পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSb= নানা জাতি নানা ভাষার আদিম মিশ্রণ এখানে ; শীতকালে বরফে সমস্ত জীবন-সংসার বন্দী হয়ে থাকে, তখন ধূসর-শুভ্র মেরুর প্রকাশ পাইন-বন থেকে সমুদ্র পর্য্যস্ত। বাকী সময় প্রাণের উচ্ছসিত প্রাচুর্য্য, গ্রামে শহরে নূতন কালের হেলাসনাক, ফিনল্যাণ্ড

  • - : রেলওয়ে ষ্টেশন . .

পালেমেন্ট-সোঁপ * r هي مدد .. تیم به قدمت آن به تدری بوده. همه আনন্দিত আত্মপ্রকাশ। রাশিয়া এবং সুইডেনের দুষ্ট প্রান্ত এসে ঠেকেছে ফিনল্যাণ্ডের সীমানায়, এদের সভ্যতায় তার পরিচয় । অথচ ভাষায় ব্যবহারে শিল্পে এদের সম্পূর্ণ স্বাতন্ত্র্য, এবং আধুনিক কালে এরা দ্রুত এগিয়ে গেছে। প্রৰণসী SN98-9 জীবনযাত্রার ব্যবস্থায় এরা কারও চেয়ে কম নয়—মুইডেনের মত এগামেও ইলেক্টিসিটি যুগান্তর এনেছে ; এদের মাছের ব্যবসা, কারুশিল্পের প্রচলন বিজ্ঞানকে ব্যবহারে লাগিয়েছে। হায় রে ভারতবর্ষ ! এখনও দেশে বহু লোক ভাবছে বিদেশী তাড়িয়ে কোন মতে পাড়াগার ডোবায়, মন্দিরে, ম্যালেরিয়ায় অভিভূত হয়ে থাকতে পারলেই মোক্ষলাভ হবে । বিদেশীর হাত হ’তে নিষ্কৃতি ঘে-প্রবল জাগ্ৰত বুদ্ধির যোগে সম্ভবপর হবে সেই বুদ্ধি জ্ঞান-বিজ্ঞানকে দূরে রাপে না, সে-বুদ্ধি পাঞ্জাপুরোহিতকে দূর করে পঞ্জিকা পুড়িয়ে জ্ঞানের উন্নত গগনে নৃত- কালে আপনাকে জানতে চায় । ইয়াৰ সেঙ্গ চেতনা আমাদের দেশে আজ সক্রিয় হয়ে উঠছে, কিন্তু দেশের কাগজে তার হেমন পরিচয় পাই না, দেশের সাহিত্যেও তার সহজ আগ্রহ দেখি না। ফিনল্যাণ্ডের সামান্ত সাধারণ কাঠরে ব! মাঝি যে-স্বাধীনতাকে প্রাত্যহিক অভ্যাসে, চিন্তায় স্বীকার করতে চায়, আমাদের দেশী বঃ লেতা বা শিষ্যদল তাকে অস্বীকার ক’রে চক্রান্ত এবং মিথা আন্দোলনের যোগে রাধিক মুক্তি কামনা করছেন । জহরলালের মত মনস্বী নেতা দুলভ, আশা করা যায় তিনি কিছু পরিমাণে দেশের মন বদলাতে পারবেন। স্বভায় বাবুকে ত শাসনতন্ত্র বন্দী করেই রাগল। বাংলা দেশে নুত মননের নেতা আজ কোথায় ? হয়ত কলেজ স্কোয়ারে বাংলা গ্রামের কোণায় এগানে-ওখানে তারা জাগছেন–র্তারা যেন ফিনল্যাণ্ডকে মনে রাখেন । অর্থাং আগামী ভারত-সভ্যতাকে নূতন যুগের চোখে, পৃথিবীর মানুষ জাতির আত্মীয়রূপে চেয়ে দেখেন। তবেষ্ট ভারতবর্ষ রাষ্ট্রে, লোক-ব্যবহারে আধ্যাত্মিক সত্যবোধে জীবন-কৰ্ম্মে মুক্ত হবে । আমার এই পশ্চিম-ভ্রমণ তীর্থযাত্র হয়ে দাড়িয়েছে-- উীর্থযাত্র, কিন্তু আপল অtষ্ট্ৰীয়মণ্ডলীর মঙ্গলে মহলে আন - গোন। যে-অভিজ্ঞতা সঞ্চয় করলাম তাতে জীবন সার্থক হ’', জানলাম, স্বীকার করলাম, মাহুষের পৃথিবীতে এসে প্রাণকে ভালবাসলাম। প্রাণের জয়গান শুনলাম দ্বীপে দ্বীপে, বন্দরে বন্দরে, কত নিভৃত স্বদর লোকালয়ে। দুঃখ, অন্ত: অসত্যকে ছিন্ন ক'রে দেশে দেশে এই ওস্কার উঠেছে জীব ৮ যাত্রার—কত সন্ধ্যায় কত লোকের বাড়ীতে, উৎসবে, নি । আলাপে মনে মনে বলেছি "এই ত পেয়েছি’ ! আজি স্বদে:ে