টয়াছিল, তাছা বাংল, গুরুমুখী, হিন্দুস্বামী, উচ্চ, জামান, স্পেনীয়, বা ইংরেজীতে লিখিত । কালীফৰ্ণিশ্লাস্থিত বার্ক লী শহরের অপরাধতত্ত্ববিৎ এডোয়ার্ড অস্কার হাইনরিক ভারতীয়ভাষাবিদ বা নানাভাষাবিদ নী হইয়াঙ কোন-বোন ভারতীয়ের দোষ প্রমাণ করিতে সমর্থ হন। সে-বিষয়ে তিনি বলেন – “During the World War enomy Agents lusied themselves in an attempt to hatch a nasty brood of