পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Astva প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড আলোকের নৃত্যে মোর চক্ষু দিল ভরি’ বর্ণের লহরী। খুলে গেল অনস্তের কালে উত্তরীয়, কত রূপে দেখা দিল প্রিয়, অনিৰ্ব্বচনীয় ॥ তাই মোর গান কুসুম-অঞ্জলি-অৰ্ঘ্যদান প্রাণ-জাহ্নবীরে। তাহারি অাবৰ্ত্তে ফিরে ফিরে এ পুজার কোনো ফুল নাও যদি ভাসে চিরদিন, বিস্মৃতির তলে হয় লীন, তবে তার লাগি, কহ, কার সাথে আমার কলহ ? এই নীলাম্বরতলে তৃণ-রোমাঞ্চিত ধরণীতে, বসন্তে বর্ষায় গ্রীষ্মে শীতে প্রতিদিবসের পূজা প্রতিদিন করি অবসান ধন্য হ’য়ে ভেসে যাক গান ॥ ১৬ জাঙ্গুয়ারি ১৯২৫ জুলিয়ে চেজারে । সৃষ্টিকর্তা জানি আমি মোর কাব্য ভালোবেসেছেন মোর বিধি, ফিরে যে পেলেন তিনি দ্বিগুণ আপন-দেওয়া নিধি । র্তার বসন্তের ফুল বাতাসে কেমন বলে বাণী সে যে তিনি মোর গানে বারস্বার নিয়েছেন জানি । আমি শুনায়েছি তারে, শ্রাবণ রাত্রির বৃষ্টিধারা কি অনাদি বিচ্ছেদের জাগায় বেদন সঙ্গীহারা । যেদিন পূর্ণিমা রাতে পুষ্পিত শালের বনে বনে শরীরী ছায়ার মতো এক ফিরি আপনার মনে