পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8QS。 প্রবাসী—মাঘ, ১৩৩২ [ ২৫শ ভাগ ২য় খণ্ড ASAMAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAAA MAAAA श्रृङ| घुम्नेोच्च २०e श्रंछ श्मिाएरु कोब्रिो उिनि पिछिल्ल দেশাগত দর্শকমণ্ডলীকে চমৎকৃত করিয়াছেন। কংগ্রেস ক্যাম্পের নাম তিলক-নগর দেওয়া হুইয়াছিল। তিলক-নগরেই সমগড় নেতা ও প্রতিনিধিগণের বাসস্থান নির্দিষ্ট হুইয়াছিল। মহাসভার অধিবেশনের পূৰ্ব্বে লাল লাজপৎ রায় এই অধিবেশনের জন্য বিশেষভাবে প্রস্তুত ত্রিবর্ণরঞ্জিভ জাতীয়-পতাক স্থাপন করেন। মহাসভাসম্পর্কে আর-একটি উল্লেখযোগ্য ঘটনা দক্ষিণ-আফ্রিকাপ্রবাসী ভারতীয় প্রতিনিধিদের উপস্থিতি। ডাঙ্কার জম্বর ঐযুক্ত কি,জি, যোগ স্বেচ্ছাসেবক সমিতির সম্পাদক রহমানের নেতৃত্বে র্তাহারা মহাসভার সমক্ষে তাহাজের অভিযোগ বিবৃত করেন। শ্ৰীমতী সাঈবাই দীক্ষিতের নেতৃত্বে মহিল-স্বেচ্ছাসেবিকা দল জাতীয় মহাসভায় স্বগৃঙ্খলার সহিত কাজ করিয়াছিলেন। এবার মহাসভায় মোট ৩১৬২ জন প্রতিনিধি যোগদান করিয়াছিলেন, তন্মধ্যে বাঙ্গালী প্রতিনিধির সংখ্যা ৪৯৭ । অন্তান্ত রাজনৈতিক সম্মিলনীসমূহের মধ্যে নির্ধ্যাতিত রাজনৈতিক-বন্দী সম্মিলন ও সাম্যবাদীদের সম্মিলনের কথা বিশেষ-ভাবে উল্লেখযোগ্য । রাজনৈতিক-বন্দী সম্মিলনের সভাপতি স্বামী গোবিন্ধদাস র্তাহার অভিভাষণে বলেন যে, এইসমস্ত নির্ধ্যাতিত স্বদেশসেবকেরা স্বাধীনতাকেই জীবনের চরম লক্ষ্য বলিয়া অস্তরে जख८व्र चष्ट्रउद कब्रिम्ना डांश्ांद्र छनाझे छौबन ऐंठं९णर्ग করিয়াছেন। ইহাদেরই ত্যাগ ও দুঃখের মূলে যে স্ববিধ লাভ হইয়াছে তাহাই দেশের অস্ত সকলে ভোগ করিতেছে। সাম্যবাদী-দল দেশের কৃষক ও শ্রমিকদের মুখপত্ররূপে আত্মপ্রকাশ করিয়াছে। আর-একটি উল্লেখযোগ্য অনুষ্ঠানের কথ। এইস্থানে বলা দরকার। এই সম্মিলনের নাম নিখিল-ভারত স্বেচ্ছাসেবক-বাহিনী সম্মেলন। এই বাহিনী গঠনের জন্ত ডাক্তার শ্ৰীযুক্ত এন সি হাকির দেশবাসীর ধন্যবাদভাজন । জাতীয় স্বেচ্ছাসেবক সজঘ স্বাধীনতা বা স্বরাজ আন্দোলনের পক্ষে অপরিহার্ঘ্য এ-কথা সম্মেলনের সভাপতি ত্রযুক্ত তুলসীচরণ গোস্বামী, শ্ৰীমতী সরোজনী নাইডু, মহাত্মা গান্ধী ও অন্যান্ত নেতাগণ স্পষ্টভাবে ব্যক্ত করিয়াছেন । ঐযুক্ত হার্দিকর যেদিক দিয়া দেশ-মাতৃকার সেবা করিতে প্রবৃত্ত হইয়াছেন সেদিকে আর কেহ তেমন ভাবে প্রাণমন উৎসর্গ করিয়া কাজ করেন নাই । আশা করা যায় শীঘ্রই ভারতের প্রত্যেক প্রদেশে একটি করিয়া স্বেচ্ছাসেবক দল গঠিত হইবে এবং সেগুলি নিখিল-ভারত স্বেচ্ছাcलबक-बाश्नौिव्र चढङ्गख श्रेष्व । उश्। इहेरण অল্প সময়ের মধ্যেই একটি স্বগঠিত ও সঙ্গাবদ্ধ বিপুল স্বেচ্ছাসেবক-দল জাতীয় মহাসভার পতাকা-তলে সম্মিলিত হইয়াদেশ-মাতৃকার সেবায় আত্মনিয়োগ করিতে সমর্থ হুইবে ।