পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} e প্রবাসী—বৈশাখ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড জনশূন্ত তটের পানে ফিরূবে হাসের দল ; স্বচ্ছ নদীর জল আকাশ পানে রইবে পেতে কান বুকের তলে শুনবে ব’লে গ্ৰহতারার গান ; কুলায়-ফেরা পার্থী নীল আকাশের বিরামখানি রাখবে ডানায় ঢাকি’ . বেণুশাখার অন্তরালে রবির অস্ত যাওয়া মেঘে মেঘে বুলিয়ে যাবে শেষ বিদায়ের চাওয়া স্তব্ধ হবে ক্ষুব্ধ হাওয়ার দোলা, তখন তোমার মন যদি রয় খোলা ; তখন সন্ধ্যাতার পায় যদি তার সাড়া তোমার উদার অণথিতারার পারে : কনক-চাপার গন্ধ-ছোওয়া বনের অন্ধকারে ক্লাস্তি-অলস ভাবনা তোমার ফুল-বিছানো ভুয়ে মেলিয়ে ছায়া এলিয়ে থাকে শুয়ে . ছন্দে গাথা বাণী তখন পড়ব তোমার কানে মন্দ মৃত্নল তানে, ঝিল্লি যেমন শালের বনে নিঞ্জী-নীরব রাতে অন্ধকারের জপের মালায় একটানা মুর গাথে . একৃলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে প্রাস্তে ব’সে একমনে একে যাব আমার গানের আলপনা, আনমনা গো আনমন ॥ বুএনোস্ আইরিস । ৪ ডিসেম্বর Σ' δ& 8 মৌমাছির মতো আমি চাহি না ভাণ্ডার ভরিবারে, বসন্তেরে ব্যর্থ করিবারে । সে তো কভু পায় না সন্ধান কোথা আছে প্রভাতের পরিপূর্ণ দান।