পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী শ্রাবণ, ১৩৩২ [ ২৫শ ভাগ, ১ম খণ্ড রস্তীয় শবদেহ প্রভাবের অপেক্ষ মা রাখিতেন, তাহ হইলে তঁহিীকে অতিরিক্ত পরিশ্রম করিয়া ভগ্নদেহকে আরে ভগ্ন করিতে হইত না । তাহার দলেব লোককে নিৰ্ব্বাচিত করাইবার জন্ম, বঙ্গীয় ব্যবস্থাপক সভায় গবর্ণমেণ্ট কে বার-বার পরাজিত করিবার জন্ত, এবং অন্য অনেক কাজ উদ্ধার করিবার জন্য তঁাহাকে নিজে যত অনুরোধ, উপরোধ ও পরিশ্রম করিতে হইয়াছিল, স্বরাজা-দলের মতবিশ্বাসআদর্শ প্রভৃতিতে প্রগাঢ় আস্থা ব্যাপকতর হইলে তাহ। আবগুক হইত না, এবং তিনি স্বাস্থ্য-লাভের জন্য যথেষ্ট অবসর পাইতে পারিতেন। টাকা-কড়ি-সম্বন্ধে দেশবন্ধু যেমন হিসাবী ছিলেন না, নিজের সময় ও শক্তি সম্বন্ধেও তিনি তেমনি মিতব্যয়ী ছিলেন না। কিন্তু তাহার সময় ও শক্তির ভাণ্ডার ত অঙ্কুরম্ভ ছিল না—কোন মাহুষেরই থাকে না । তিনি দেশের কাজের জন্য তাহার জ্ঞানবুদ্ধি-অনুসারে অকাতরে আত্মদান করিতে প্রস্থত ছিলেন ও আত্মদান করিয়াছিলেন । তাহার জন্য তিনি নমস্ত ও শ্রদ্ধেয় । কিন্তু যেমন কোনপ্রকারে যুদ্ধে প্রাণ দিলেই বিজয়ী মহাসেনাপতি হওয়া যায় না, তেমনি রাষ্ট্রীয় স্বাধীনতা লাভার্থ রক্তপাতহীন সংগ্রামে ৪ কেবল অকাতরে আত্মদানই যথেষ্ট নহে ; নিজের শক্তি সংরক্ষণের, এবং নিজের স্থলাভিষিক্ত হইবার ও দলেব মানা কাৰ্য্য করিবার উপযুক্ত সহায়ক গড়িবারও প্রয়োজন আছে । এই বিষয়ে স্বরাজ্যদলের নেতা, পর্যনগণ ও অন্সচবগণ যথেষ্ট কৃতিত্ব প্রদর্শন করিয়াছেন বগা যায় না। র্তাহাদের কৃতিত্ব ধথেষ্ট হইলে নেতাকে এত অধিক ব্যক্তিগত চেষ্টা করিয়া আয়ু ক্ষয় করিতে হুইত না। পার্ষণ ও অনুচরগণ র্তাহার ব্যক্তিগত চেষ্টার ক্ষেত্র ংকীর্ণতর করিতে পারিলে তঁrহাদের নিজের কর্তব্য করা হইত, এবং নেভার ও দেশের কল্যাণ হইত। চিত্তরঞ্জন আযৌবন যাহা কিছু বলিয়াছেন করিয়াছেন,