পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] যত বার্ড অব টাইম্‌’এর গীতিকবিতাগুলি ভাবরাজ্যে সরোজিনীর স্থান অক্ষুণ্ণ রাখিবে । কবিতাগুলি প্রাচ্য দেশীয় ভাবমাধুর্ঘ্যে পরিপূর্ণ। র্তাহার দুৰ্ব্বল স্বাস্থ্য ও রাষ্ট্রনৈতিক কায্যে অনবকাশবশতঃ সম্প্রতি র্তাহার কবিত্ব-রসধারা স্তব্ধ হইয়াছে, কিন্তু বোধ হয় এখনই এই শ্ৰীমতী নাইডুর সর্বকনিষ্ঠ ভ্রান্ত কৰি ইহারীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তাছায় পত্নী শ্ৰীমতী কমলা দেবী কবির কাব্য-জীবনের সমাপ্তি হয় নাই। তবে তিনি আর কিছু না লিখিলেও তাহার উচ্চ আসনে এই তিনটি গ্রন্থের জন্তই চির অধিষ্ঠিত থাকিবেন । ইংরেজী সাহিত্যে তাহার কবিতা যথেষ্ট সমাদর পাইয়াছে। ১৯১৪ সালে উহাকে "রয়্যাল এসিয়াটিকৃ সোসাইটি অব লিটারেচারএর সভ্য করিয়া প্রতীচ্য দেশ তাহার কবিতাকে সম্মান করিয়াছেন। উনবিংশ শতাব্দীতে খুব অধিক-সংখ্যক নারীর ভাগ্যে এই সম্মান লাভ ঘটে নাই। জীবনে শ্ৰীমতী সরোজিনী নাইডু Gł ©


* --- ---- ------ ---صممتد = ------------------

রাষ্ট্রনীতির ক্ষেত্রে কিম্ব পারিবারিক জীবনে অনেক দুঃখ তিনি পাইয়াছেন, কিন্তু সেই বেদন তাহার কবিতাকে মধুরতর করিয়াছে মাত্র ; নষ্ট করিতে পারে নাই। তবে যৌবনের সে উচ্ছ্বাস আর নাই । সরোজিনী দেবী মুন্দরের উপাসক। আর্থার সাইমন্‌স পিথিয়াছেন—সৌন্দর্ষ্য-তৃষ্ণাই সরোজিনী দেবীকে কবি করিয়া তুলিয়াছে ; স্বন্দর কিছু দেখিলেই তাহার সমস্ত দেহ মন পুলকে স্পন্দিত হইতে থাকে । তাহার কাব্যে দেশমাতার প্রতি গভীর ভক্তি লক্ষ্য করিবার বিষয়। দেশের সকল লোক যখন দেশাত্মবোধে উদ্বুদ্ধ, তখন দেশের কবি কেনই বা সে অনুভূতিকে ছন্দোবদ্ধ না করিবেন ? ভারতমাতার উদ্দেশে লিখিত র্তাহার দুইটি ইংরেজী কবিতার বাংলা অনুবাদ দিলাম — উত্তিষ্ঠত, জাগ্রত আসিছে প্রভাত, জাগো মা, জাগো মা, সস্তান তব করুণা যাচে, নতজান্থ হয়ে পূজিব তোমায় ; মাগিব প্রসাদ তোমার কাছে । নূতন দিনের স্বপন দেখিয়া আঁধার রজনী কঁাপিছে ত্রাসে, তুমি কি রহিবে নিভ্রামগন, বদ্ধ রহিবে বেদনাপাশে ? জাগো, জাগো, মা গো, ঘুচাও মোদের ব্যর্থ ব্যথার দৈন্ত-ভার ; আশীব কর মা পরাব তোমায় বিজয়-গৰ্ব্ব-রতন-হার । আমরা নহি কি সস্তান তব জয়মাল তব মোদের নহে ? আশা তব, তব গৰ্ব্ব শক্তি শোণিতে মোদেয় আজো যে বহে ! তোমার তুষ্টি করিব সাধন, ত্যজিব না কভু দ্বিধার ভুলে, মোদের চিত্তে আসন তোমার,পূজিব তোমায় ভক্তি-ফুলে, জননী তোমার মহিমা গাহিয়া কাপন লাগাব তারার গায়ে ; আসন তোমার উচ্চে সবার, সে মহা আসনে বসাব মায়ে। জননী, মোদের পূজার অর্ঘ্য মুকুট রচিবে তোমার শিরে ; জননী, মোদের আশার শিখাটি নিত্য তোমারে s রছিবে ঘিরে ;