১ম সংখ্যা । ] রপ্তম্ভ যে কেবল রাজপুত বীৰ্য্য এবং রাজবরার গৌরব এমন নড়ে, ইহার সহিত হিন্দুঙ্গদয়ের উচ্চতা এবং আর্যাসভাতার অনেক তথ্য বিজড়িত আছে। চিতোরের চিরশত্র আলাউদ্দিন ১৩০৩ খ্ৰী:অব্দে এবং সুলতান বাহাদুর শাহ ১৪৩৩ অব্দে চিতোরের উচ্ছেদ সাধন করে । যাত৷ অবশিষ্ট ছিল, ১৫৬৪ অব্দে সমাট আকবর কর্তৃক তাঙ্গ সমাপ্ত হয়। এই শেস লুণ্ঠনের পর ইঙ্গার আর জীর্ণসংস্কার হয় নাই । মিবারের রাজধানী ও চিতোর হইতে উদয়পুরে স্থানান্তরিত হইয়াছে । ১৯১৯ খ্ৰীঃঅব্দে কুম্ভ চিতোরের সিংহাসনে আরোহণ করেন। রাণী কন্তু বিবিধ সদগুণ লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন । তাঙ্গর দ্যায় প্রজারঞ্জক, স্বদেশবংসল, পণ্ডিত এবং বহুদশা নরপতি জগতে বিরল। ইনি সাৰ্দ্ধশতাব্দিকাল বিমল যশের সঠিত রাজ্যপালন এবং এই দীর্ঘকালের মধ্যে স্বদেশের অনেক মঙ্গল সাধন করিয়াছিলেন। রাজা লোলুপ অৰ্ব্বাচান তনয় ‘উদা’র গুপ্তাঘাতে 'অকালে কাল গ্রাসে পতিত ন হইলে আরও কত কীৰ্বি রাধিয়া যাইতেন । এই বহুদশী নরপতি রাজ্যে অভিষিক্ত হইয়াই দেখিলেন, রাজ্যের প্রায় চতুদিকেই মুসলমান রাজ্য অথবা তাহাদের সামন্থসমূহ । মিবার যেন শক্রসমুদ্রবক্ষে ক্ষুদ্র দ্বীপের ন্যায় ভাসিতেছে । রাণ ইহার ভবিষ্যৎ মানসনেত্ৰে দেখিয়া লষ্টলেন। দেখিলেন, সিন্ধুনদের পশ্চিমকুল হইতে মধ্যে মধ্যে যে কৃষ্ণ মেঘমালা ভারতের শুভ্ৰ গগনে কলঙ্কের রেখাপাত করিয়াছে, অচিরে তাহ ঘনীভূত হইয়া চতুদিক ছাইয়া ফেলিবে এবং মিবারসিংহাসনের যশোভাতি নিবিড় অন্ধকারে ডুবাইয়া দিবে। পূৰ্ব্ব হইতে আত্মরক্ষার আয়োཁོ་བ། চাই । সুতরাং তিনি মিবারের স্থানে স্থানে সুদৃঢ় দুর্গ নৰ্ম্মাণ করিলেন এবং কয়েকটি প্রাচীন দুর্গের জীর্ণ-সংস্কার রাইলেন। মাড়বার এবং মিবারের অধিকার লইয়া অস্তবদ্রোহ দূর করিবার মানসে রাণ। ঐ দুই রাজ্যের সীমারেখা ংস্থাপন করিলেন এবং সৰ্ব্বতোভাবে শক্রর আক্রমণ হইতে fমবারকে দুর্ভেদ্য করিয়া রাবিলেন । মিবার সংরক্ষণের যে চতুরশীতি দুর্গ স্থানে স্থানে নিৰ্ম্মিত হইয়াছিল, মধ্যে বত্রিশটি তুর্গ রাণা কুম্ভের নিৰ্ম্মিত। প্রমার দুর্গ লাইরে বড়ই প্রিয় ছিল। ইহার অভ্যন্তরে যে কয়েকটি প্রবাসী ૨ જ همه مایه هخ. یعه نه تنها بچنین جا یه بسته মন্দির দৃষ্ট হয়, তন্মধ্যে একটিতে রাণী কুম্ভ এবং তাঙ্কার পিতা মুকুলজীর প্রস্বরমূৰ্ত্তি স্থাপিত আছে । রাজপুতগণ তথায় যাইয়া ভক্তিপুত হৃদয়ে সেই পাষাণ-প্রতিম। দুটির আজি ও পূজা করিয়া থাকে। প্রজাবৎসলত এবং রাজভক্তির ইহা অপেক্ষা প্রক্লষ্ট প্রমাণ আর কি হইতে পারে ? কুস্থের সিংহাসনারোহণের পুর্বল হইতে মালব এবং গুজ্জর সহানুভূতি-স্তত্ৰে বদ্ধ হইয়া শক্তিসঞ্চয় করিতেছিল, এবং মিবারের ঐশ্বর্য্যসমৃদ্ধি দর্শনে ঈর্ষানলে দগ্ধ হইতেছিল। এক্ষণে কুম্ভের শাসনকালে ইগর গৌরবগরিমা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে দেখিয়া আর থাকিতে পারিল না। কুম্ভের স্বনামাঙ্কিত মুদ্রা + প্রচলিত হওয়ায় মালব-রাজের ঈর্ষানলে ইন্ধন সংযুক্ত হইল। মালব-রাজ মহম্মদ খিলিজি গুজ্জ ররাজ সমভিব্যাঙ্গারে বিশাল বাহিনী লইয়া ১৪৪০ খ্ৰীঃঅব্দে চিতোর আক্রমণ করিলেন । মহারাণ। কুম্ভ এক লক্ষ অশ্ব ও পদাতিক এবং চতুৰ্দ্দশশত রণমাতঙ্গ লইয়! মালব ও মিবারের সন্ধিস্থলে শত্রুর গতিরোধ করিলেন । চিতোর পতি বীরবিক্রমে শক্রদল মথিত করিয়া খিলিজিরাজ মহম্মদকে বন্দী করিয়া আনিলেন । ভট্টগ্রন্থে লিখিত আছে,
- প্রত্ন তত্ত্ববিৎ প্রিন্সেপ সাহেব একটি মুদ। সংগ্ৰহ করিয়াছিলেন । জেনারেল কানিংহাম তাহার পূর্ণ পাঠোদ্ধার করিয়া দেন। ঐ মুদ্রার
- -- S AASAASAA AAAS A SAS SSASAGCG C S ATAAS aM MAM AMAAAS AAAAAS আছে । অপর পৃষ্ঠে যন্ধজিদ (একলিঙ্গ) দেবের মন্দির অঙ্কিত আছে। রাণীগণ ফেরিস্তা এক পৃষ্ঠে স্কমন্ধ (অর্থাৎ কুম্ভক) এবং + ; এইরূপ চিহ্ন সকলেই মহাদেব এ কলিঙ্গের দে ওয়ান বলিয়া পরিচয় দেন । ত{হার ইতিহাসের একস্থানে লিথিয়াছেন— و هم درارت ایام سلطان محمود خاجي متوجه ولایت جبیتور کردید را ناتوبانها از طریق مدار او مواسا پیش آمده پارهٔ زر و نقرہ مسکرک پیشکش فرستاد و چوں آل سکاٹ راٹا کر پنہا داشت پاءمف ازدیاد ۂ ضہ ب متدهودي گرردیده بیشکش را پسوس فرستاد অর্থাৎ "সুলতান মামুদ খিলিজি জয়পুর অভিমুখে যাত্রা করিলে রাণা কুম্ভ আতিপ্য এবং সখ্যতার নিদর্শন স্বরূপ স্বনামাঙ্কিত রৌপ্য এবং সুবর্ণ মুদ্রা উপহার প্রদান করেন। কিন্তু রাণার নাম অঙ্কিত দেখিয়া মামুদের আর ক্রোধের পরিসীমা ছিল না। সুতরাং তা হার উপহার প্রত্যপিত হইয়াছিল" | —The Chronicles of the Pathan Kings of De'hi. By Edward Thomas. Page 357. Ed. 1871, London.