পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ల్చ বাসীকে উপহার দিবার সময় সকৃতজ্ঞ-হৃদয়ে আমার দেশের এ যুগের সর্বশ্রেষ্ঠ স্বররসিক রবীন্দ্রনাথকে স্মরণ করি । তাহার আশীৰ্ব্বাদেই সঙ্গীত কি তাহা একটু বুঝিতে শিপি “ফরাসী দেশের অন্তর্বত্ৰী ছোটো একটি সহর। খালের ধারে ছোটো একটি বাড়ী, মৰ্ম্মগতি শূন্তদিনের নিস্তব্ধতায় জীচ্ছন্ন ছাদের আলিসার সামনে দিয়া একটা ভারী নৌকা গুণের টানে ভাসিয়া চলিয়াছে। ভিনিসীয় উপহ্রদের জলের গন্ধের সহিত বাগানের হিয়াসিস্থ ও কারনেশন ফুলের স্থবাস মিশিয়া আলিতেছে। একটি শীর্ণ দুৰ্ব্বল সঙ্গীহীন শিঙসেইখানে একলা বসিয়া স্বপ্ন দেখে ও ভবিষ্কং জীবনের দিকে তাহার দৃষ্টি মেলিয়া ধরে। তাহার অন্তরে ওঁ বহিয়ে 'চারিদিকেই জীবন যেন ঘুমাইয়া আছে। ছোটো পইট্ৰটিষ্ঠে পুরুষের কেবল রাজনীতির অথবা ধর্ষণীয়-বাণিজ্যের আলোচনা করে, আর মেয়ের করে সাংগারিঞ্চ ভূঞ্জঞ্জ, স্কি" খাধিতার চর্চ। উৱে অসীম আকাশ উঠানের চারিটি দেয়ালের উপর চঞ্জাতপের .মঙ্গে ফুকিয়া পড়িয়া জলজদখলমল করিতেছে, অন্ধকারে প্রবাসী—বৈশাখ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড এবং রলার মত মনীষীর কাছে যাই ; তারই শুভ জন্মদিন স্মরণ করিয়া এই রচনাটি উৎসর্গ করিলাম। - ীি কালিদাস নাগ অস্পষ্ট হইয়া আসিতেছে আবার আপনি প্রদীপ্ত হইয়া উঠিতেছে, যেন বিরাট একটি নেন্ত্রের পলক প্রশস্ত ও মোহন-ছন্দে উঠিতেছে আর পড়িতেছে । 鬚y সেই নিস্তব্ধতার মধ্যে আকাশের ও হৃদয়ের স্থিরপ্রভার ভিতর দিয়া অকস্মাং যেন একঝাক মৌমাছি উড়িয়াচলিয়া গেল। মা হেড নএর একটি ছোট রাগিণীর আলাপ করিতেছেন। আর আমি নিঃসঙ্গ নই। আবেগের তরঙ্গে আমার মন কঁাপিয়া উঠিতেছে..হে মধুর ক্ষুত্র বন্ধু। তোমার কি চোখ আছে, ঠোট আছে ? আমি ত জানি না, কিন্তু একথা জানি য়ে তোমায় আমি ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো..... আমাদের বাড়ীতে পুরাতন জাৰ্ম্মান-সঙ্গীতলিপি ছিল। জার্খান ? এশব্দটি বলিতে কি বুঝায়, আমি কি তা জানিতাম ? অামাদের দেশের ওই দিকৃটায় বোধ হয়