পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eষ্ট্র সংখ্যা । সত্যের জাভাস না পাইভেন! তিনি জাভাস যে পাইতেছেন, তাহ ৰেশ বোঝা যায় । তিনি বলিতেছেন ;‘প্রত্যেক দুর্ঘটনার মাঝে নিমিষের জন্ত হইলেও আমাদের অন্তরের সহজবোধ বলে, যে অদৃষ্ট আমাদের প্রভু নয়, चांभब्राई अमृdडेब्र প্রভু ! * প্রথমকার লেখায় কোথাও-কোথাও যেটুকু দ্বিধা দেখা স্থায়, পরের লেখায় তাহাও অন্তহিত হইয়াছে। যদিও কোথাও স্পষ্টাক্ষরে তিনি মৃত্যুকে অস্বীকার করিয়া আত্মার জয় ঘোষণা করেন নাই, তবু তার কথার স্বরে এই ভাবটি বেশ জোরালো হইয় ফুটিয়া উঠিয়াছে। তিনি দার্শনিক যুক্তি প্রয়োগ করিয়া নিজের মতবাদটিকে কোনো নির্দিষ্ট ভিত্তির উপর স্থাপন করার চেষ্টা করেন নাই। জীবনসম্বন্ধে আমাদের অস্তরের কতকগুলি নিগুঢ় অহুভূতির মধ্যে তিনি মানবাত্মার অসীম সৌন্দর্ঘ্যের সন্ধান পাইয়। তাহারই প্রেরণায় আপনার কথাগুলি বলিয়া গিয়াছেন ; এইজন্য কোথাও বিশ্বাস এবং অনুভূতির প্রবলত। যেমন প্রকাশ পাইয়াছে, কোথাও তেমনি পূৰ্ব্ব জীবনের বিষন্ন ধারণাও আত্মগোপন করিবার চেষ্টা করে নাই । কিন্তু সমগ্রভাবে বিচার করিয়া মেটারলিঙ্কের এই রচনার মধ্যে আমরা এক অত্যাশ্চৰ্য্য অনিন্দকে প্রত্যক্ষ করিতেছি । তিনি মানবাত্মাকে এক অসম্ভব মহিমা ও গৌরবের মধ্যে, পবিত্রতা ও সৌন্দর্ঘ্যের মধ্যে প্রত্যক্ষ করিয়াছেন । এইখানেই মেটাবলিঙ্কের vision ; এখানেই মেটারলিঙ্ক আপনার বিশেষত্ব লইয়া বিশ্ব-সভায় দাড়াইয়াছেন। মানব-জীবনে স্বৰ্গীয় স্বপ্নকে প্রত্যক্ষ করিয়া দেখার মধ্যেই মেটারলিঙ্ক, সার্থক। মেটারলিঙ্ক যে আসন্ন নবযুগের বাণী প্রচার করিয়াছেন, তাহ জালগ্ন নাও হইতে পারে ; কিন্তু তাহার এই বাণী প্রচারের মূলে একটি নূতন সত্যের আবিষ্কার বহিয়াছে। উহার বিশ্বাস যে, একটা অধ্যাত্মযুগ আসন্ন

  • Treasure of the Humble, p. 139. "tiwi asal Wisdom and Destiny wwo s oft-quo fefs oftबछत्र उचञिक वर्षनिक आवाज बनबिकू कब्रिज cनषारबाप्इन ।

రిజన হইয়া জালিয়াছে। ক এডোয়ার্ড কাপেন্টার, অরবিন্দ, छाङब बाकू + wक चख्निब अशाचबूत्रब चांश्रयन প্রতীক্ষা করিতেছেন। মানুষের সঙ্গে মাহুষের অন্তরতম পরিচয়টি নানা আবরণে আচ্ছন্ন হইয়া আছে ; আসন্ন নবযুগের হাওয়া লাগিয়া সেই আবরণগুলি জাজ সরিয়া যাইতেছে বলিয়া মেটারলিঙ্কের বিশ্বাস । মানবাত্মা যে পরস্পরের নিকটতর হইয়া আসিতেছে, তাহার অনেকগুলি নিদর্শন রহিয়াছে। শুধু পরস্পরের নিকট নয়, মান্থয আজ আপনার অন্তরাত্মাকেও নিকটতর করিয়া জানিতে পারিতেছে । * মানব-জীবনের যেটুকু অভিব্যক্ত, তাহা হইতে তাহার সত্যকার গভীর জীবনটি যে একেবারে স্বতন্ত্র ইহা মেটারলিঙ্ক বার-বার করিয়া বলিয়াছেন। তিনি বলেন, এই যে আমাদের জীবন ইহা আমাদের সত্য জীৱন নহে ; আমাদের চিস্তা ও স্বপ্লরাশি হইতে আমরা স্বতন্ত্র । ৫ জীবনের একটা দিকৃ আছে, সে-দিক্‌ট চাদের অপরাদ্ধের মতন বাস্তবজীবনের স্থধ্যালোকে কখনও প্রকাশ পায় না—আর সে-ই আমাদের শ্রেষ্ঠতম, পবিত্রতম এবং মহত্তম দিক। তাহাকে মানুষের কর্মে ও চিন্তায় এবং বাহ্য প্রকাশের মধ্যে কিছুতেই ধরিতে পারা धiच न1 ।। মানুষের সেই দিকৃটি তা’র গভীরতর জীবন। সেই জীবন ও এই বহিৰ্জ্জীবনের মধ্যে একটি রহস্যময় আবরণ রহিয়াছে; ইহাকে অপসারিত করা অসম্ভব বলিয়াই বাহিরে তাহুর সত্য পরিচয়ের সন্ধান করিতে যাওয়া বৃথা। $ মানবাত্মার অন্তলোকে প্রবেশ করিতে হইবে, তাহা হইলেই মানবের সত্য পরিচয়-অর্থাৎ মানবাত্মা ষে চিরপবিত্র, চিরস্থদের ও মঙ্গলময় ইহা বুঝিতে পার যাইবে। মেটারলিঙ্ক জানেন যে,এ তত্ত্ব লইয়া তর্ক করা চলে না। ’ শুধু অনুভূতির মাঝেই ইহার প্রমাণ পাওয়া যায়। মানুষকে

  • Treasure of the Humble (Awakening of the Soul).

t Dr. Bucke's Cosmic Consciousness. -

  1. Treasure of the Humble (Predestined) p. 55.

$ Treasure of the Humble (Mystic Morality).