পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ? বললে –গেী মা, ওঠে, যাও তোমার নুতন মার কাছে । - p গৌরী নিৰ্ব্বাঙ্ক হয়ে আনলের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে’ রইল । মাধবী গৌরীর সামনে ঝুকে হাত বাড়িয়ে বললে— 'এসো দিদিমণি, কোলে এসো। গেীরীর কোনও ভাবাস্তর লক্ষ্য না করে মাধবী তাকে কোলে তুলে নিলে । গৌরী অনলের দিকে তাকিয়ে ভয়- ও সংশয়-ভর স্বরে জিজ্ঞাসা করলে—বাবা, এ যে আমাকে ছুলে, একেণ্ড নাইতে হবে ? অনল লজ্জা ও ব্যথা পেয়ে গেীরীর কথার কোনও উত্তর না দিয়ে তাড়াতffণ্ড ঘরের ভিতর চগে গেল । শ্রীর মুখে কথা জোগলি না । গৌরীর প্রশ্ন ভরা ব্যথিত দুষ্টর সঙ্গে দৃষ্টি মেলাতেও তার সাহস হচ্ছিল না। 尊 聯 蠱 দূর থেকে গৌরীকে আসতে দেখেই ধনিষ্ট ভাড়তাড়ি এগিয়ে গিয়ে মাধবীব কোল থেকে গৌরীকে নিজের কোলে তুলে নিলে এবং তার গাল টিপে আদর করে বললে—এসে মা, এসো। তুমি কিছু খেয়েছ ? গৌরী ধনিষ্ঠার কথার এক বর্ণও বুঝতে না পেরে তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল । ধনিষ্ঠ মাধবীর দিকে ফিরে বললে— কামিনীকে বল, আমি যে গৌরীর থাবার সাজিয়ে রেখেছি, সেই থাবারটা বার করে দেবে। মাধবী একথালা খাবার এনে ধনিষ্ঠার সাম্নে রেখে দিলে। ধনিষ্ঠা গৌরীকে কোলে করে নিয়ে নিজের হাতে তাকে খাইয়ে দিতে লাগল। ধনিষ্ঠ গৌরীকে খাইয়ে দিচ্ছে, একজন চাকর এক ঝুড়ি খেলনা এনে ধনিষ্ঠার সামনে রাখলে । ধনিষ্ঠা সকালে উঠেই গৌরীর জন্তে খেলনা আনতে লোক পাঠিয়েছিল ; পাড়াগায়ের সকল দোকান উজাড় করে’ ঘতরকমের খেলনা পাওয়া গেছে সমস্তই সংগ্রহ করে” জানা হয়েছে । খেলনা দেখে গৌরী উৎফুল্প হয়ে' নষ্টচন্দ্র . SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S AAAAA MAAASA SSASAS SS SAAAAAS SSAAAS @ዓ®: جمعیخی مجn- = • مه= - بی ۰یسی - - م - ميسو هم مصري -ه جنید تمام متهم مسمی উঠল। গৌরী ধনিষ্ঠার মুখের দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করলে - মা. এই সব খেলনা কি আমার ? কেউ কারও ভাষা বোঝে না, ধনিষ্ঠাও গৌরীর ভাষার একবর্ণ বুঝতে পারলে না, কিন্তু গৌরী যে তাকে অনলের শিক্ষা-মত মা বলে ডাক্‌লে সেইটুকুতেই ধনিষ্ঠার অন্তর বাৎসল্যে অভিষিক্ত হয়ে গেল। সে বললে—তুমি খেলনা নেবে ? নাও। এ সমস্ত খেলনাই তোমার। " - এই বলে ধনিষ্ঠ। কতকগুলি খেলনা তুলে গৌরীর সামনে রেখে দিলে। গৌরী একটি গাউন-পরা পুতুল তুলে নিয়ে ছেলেকে কোলে করার মতন কোলে করে” বসূল । 發 ধনিষ্ঠ। গৌরীকে খাইয়ে মুখ ধুইয়ে দিয়ে খেলনা নিয়ে তার সঙ্গে খেলতে বসূল। কলের গাড়ি, পশু, পক্ষী প্রভৃতি খেলনায় ধনিষ্ঠা দম দিয়ে ছেড়ে দেয় এবং খেলনাগুলি নানা ভঙ্গি করে’ ছুটতে থাকে এবং গৌরীও আনন্দকাকলি কবৃতে করতে সেই খেলনার পিছনে-পিছনে ছোটে এবং খেলনা থেমে গেলে সেটাকে ধরে নিয়ে ধনিষ্ঠার কাছে ফিরিয়ে এনে দেয় । শিশুর এই খেলা আর আনন্দ দেখে সন্তানহীন ধনিষ্ঠার মনও আনশো পূর্ণ হয়ে উঠ ছিল, এই সুন্দর ফুটফুটে মেয়েটিকে আপনার করে তুলবার জন্যে ধনিষ্ঠীর অস্তরে সঞ্চিত সমস্ত স্নেহ উন্মুখ হয়ে উঠ ছিল । গৌরীর কথা একটিও বুঝতে ন পারলেও অস্ফুটবাক শিশুকে নিয়ে মা খেলা করে যে আনন্দ ও স্বখ পায়, ধনিষ্ঠা গৌরীকে নিয়ে খেলা করে’ও সেই অনিৰ্ব্বচনীয় আনন্দের প্রথম আম্বাদ উপভোগ করছিল । তার স্বপ্ত , মাতৃ প্রকৃতি নানা দিক্ দিয়ে নানাভাবে জেগে উঠ ছিল। কিছুক্ষণ পরে সেখানে অনল এসে উপস্থিত হ’ল এবং ধনিষ্ঠ ও গৌরীকে ক্রীড়ারত দেখে তারও মুখ প্রফুল্ল হয়ে উঠ ল । - অনলকে আসতে দেখেই গৌরী উৎফুল্ল হয়ে চেচিয়ে বলে’ উঠল—বাবা, দেখো, মা আমাকে কত থেলন। কিনে দিয়েছে। এবং এই বলেই গৌরী একটা খেলন হাতে করে"