পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

战心8 প্রবাসী । [ $भ छांभं । ছিলাম, তথায় দেখিলাম একট প্রশস্ত ক্ষেত্রে তিন চারিটি সুবৃহৎ সামিয়ান থাটান হইয়াছে ও স্থানটকে ঝাড়লণ্ঠনে সুশোভিত করা হইয়াছে। নানাবিধ লতাপুষ্প সংগ্ৰছ করিয়া উৎসবক্ষেত্রটকে একটা কুঞ্জভূমির ন্যায় সাজান হইয়াছে । তাহার এক প্রান্তে সুবর্ণসিংহাসমোপরি শালগ্রাম-শিল প্রতিষ্ঠিত । তাহার সম্মুখে ও উভয় পাশ্বে আসামী বালকবালিকাগণ সমস্তে হুইয়াছে। দু একজন প্রৌঢ় বয়স্ক দেখিলাম ;--জিজ্ঞাসা করিয়া জানিলাম তাহারা সকলেই অবিবাহিত ; তাই এস্থলে প্রবেশ লাভ করিতে সক্ষম হইয়াছেন । মধ্যস্থলে যারার আসরের ন্যায় খানিকটা জায়গা নর্তৃক ও ন কীগণের জষ্ঠ রাখা হইয়াছে। সকলেই উৎকৃষ্ট ৰেশভূষায় সুসজ্জিত হইয়া উৎসবক্ষেত্রের শোভাবন্ধন করিতে আসিয়াছে । উৎসল ক্ষেত্রে অনেকেই ক্রীড়নক, তাল, ও মিষ্টার প্রভৃতি বিক্রয় করিতে আসিয়াছে। তাহারা কিন্তু সকলেই বালক । প্রথমেই শালগ্রামের পুজা আরম্ভ হইল । পূজার পর হোম । হোম শেষ হইলে পুরোহিত মহাশয় হোমের ভস্ম লইয়া তাহাতে য়ুত সংযুক্ত করিয়া নৰ্ত্তক ও নৰ্ত্তকীদের কপালে একটা করিয়া ফোট পরাইয়া দিলেন । এই ফে'tট পারিলে অtসরে অবতীর্ণ হওয়া যায় না । বালক বালিকা সকলে একত্র হইয়া এখানে নুত্য কয়ে না । প্রথমে বালক বালিকাদল আসরে অবতীর্ণ হইল । কুইজন করিয়া চারি পাচ জোড়া বালিকা আসরের মধ্যে আসিয়া প্রথমে নারায়ণকে প্রণাম করিয়া নুত্য করিতে আরম্ভ করিল । ইহাদের সকলেরই বয়স ১•।১২ বৎসরের মধ্যে । দশকবৃহ্মের মধ্যে অনেকেই তাহাদিগকে ফুলের মালা প্রভৃতি উপহার দিতে লাগিলেন । তাহারা সেগুলি ধন্যবাদের সহিত গ্রহণ করিয়া গলদেশে ধারণ করিল। এইরূপে প্রায় ৪৫টি দল আসিয়া তাহাঙ্গের নৃত্যনৈপুণ্য প্রকাশ করিল । ইহাদের নাচ অপরের চক্ষে কেমন লাগিয়াছিল ৰলিতে পারি না–কিন্তু আমার বেশ লাগিয়াছিল। নৃত্যের আমি কোনও কালেই পক্ষপাতী অসভ্যতার element মিশ্রিত আছে বলিয়াই আমার বিশ্বাস । কিন্তু এই আগামী বালিকাগণের মধ্যে আমি এমন একটা সারল্যের ভাব দেখিলাম, যাহাতে তাহাদের নৃত্যের প্রশংসা না করিয়া থাকিতে পারিলাম না । যান্থী হউক বালিকাগণের নাচ শেষ হইয়া গেলে বালক ও যুবকের দল মুতা করিতে আসিল । ইহাদের বয়স ১৬ হইতে ২•র মধ্যে । বালিকাদিগের স্থায় ইহারা দুইজন দুইজন করিয়া নৃত্য করে না--সকলের হাত ধরাধরি করিয়া গোল হইয়া নাচে । ইংরাজি 'r undel নাচের সহিত ইহাদের নাচের অনেকটা সাদগু আছে । ইহাদের নাচ শেষ হইলে নৰ্ত্তক নৰ্ত্তকী সকলে মিলিয়া কয়েকটা গান করিল। তাহার বিন্দুবিসর্গ ও বুঝিতে পারিলাম না। যদিও আসামী ভাষার সহিত নিতা স্তু অপরিচিত ছিলাম না, তথাপি তাহার কিঞ্চিম্মার ও বোধগম্য হইল না । একে অস্পষ্ট উচ্চারণ, তাহাতে আবার সকলে সমস্বরে চীৎকার করিতেছে ; বুঝিতে না পার বিচিত্র নহে । তবে সুর গুলি নিতাস্থ মন লাগিল নী তাহার কারণ আর কিছুই নহে—সেগুলি প্রায় আমাদের বাঙ্গলা সুরেরই অনুরূপ । পুরোহিত মহাশয়কে জিজ্ঞাস করিয়া জানিলাম, উছার সকলে দেবতার স্তোন গাহিতেছে । ইহার পরে সকলে ভক্তিভরে নারায়ণশিলাকে প্রণাম করিয়া স্ব স্ব গৃহাভিমুখে প্রস্থান করিল । পুরোহিত মহাশয়ের মুখে শুনিলাম, পতিপত্নী মনোনয়ন হইয়। গিয়াছে। এখন সকলে গিয় তাহীদের পিতামাতার নিকট তাহাদের মনোনীত পতি বা পত্নীর নাম করিবে । পিতামাতাও যাহাতে সেই পাত্র বা পাত্রীর সহিত বিবাহ হয়, তদ্বিষয়ে চেষ্টা করিবেন । এস্থলে একটা কথা বক্তব্য আছে। যদিও পূৰ্ব্বে বলা হইয়াছে যে, বালক ও বালিক উভয়েরই পত্নী অথবা পতি নিৰ্ব্বাচন করিবার তুল্য ক্ষমতা আছে, তথাপি প্রায় দেখা যায় যে, বালিকারাই পতি নির্বাচন করিয়া থাকে ; মনোনীত বালক অথবা যুবক তাহাতে প্রায়ই দ্বিরুক্তি iS LLLLLSLLLLLSTBBBS BBBB BBBS BBB BS DDD BBBB BBB BBS BBBB BBBS