পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য: | “একি ? তুমি কোথা থেকে এলে ?” মান্না চমকিয়া উঠিল। যমালয় হইতেও মানুষ ফিরিয়া আসে ? - - বংশী সহাস্তে প্রশ্ন করিল, “কি ভেবেছিলি তোরা ? আর আস্ব না ? সেদিন পথ হারিয়ে খুব বিপদেই পড়েছিলাম বটে, কিন্তু বাঘের পেটে যাইনি—” বিস্মিত মায় জিজ্ঞাসা করিল, “কি হয়েছিল রে ? এতদিন ছিলি কোথা ?” “চা বাগানে--” বংশীকে আড়কাঠিতে ধরিয়া লইয়া গিয়াছিল— আসামের বাগানে কুলী কবিয়া চালান দিবীর জন্য । মান্না কহিল, “কতদূর নিয়েছিল ?” বংশী কছিল, “গোয়াল-পাড়া--" “পালিয়ে আসতে পাবুলি ?” “কেন পারব না ?” বলিয়। বংশী পা চালাইয়া 衍 জিজ্ঞাস। করিল, “কোথা যাচ্চিস—” “বাড়ী যাই। ওট যে ভীতু, হয়ত কেঁদে-কেটে—” “সে নেই প্ৰ’ * পাৰ্ব্বতীর প্রেম Qや● কুয়াস সরিয়া গিয়াছে। পাহাড়ের ওদিকে স্বৰ্যোদয় হইতেছিল। কিন্তু বংশীর চোখের সামনে আলো নিবিয়া গেল। সোজা হইয়া দাড়াইয়া কহিল, “মরে গেছে ?” * “al r “তবে ? আবার বিয়ে করেছে ? বল শীগগি—” মান্না সকল কাহিনী কোনোমতে সংক্ষেপে সারিয়া দিল । তাহার বড় দেরি হইয়া গিয়াছিল। বংশী প্রত্যেক কথা শুনিয়া কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, “তা যাক, কতদিম সেখানে থাকবে ? ফিরে আসবেই—তাকে তোর চিনিস্নে—” o অবিশ্বাসের মুছ হাসি হাসিয়া মান্না চলিয় গেল । 4 * তা’র পর কত বৎসর কাটিয়াছে। সেই নির্জন শ্বাপদসস্থল অরণ্য-উপত্যকায় শূন্তগুহে বংশী আজও ময়নার অপেক্ষা করিতেছে । বৎসরের পর বৎসর চলিয়া যাইতেছে ; নিৰ্ব্বোধ গারোর সে সময়-জ্ঞান ও নাই। সে রোজ ভাবে—‘কাল আসবে।’