পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিংহলের উৎসৰ ঃ কাণ্ডি-স্বত্য বা উদারানাটুম SSS

  • ठांनय ? তানানে তালেন তানেনা তানী তানানে তানাতে তানানে ভানা ভানেন তানা তানেন তান৷ তানেন। তালা তাম দে না তাম দে

না নাম, ॥ - ‘কবিয়ে” অগয় কদন কবি বরণ, রঙ্গয়দনে কল রচন। মট উরণ নোব মেদিন মহতুগে অবসর রাগেন সমাব ৷ ইক্ষর দেবীন্দু বডিনাদিন, কেহেতু বিমন দেকনিতিন এমবিমন দেবীবডিনা, কেহতুদদক কোই বডিতি কমাব ॥ বিমন সমগা কেহেতুগণ, ইস্কর দেবীন্দুতুতি দেমিন', মেমবরুণ। কল এহেন পাতাল বৈরুডি বল্লমমেব" ॥ ওবিন মেসব তুল পেমিন, কবিয়নেতৃব বরাবরণ কলদুদন নেতাওবিন, উগভুগে বল বেদি মেকাদ! পমাব! ॥ গানটির অর্থ নীচে দিলাম । ब्रेॉनों८छ्, “ভদ্রমহোদয়গণ, আমি আমার মনের কথা আপনাদের জানাচ্ছি – নাচের আনন্দ ও সৌন্দৰ্য্য উপভোগের সামর্থ্য সকলের হয় না, যার iানী তাদের পক্ষেই তা সম্ভব। ভগবান ইহরু পথে যেতে “কেহেতু”র নাচ দেখে আনন্দ পান, ও ত্যের দ্বারা তিনি তার আনন্দ প্রকাশ করেন—তারই নাম পাতাল রডি বল্লম, ॥ আমি আজ যে-নাচ দেখাতে যাচ্ছি, সে-নাচ ভগবান ইমরার সেই tানন্দের নাচ । আশা করি এতে সকলে আনন্দ পাবেন । সব বল্পমূ-এর কবিয়ে-অংশে, এই ভাবে কি ক’রে সেই ীিচের আরম্ভ হ’ল, কি তাল ব্যবহার হচ্ছে, কি ভাবে Iাচতে হবে, সে সব বিষয়েরই আলোচনা হয় ।

  • কান্তেরমষ্ট + 尊 -- 尊 তাৎ তারেকিটাকুন্দাৎ তারেকিত কুন দা দোং + e + ब्राप्छन् जिकून्त्र छ ।

‘আডাউবi" + + -- তাক্রোমদাং গাজিং জিকুনা তাকরাজিকর -- -- -- তাত জিকর তাঁকরোম দাং গাজিনজিকুন। + + -- তা জিৎতারে কিটা কুনদাৎ তা ॥ এই ভাবে বল্লম্গুলি প্রায় সব তালেই রচিত হয়েছে ; fওয়ালী, দাদরা, বীপতাল, রূপক, তেওড়া ইত্যাদি নর্তকের দর্শকদের গানে আরও কয়েক প্রকারের । যে কোন বয়মে, "আড়াউবা" সব সময় যে একটিই হবে তার কোন কথা নেই, বড় বড় নর্তকের “আড়াউবা”য় বহু প্রকারের তালের নৃত্য ক’রে থাকে । "নাইয়াণ্ডি’-নৃত্য নৰ্ত্তকের এ-নাচ বাইরে মুক্ত আকাশের তলে দল বেঁধে নাচে । সাধারণত এক-এক দলে পাঁচ-ছয় থেকে আরম্ভ করে আরও বেশী লোক থাকৃতে দেখা যায়। কয়েকটি কারণে এ-নাচ ঘরে হতে পারে না । এক কারণ, এ-নাচ অত্যন্ত শ্রমসাধ্য, তাই বদ্ধঘরে অল্পক্ষণের মধ্যেই নৰ্ত্তকের কাতর হয়ে পড়ে ; এর জন্য যেরূপ প্রশস্ত ঘরের প্রয়োজন তাও পাওয়া কঠিন, এবং সঙ্গে যে-বাজনা ব্যবহৃত হয় তার শব্দ অত্যস্ত কড়া, কোন রঙ্গমঞ্চ বা গৃহের উপযোগী একেবারেই নয়। সাধারণত মাচিয়েদের সঙ্গে দু-জন বাজিয়ে থাকে। এই বাজনার উচ্চ শব্দে নাচিয়েরা খুব উৎসাহিত হয়, ঘণ্টার পর