পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५े সংখ্যা J. : . পশ্চিম্যান্ত্রেীর आशस्त्र-श्राङ স্বটি মোর স্থটি সাথে মেলে ৰেখা, সেখা পাই ছাড়া, মুক্তি যে আমারে তাই সঙ্গীতের মাঝে দেয় সাড়া, সেথ আমি খেলা-ক্ষ্যাপী বালকের মতো লক্ষ্মীছাড়া নিত্য-নিঃস্ব নগ্ন নিরুদ্দেশ। সেথা বারে বারে মোর প্রথম জন্মের নাহি শেষ । যে-স্বর পেয়েছি গানে মাঝে মাঝে, সে সুরে, হে গুণী তোমারে চিনায় । বেঁধে দিয়ে নিজ হাতে সেই নিত্য মুরের ফাঙ্কনী আমার বীণায় । তা হ’লে বুঝিব আমি ধূলি কোন ছন্দে হয় ফুল বসন্তের ইন্দ্রজালে অরণ্যেরে করিয়া ব্যাকুল ; নব নব মায়াচ্ছায়। কোন নৃত্যে নিয়ত দোস্থল বর্ণ বর্ণ ঋতুর দোলায়। তোমারি আপন স্বর কোন তালে তোমারে ভোলায়। যেদিন আমার গান মিলে যাবে তোমার গানের স্বরের ভঙ্গীতে মুক্তির সঙ্গম-তীর্থ পাব আমি আমারি প্রাণের আপন সঙ্গীতে । সেদিন বুঝিব মনে নাই নাই বস্তুর বন্ধন, শূন্তে শূন্যে রূপ ধরে তোমারি এ বীণার স্পন্দন ; নেমে যাবে.সব বোঝা, থেমে যাবে সকল ক্ৰন্দন, ছন্দে তালে ভুলিব আপনা— বিশ্বগীত-পদ্মদলে স্তব্ধ হবে সকল ভাবনা ৷ সপি দিব মুখ হুঃখ আশা ও নৈরাশু যত কিছু তব বীণা-তারে,— ধরিবে গানের মূৰ্ত্তি, একান্তে করিয়া মাথা নীচু শুনিব তাহারে ।