পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఫిఫి ভ্ৰমিলে ভুবন ; শোকে উদাস-অম্বর ভ্ৰমিলে ভারত-ময় : পৰ্ব্বত, প্রাস্তর, মরু ভূমি, উপত্যক, অরণ্য, তটিনী !— নারিলে ত্যজিতে, দেব ! মুতা প্রণয়িণী । কত দেশে দেহ-পগু পড়ি’ অতঃপর পবিঞ্জিল ধরাধাম : হ’ল পীঠস্থান সুপবিত্র প্রেম-তাৰ্থ —ম্মতি আজো তার--সতীদেষ্ঠ ত্যাগ আর সন্ন্যাস তোমার--- ভরি’ রহে তীৰ্থকুল, পুণ্য করে দান ! ‘চন্দ্রনাথে আসি আজি, হে চন্দ্রশেপর ! অমর এ প্রেম-ধামে, ধন্ত এ অস্তুর ! ( & ) যোগ্য পীঠস্থান তব,-–হে অনন্ত প্রেম ! জীবস্থিতি মূল হেতু, আনন্দ আকর – শেখর-শ্রেণীর এই সমুচ্চ শিখর, প্রকৃতির ক্রীড়াশৈল !--মণিরত্ন হেম,--- সংসার-ঐশ্বৰ্য্য-ধূলি-দূরে তেয়াগিয়া, নিলে তুমি প্রণয়ের পবিত্র আশ্রম, নিবৃত্তি-সোপান উচ্চ ---বিষয়ের ভ্রম যুচা’বার এইস্থান :--বিরহে জাগিয়া, অনম্ভের আরাধনে, দাবদগ্ধ প্রাণ জুড়াবার, হেথা আছে যোগ্য নিকেতন !— শান্ত লোকালয় নিম্নে,—তরু কুঞ্জবন, অদূরে বারিধি-বেলা,—মর্ত্য-অবসান ! সকলের উচ্চ প্রেম, সৰ্ব্বোচ্চ শিখরে তীর্থরূপে করে বাস হেথা চিরতরে । প্রবাস-কুসুম । হৃদি-বনে চয়ন করিয়া রাশি রাশি ক্ষুদ্র বনফুল, গাথি তাঙ্গ সদরের ডোরে, ধুয়ে তাহ নয়নের লোরে, সাজায়েছি এক গাছি মালা--- কোথাৎ কোথায় অলিকুল ? শু্যামল নীরদরাশি, দোয়েল, পাপিয়া, পিক, নিশ্বাস বাতাস লেগে | ১ম ভাগ । এ নহেরে লাজুক মল্লিকা,— অন্মুট প্রেমের ছায়া ছবি ; এ নহেরে গৰ্ব্বিত গোলাপ,— ফুলকুলে সোরভের রবি ; এ নহেরে হসিত করবী,— অতি উগ্র প্রণয়ে আকুল ; এ সুধরে কালিমাজড়িত ক্ষুদ্র অতি ক্ষুদ্র বনফুল ! যে দেশে ফুটেছে এরা বহেনি তথায় মধুর মলয় – প্রভাতী শিশিরকণী উষার ছায়ায় রচেনি এদের করে মুকুতা-বলয় ।-- অধরে বিজলী-হাসি, ধোয় নাই এদের কালিমা । - কুজে নাই চারিদিক, গাষ্টয়া অঙ্গর-কণ্ঠে এদের মহিমা ! এর শুধু ফুটিয়াছে প্রাণের দুঃখের বাতে ; হৃদয়ের গভীর নিশ্বাসে !— ক্ষণিক শিশির নয়, টল টল অশ্র জল এদের বদনে সদা ভাসে – উৰ্ম্মি যত উঠে জেগে হৃদয়ের শোণিতের স্রোতে ; ধমনীর তালে তালে ধায় সব ঢেউগুলি মরিতে এদের চরণেতে — কি ঘোর ঝঙ্কার দিয়ে স্মৃতির বাশার উঠে হৃদি-বন করিয়া আকুল ; যেন কি মন্ত্রের গুণে জাগিয়া উঠে গে। এরা, ফুটিয়া উঠে গো বনফুল —