পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] দিবসের শেষ boo उषकञ१ वज्र-वफ़ क३-कां९ण भांब्रिज्ञा थाग्न सनिग्ना नाहूগোপালের বিস্ময়ের সীমা রহিল না। জলের ভিতর ত অন্ধকার, কেমন করিয়া খুজিয়া পায়। এদিকে হাসিতে পাইয়া রতির ভয়ে অভিভূত ভাবটা কাটিয়া গেল। তখন তাহার মনে পড়িল, কামদায় কুমীর ভাসিতে এ গ্রামের কদাচ কেহ দেখে নাই, এমনকি কোনো দিন জনশ্রীতিও আসিয়া এগ্রামের কানে পৌঁছায় নাই। তবে ভয় কিসের ? বপ, করিয়া গভীর জলে পড়িতে না হয়, এই ভয়ে অতি সন্তপণে পা বাড়াইয়া রতি হাটুজল পৰ্য্যন্ত নামিল, ছেলেকেও টানিয়া লইল ; তাহাকে ধাটুর সঙ্গে চাপিয়া ধরিয়া ষেশ করিয়া তাহার গা মাজিম্বা দিল ; ভান ধরিয়া তাহাকে ডুব দেওয়াইল ; তা’র পর উপরে তুলিয়াগা-মাথা মুছিয়া দিয়া তাহাকে বাড়ী পাঠাইয়া দিল। রতি আসিয়া হাসিতে-হাসিতে বলিল,—পাচু কই রে ? • রান্নাঘরের ভিতর থেকে ভারি-গলায় পাচু বলিল,— খাচ্ছি, বাবা । —কেমন কুমীরে নেয়নি ত? পাচুও মায়ের মুখের দিকে চাহিয়া হাসিতে-হাসিতে বলিল,—না । নারাণী বলিল,—ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে। ( २ ) বৈকালে ঘুম ভাঙিয়া নারাণী বারান্দায় আসিতেই তাহাকে দেখিয়া পাচুর সমবয়সী অনেকগুলি ছেলে-মেয়ে दिशरषप्त्र चनृशं श्झ cश्रण । उांशप्नब ७३ चकन्यां९ পলায়নের হেতু নির্ণয় করিতে আসিয়া ষে ব্যাপারের ভগ্নাবশেষ নারাণীর চোখে পড়িল, তাহাতে সে গালে হাত দিয়া একেবারে থ হইয়া গেল। অপরাধীগণের মধ্যে পাচুই এক ধরা পড়িয়া কাদিয়া ফেলিল। ব্যাপার এই— नाब्राभौ दर्शन घूयॉरेरउइिन, उर्थन नाहू e ॐांब गबौद्र ঘরে রাখা ছোটাে একটি পাক কাটাল চুরি করিয়া ভাণ্ডিয়া খাইয়াছে, কিন্তু খাইবার পদ্ধতি না জানা থাকায় ছেলে কাটালের গাঢ় রসে সৰ্ব্বদেহ আল্পত করিয়া ফেলিয়াছে ; তাহার উপর আনন্ধের আবেগে ধূলায় গড়াগড়ি দিয়াছে, স্বতরাং ছেলের মূৰ্ত্তি দেখিয়া মায়ের ব্রহ্মরন্ধ, জলিয়া खेटैिदांब्रहे कथा । 隱 পাচু মার খাইতে-খাইতে বাচিয়া গেল, কিন্তু তা’র আৰ্ত্ত চীংকারে এবং নারাণীর ক্র দ্ব চীৎকারে রতির ঘুম ভাঙিয়া গেল। সে গা মোড় দিয়া উঠিয়া বাহিরে আসিয়া বলিল,—যেমন ছেলের গলা, তেমনি ভা’য়— হয়েছে কি ? —হয়েছে আমার শ্ৰাদ্ধ, চুরি করে কাটাল খাওয়া হয়েছে ; ছেলের বিদ্যে কত বলিয়া নারাণী এমুনিভাবে রতির দিকে চাহিল যেন চুরি করিয়া কাটাল খাওয়াটা পুরুষ-জাতির মধ্যে অত্যন্ত ব্যাপক। রতি ভ্ৰকুট করিয়া বলিল—থামো, আর টেচিৎ না। আমি ধুয়ে আন্‌ছি। বলিয়া সে উঠানে নামিল। পাচুর হাতে খেলার একটা ঘট ছিল ; সেইটি হাতে করিয়া অপরাধী পাচু চোখের জল ফেলিতে-ফেলিতে বাপের আগে-আগে নদীর দিকে চলিল। রতি তাহাকে জলে ফেলিয়া বেশ করিম রগড়াইয়া ধুইয়া তুলিয়া আনিল। খানিকট দূর উঠিয়া আসিয়া পাচু বলিল,-বাবা,আমার ঘট । উভয়ে ফিরিয়া দেখিল, জলের ধারেই ঘট পড়িয়। चांtछ् । পাচু ব্যস্ত হইয়া বলিল,—নিয়ে আসি বাবা ? রতি বলিল,—ধ" | পাচু হেট হইয়া ঘট তুলিয়া লইয়া ফিরিয়া দাড়াইয়াছে, এমন সময় তাহারই একান্ত সন্নিকটে দুইটি স্ববৃহৎ চক্ষু নিঃশব্দে জলের উপর ভাসিয়া উঠিল, পরমুহূৰ্ত্তেই সেস্থানের জল আলোড়িত হইয়া উঠিল, লেজটা একবার বিদ্যুৎবেগে ঘুরিয়া গেল, এবং চক্ষের পলক না পড়িতেই পাচু জলের তলে অদৃপ্ত হইয়া গেল। মুক্রিতচক্ষু ভয়াপ্ত রতির স্তভিভ বিমূঢ় ভাবটি কাটিতে বেশী সময় লাগিল না ; পরক্ষণেই তাহার মুহুমুই তীব্ৰ আৰ্ত্তনাদে দেখিত্তেদেখিতে নদী-তীর জনাকীর্ণ হুইয়া উঠিল।