পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গোবিন্দপ্রসাদ রায়ের দাবী ঐরমাপ্রসাদ চন্দ ১৮১৭ সালের প্রথম ভাগে (২৭শে জানুয়ারী) রামমোহন রায় সপরিবারে লাঙ্গুড়পাড়ার বাড়ী ত্যাগ করিয়া রঘুনাথপুরের নূতন বাড়ীতে উঠিয়া গিয়াছিলেন। ইহার পাচ মাস পরে, জুন মাসের ২৩শে তারিখে, তাহার ভাইপো গোবিন্দপ্রসাদ রায় স্বয়ং বাদী হইয়া এবং খুড়া রামমোহন রায়কে প্রতিবাদী করিয়া বুপ্রিম কোর্টের একুইটী বিভাগে পাচ লক্ষ টাকার তায়দাদে একটি মোকদ্দমা রুজু করিয়াছিলেন। *to coiffusiopsiCo of stifo (Bill of Complaint) দাখিল করিয়াছিলেন কোঁন্সিল (ব্যারিষ্টার ) ফাগুসন strzą (R. Cutlar Fergusson) sv. Štefā vērtā ছিলেন এটর্ণি স্কট (Wm. Scott) সাহেব । গোবিন্দপ্রসাদের আজ্জির মৰ্ম্ম এই— লাঙ্গুড়পাড়া নিবাসী মৃত রামকান্তরায়ের তিন স্ত্রী। জ্যেষ্ঠা স্ত্রী, অনেক দিন হয় পরলোকগত স্বভদ্রা দেবী, নিঃসন্তান ছিলেন। মধ্যম স্ত্রী তারিণী দেবীর দুই পুত্ৰ ; তন্মধ্যে জ্যেষ্ঠ বাদীর পিতা মৃত জগমোহন রায়, এবং দ্বিতীয় প্রতিবাদী রামমোহন রায়। রামকান্ত রায়ের কনিষ্ঠা স্ত্রী রামমণি দেবীর একমাত্র পুত্র, এবং রামকান্ত রায়ের পুত্ৰগণের মধ্যে সৰ্ব্বকনিষ্ঠ পুত্র, রামলোচন রায় । বাংলা ১২০৩ সনের ১৯শে অগ্রহায়ণে ( খ্ৰীষ্টীয় ১৭৯৬ সালের ১লা ডিসেম্বরে ) সম্পাদিত বাংলা ভাষায় লিখিত একখানি দলীলের দ্বারা রামকান্ত রায় তাহার কতক স্থাবর সম্পত্তি তিন পুত্রের মধ্যে বিভাগ করিয়া দিয়াছিলেন। এই বঁাটোয়ার অনুসারে জগমোহন, রামমোহন এবং রামলোচন নিজ নিজ হিস্কা দখল করিয়াছিলেন । রামকান্ত রায় কনিষ্ঠ পুত্র রামলোচন রায়কে রাধানগরের পৈত্রিক বাড়ীর নিজ অংশ দান করিয়াছিলেন, এবং জগমোহন ও রামমোহনকে লাড়পাড়ার বাড়ী দান করিয়াছিলেন। বাটোয়ারার পর রামলোচল রায় পৃথক হইবা গিয়া রাধানগরের বাড়ীর নিজ iজশে বাস করিতে আরম্ভ করিয়াছিলেন। কিন্তু বাটোয়ারার অব্যবহিত বা অল্পকাল পরেই ( immediately or shortly after ) রামকান্ত রায়, এবং তাহার অপর দুই পুত্র, জগমোহন রায় এবং রামমোহন রায়, পুনরায় একত্রিত হইয়াছিলেন (re-united), হিন্দু পরিবারের we goath of tsoon (lived together as an Hindoo family ), এবং বাংলা ১২১০ সনের জ্যৈষ্ঠ মাসে ( খ্ৰীষ্টীয় ১৮০৩ সালের মে-জুন মাসে ) রামকান্ত রায়ের মৃত্যু পৰ্য্যন্ত সম্পত্তি সম্বন্ধে, আহার সম্বন্ধে এবং অন্তান্ত সকল বিষয়ে একত্র এবং অবিভক্ত ছিলেন। রামকান্ত রায়ের মৃত্যুর পর হইতে বাংলা ১২১৮ সনের চৈত্র মাসে ( খ্ৰীষ্টীয় ১৮১২ সালের মার্চ-এপ্রিল মাসে ) জগমোহন রায়ের মৃত্যু পৰ্য্যন্ত জগমোহন রায় এবং রামমোহন রায় অবিভক্ত একান্নধৰ্ত্তী হিন্দু পরিবারের মত একত্র বাস করিয়াছিলেন। বঁাটায়োরার পর রামকান্ত রায় নিজের এবং জগমোহন রায় এবং রামমোহন রায় এই তিন জনের এজমালি তহবিলের টাকা দিয়া বিনামায় গোবিন্দপুর এবং রামেশ্বরপুর নামক দুইখানি তালুক খরিদ করিয়াছিলেন। খরিদের সময় হইতে রামকান্ত রায়ের মৃত্যু পৰ্য্যন্ত এই দুই খানি তালুক রামকান্ত রায়, জগমোহন রায় এবং রামমোহন রায় এই তিন জনের এজমালি সম্পত্তি ( joint property ) ছিল। রামলোচন রায় একান্নবর্তী পরিবারের সহিত পুনরায় মিলিত না-হওয়ায় এজমালি সম্পত্তির অংশ পাইবার অধিকারী ছিলেন না। রামকান্ত রায়ের মৃত্যুর পর জগমোহন রায় এবং রামমোহন রায় একযোগে রামকান্ত রায়ের স্থাবর অস্থাবর আস্তাগু সম্পত্তির সহিত তৎকালে রাজীবলোচন রায়ের নামে বিনামীঙ্কত গোবিন্দপুর

  • রামলোচন রায় ১২১৬ সনের পৌৰ মাসে ( ১৮৯৯ সনের ডিসেম্বর অথবা ১৮১৭ সালের জাম্বুরারী মাসে) পরলোকগমন করিয়াছিলেন। ब्रांबटलांछन ब्रांtब्रव्र 4कबांक श्रृंब इब्रप्नोविच ब्रांब्र s२२० नरनब्र छोज बाध्न ( २v२७ जॉरणब्र चांत्रहे-cनcैचब्र बांप्न) *ब्रह्णांकनवन कब्रिब्राह्णिन ।