পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দু-দিকে থাক। হারমোনিয়াম কে বাজাবে ? যুক্ত ? আচ্ছা বেশ বসে গে নিজের জায়গায় । দেরি করো না আর । প্রথম সীনে দেবদত্ত আর আমি । দেবদত্ত, এদিকে এস । থাকগে ও গোলাপী চাদরে এসে যাবে না কিছু। আমাকে কে প্রম্পট করবে ? লীলা ? আচ্ছা। প্রথমেই কি ব’লে স্বরু একটু ব'লে দাও না ভাই, সব যেন ঘুলিয়ে যাচ্ছে । ও, আমি বলব হয়েছে কি ? না ? আচ্ছ—“হয়েছে কি হ’ল আমার প্রথম কথা। প্রথমটা একবার আরম্ভ ক’রে নিলে তার পর আপনি এসে যাবে। এস এস দেবদত্ত চলে এস আর সময় নেই। দেখুন ত মিসেস্ মল্লিক, আমাদের দাড়ানোটা ঠিক হয়েছে ? --আচ্ছ, আগে ঘণ্টা বাজাe. তার পর সীন তোল।” ঠিক ! প্রথমে দেবদত্ত বলবে, ‘মহারাজ, এ কি উপদ্রব ? যবনিকা উঠিল । ইতিহাস ও নৃতত্ত্ব শ্রীশরৎচন্দ্র রায়, রাচি নৃতত্ত্বের আলোচ্য বিষয়গুলি যে মানব-ইতিহাসের গোড়ার কথা, এ সম্বন্ধে দ্বি-মত হুইবার আশঙ্কা নাই । সকলেই অবগত আছেন যে, আদিম মানবের পশুপ্রায় দৈহিক ও মানসিক প্রকৃতির ক্রমিক উন্নয়ন ও তাহার কৃচ্ছসাধ্য জীবনযাত্রার ক্রমিক স্বাচ্ছন্দ্য ও সৌকুমাৰ্য্য সাধন দ্বারা মানব-সভ্যতার ক্রমিক শ্ৰীবৃদ্ধি কি রীতিতে সাধিত হইয়াছে, ইহাই নৃতত্ত্বের আলোচ্য বিষয়। আধুনিক বিভিন্ন জাতিদের স্কুলজি ও তাহদের সংস্কৃতির মৌলিক উপাদানগুলি এবং বিভিন্ন জাতির ও সংস্কৃতির সংস্পর্শে তাহাদের পরিবর্তন-প্রণালী নৃতত্ত্বের অন্ততম গবেষণার বিষয়। মানব-সভ্যতার দিঙনিৰ্ণয় ও গতি নিরূপণ এই শাস্ত্রের মূল লক্ষ্য। পাশ্চাত্য পণ্ডিতেরা বর্তমান কালের সাক্ষাৎ অভিজ্ঞতামূলক (a posteriori ) প্রত্যক্ষ প্রমাণ হইতে আরম্ভ করিয়া ধীরে ধীরে অতীতের অভিমুখী হইতেছেন। এইরূপে প্রাণীজগতের আধুনিক যুগ হইতে উন্মেষ-যুগ পৰ্য্যস্ত ধরিত্রীর স্তরে স্তরে প্রভুজীবের ও বিশেষতঃ প্রত্বমানবের কঙ্কালাবশেষ এবং প্রস্তর, তাম্র ও ব্রোঞ্জ নিৰ্ম্মিত অস্ত্রশস্ত্র, অলঙ্কারাদি ও গিরি-গহবরে বা গিরি-গাত্রে উৎকীর্ণ চিত্রাদি, পুরাকালের সমাধি ও গৃহাদির ধ্বংসাবশেষ ও অন্যান্ত দ্রব্যসম্ভারের ভুরি ভুরি নিদর্শন সংগ্ৰহ করিয়া, এই সমস্ত বস্তুগত উপাদানগুলির বৈজ্ঞানিক প্রণালীতে বিশ্লেষণ ও সংশ্লেষণের সাহায্যে পাশ্চাত্য পণ্ডিতেরা প্রভুজীবের ও প্রত্নমানবের যথাসম্ভব একটি ধারাবাহিক ইতিহাস সঙ্কলন করিয়াছেন ও করিতেছেন। র্তাহাদের প্রসাদে এখন আমর vēlas gola ( tertiary period-gz ) অস্ত্যাধুনিক ( pliocene ) অস্তযুগ হইতে চতুৰ্থক বা আধুনিক যুগ পৰ্য্যস্ত fæRr•i fè fA(aq ( Trinil ) ¢ifa-wtax ( Pre-man • হইতে ক্রমে পিন্ট ডাউন, হাইডেলবার্গ, পেকিন ও রোডেসিয়ার গোড়ার মানব ( Proto-man ) ও নিয়ানডারথালজাতীয় পশুভাবাপন্ন প্রাথমিক মানব ( Homo-Primigenius ) ও সৰ্ব্বশেষে আধুনিক TfR- Homo-Recens z: Homo-Sapiens) উদ্ভূত ट्झेल ; এবং কিরূপে রয়টিলিয়ান, ম্যাফিলিয়ান, মেসভিনিয়ান প্রভৃতি উষ-লীলা ( Eoliths ) হইতে আরম্ভ করিয়া পুরাতন প্রস্তরযুগের চেলিয়ান, আসোলিয়ান, মুষ্টেরিয়ান, ঔরিগনেসিয়ান, সলুইটিয়ান, ম্যাগডেলেনিয়ান, আজিলিয়ান, টারডিনয়সিয়ান প্রভৃতি প্রত্ন-প্রস্তরায়ুধ ( paleoliths ) ও ক্রমে মধ্যপ্রস্তরায়ুধ (mesoliths) s anoweto (neoliths) go to তাম্রায়ুধ ও লৌহায়ুধের উদ্ভাবন ও প্রচলন হইল তাহার একটি