পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] S SAAAAAA AAAASAA AAAS S AAAA S AAAAA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAA AAAA SAAAAAS AAAASS পশ্চিমুযাত্রীর ডায়ারী 2 * , AAAAAASAAAA AAAA AAAAMAMMA AM AAAA AAAAA AA SAMAMMAMA AMATTS তাহার শ্রবণ ভরে আপন গুঞ্জনস্বরে, । হারায় সে নিখিলের গান । জানে না ফুলের গন্ধে আছে কোন করুণ বিষাদ, সে জানে তা’ সংগ্রহের পথের সংবাদ । চাহেনি সে অরণ্যের পানে, লতার লাবণ্য নাহি জানে, পড়েনি ফুলের বর্ণে বসন্তের মৰ্ম্মবাণী লেখা। মধুকণা লক্ষ্য তার, তারি কক্ষ আছে শুধু শেখা ॥ পাখীর মতন মন শুধু উড়িবার মুখ চাহে উধাও উৎসাহে । আকাশের বক্ষ হ’তে ডানা ভরি তার স্বণ আলোকের মধু নিতে চায় নাহি যার ভার, নাহি যার ক্ষয়, নাহি যার নিরুদ্ধ সঞ্চয়, যার বাধা নাই, যারে পাই তবু নাহি পাই, যার তরে নহে লোভ, নহে ক্ষোভ, নহে তীক্ষ্ণ রীষ, নহে শূল, নহে গুপ্ত বিষ। এাকোভিয়া জাহাজ ১২ ফেব্রুয়ারি >為、● জন্মকাল থেকে আমীকে একথানা নির্জন নিঃসঙ্গতার ভেলার মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। উীরে দেখতে পাচ্ছি লোকালয়ের আলো, জনতার কোলাহুল ; ক্ষণে ক্ষণে ঘাটেও নামৃতে হয়েছে, কিন্তু কোনোখানে জমিয়ে বসতে পারিনি। বন্ধুরা ভাবে তাদের এড়িয়ে গেলুম, শত্রুরা ভাবে অহঙ্কারেই দূরে দূরে থাকি। যে-ভাগ্যদেবতা বরাবর আমাকে সরিয়ে সরিয়ে নিয়ে গেল, পাল গোটাতে সময় দিলে না, রসি যতবার ডাঙার খোটায় বেঁধেছি টান মেরে ছিড়ে দিয়েছে, সে কোনো কৈফিয়ৎ দিলে না । মুখদু:খের হিসাব-নিকাশ নিয়ে ভাগ্যের সঙ্গে তকরার ক’রে লাভ নেই। যা হয়েছে তার একটা হেতু আছে, সেই হেতুর উপর রাগ করলে হওয়ার উপরেই রাগতে হয় । ঘড়া রাগ ক’রে ঠং ঠং শব্দে যদি বলে “আমাকে শূন্ত করে গড়েছে কেন, তার জবাব হচ্ছে “তোমাকে শূন্ত করবে ব’লেই ঘড়া করেনি, ঘড়া করবে ব'লেই শূন্ত করেছে।” ঘড়ার শূন্ততা পূর্ণতারই অপেক্ষায় ; আমাৰু