পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা : পশ্চিমাত্রীর ডায়ারি+ছুঃখসম্পদ tఉ! শ্রাবণের বৃষ্টিধারী, শরভের শিশিরের কণ, - অন্তহীন দান, - জন্ম সে যে গৃহমাঝে গৃহীরে আহবান ॥ श्रृङ्घा তোর হোক দূরে নিশীথে নির্জনে,হোক সেই পথে যেথা সমুদ্রের তরঙ্গ গর্জনে গৃহহীন পথিকেরি মৃত্যচ্ছদে নিত্যকাল বাজিতেছে ভেরী । অজানা অরণ্যে যেথা উঠিতেছে উদাস মৰ্ম্মর, বিদেশের বিবাগী নিঝর বিদায় গানের তালে হাসিয়া বাজায় করতালি । যেথায় অপরিচিত নক্ষত্রের আরতির থালি চলিয়াছে আনস্তের মন্দির সন্ধানে, পিছু ফিরে চাহিবার কিছু যেথা নাই কোনোখানে। দুয়ার রহিবে খোলা ; ধরিত্রীর সমুদ্রপৰ্ব্বত কেহ ডাকিবে না কাছে, সকলেই দেখাইবে পথ । শিয়রে নিশীথরাত্রি রহুিবে নির্বাকু, মৃত্যু সে যে পথিকেরে ডাক ॥ ঃখসম্পদ ছুঃখ, তব যন্ত্রণায় যে-ফুর্দিনে চিত্ত উঠে ভরি’ দেহে মনে চতুদিকে তোমার প্রহরী রোধ করে বাহিরের সাম্বনার দ্বার, সেইক্ষণে প্রাণ আপনার নিগূঢ় ভাণ্ডার হতে গভীর সাম্বন বাহির করিয়া আনে ; অমৃতের কণা