পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊԵ প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩২ [ २९= एठांशं, २च क्ष७ আমাকে লজা দেওয়ার জন্ত কি এরূপ ব্যবহার আরম্ভ করূলেন ?" পরাণের দিকে ফিরিয়া সে মৃদ্ধস্বরে জিজ্ঞাসা করিল, কোথায় পেলে একে ? পাগল নাকি ?” পরাণ মৃদ্ধশ্বরে কহিল, “না। তেমন ত কোনো লক্ষণ পাইনি।” কানাই এসব শুনিতে পাইল । সে বলিল, “আমি পাগল নই। আপনার বয়সে বড় । আপনাদের সঙ্গে আমাদের এইরূপ আচরণই করা উচিত। আপনি জমিদার স্বথেন্দুশেখর বন্দ্যোপাধ্যায়কে জানেন ? নবীন কহিল, খুবই জানি। মুনিব-লোক র্তার ! জানিনে ?” . কানাই জিজ্ঞাসা করিল, “আপনি কোনো সময়—সে অনেক দিনের কথা-বোধ হয় কুড়ি-বাইশ বছর হবে— একটি আড়াইবছরের শিশুকে তার মায়ের কাছে রেখে এসেছিলেন ?” নবীনের সে-কথা বেশ মনে ছিল । সে একটি দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া কছিল, “স্থা। সে ত নিতাই-খুড়োর ছেলে । ছেলেটা এখন মানুষ হয়েছে শুনতে পাই । এমন কাজের ঝঞ্চাট ষে একদিন দে’থে আসতেও পারিনে। যেমন পোড়া আদেষ্ট ক’রে এসেছিল, তা বিধাজ। তা’কে দেখবেন না ত আর কাকে দেখবেন ? পেট থেকে না পড়তে বাপ মা ভাই বোন সবগুন্সিই খেলে।” কানাই কহিল, “আমিষ্ট সে হতভাগ!—রক্ষুিসে ছেলে ।” নবীনের বিস্মিত চক্ষু-ছুটি অশ্রুসিক্ত হইয়া উঠিল। সে আত্মবিশ্বত হুইয়া কানাইলালকে জড়াইয়া ধরিয়া তাহাকে তাহার বক্ষের মধ্যে লুকাইয়া ফেলিল। করুণাঞ্জস্বরে কহিল, “আহা ! নিতাই-খুড়ে এমন ভালো মাচষ ছিল, এমন ছেলে পেয়েছে একবার দেখে যেতে পারলে না! পরাণ-দা ! নিতাই-খুড়োকে ভুলে গেলে ? এখানে এলে ত তোমাদের বাড়ীতে পাত না পেতে যেত না!” কানাই পরাণের পদধূলি লইল । । পরাণ লজ্জায়, সঙ্কোচে ও পুলকে অভিভূত হইয়া डांशंद्र बकि५ रुरुषानि कांना३णांरणब्र ऋकब्र फेब्र রাখিল । তাহারা আজ কি-বন্তই হাতে পাইয়াছে ! हेशं८क ८कांथांग्न ब्रांशिहरु-८कांषांब्र बलोहे८ब-कि बलिब्रां আপ্যায়িত করিবে, কিছুই ভাবিয়া পাইভেছিল না। নবীনের বর্তমানে চাকৃরি ছিল না । সে তাহার স্ত্রী ও পুত্রটিকে লইয়া আজ দুই বৎসর রোগের সহিত লড়াই করিতে-করিতে তাহার সামান্ত দু’চার পয়সা যাহা ন্যস্ত ছিল, তাহা কোন ফুৎকারে উড়াইয়া দিয়া নিদারুণ দুর্দশার মধ্যে পতিত হইয়াছিল। তাহার ঘরের চালে ছাউনি ছিল না। যেখানে একেবারে শূন্ত সেখানটা পাটি দিয়া আবৃত করিয়া রাখা হইয়াছিল। ছেলেটিও ঔষধ-পথ্যের অভাবে কঙ্কালসার । কানাইলাল বসিয়াবসিয়া এই সব দেখিতেছিল। নবীন শুনিয়াছিল যে, নিতাই-খুড়োর ছেলে লেখাপড়া শিপিয়াছে, ভদ্র-আচরণ পাইয়াছে এবং বাৰুদের সরকারে বড়দরের চাকৃরি করিতেছে। কিন্তু এযাবৎ দেখা-শুনা করিবার কোনো স্থবিধাই সে পায় নাই । কানাইলাল গাত্ৰোখান করিয়া নবীনের হস্তে পঞ্চাশটি টাকা দিল। এবং বলিল, আমি ত স্থাপনার ছোটো - ভাই। আপনাকে সাহায্য করতে পারি। আপনি এই টাকায় একগান ঘর বাধ লেন । আমি সময়-মত এসে মাঝেমাঝে দেখে-শুনে যাবে। ” নবীন কহিল, “এত বেলায়—থাওয়া-দাওয়া— “সে আমি কাছারী থেকে সেরে এসেছি । আবার গিয়ে থাবো। আমার খাবার সেখানে প্রস্তুত আছে। ঘোড়ায় যেতে বেশী সময় লাগবে না।” এই বলিয়া পরাণের হন্তেও পাচটি টাকা দিয়া সে थश्नान कब्रिल । नदौtनब्र ककू-फूर्ध्नि नखल झहेब्रा खैर्द्विज । তৃতীয় পরিচ্ছেদ কানাইলালের চক্ষের ধাধা কাটিয়া গিয়াছে ৷ যেশক্তি ও সাধনার বলে তাহার পূর্বপুরুষগণ তাহার জন্ত যে স্থান নির্দিষ্ট করিয়া দিয়া গিয়াছেন, সেই স্থানে সেই অক্ষয়পীঠে যাইয়া না ছাড়াইলে তাহার কোনো জাতি নাই—শক্তি নাই—ধৰ্ম্ম নাই—সানাও নাই। সে ८कदल डांशंब्र छांङिब्र निकt छूर्तिमtछब्र ७कफैो छिंख हहेब थांकि८द । cष-ब्रटङब्र भाषा उांशंद्र बग्न, cग