পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

किहून१ च्षकक८ब्र मैंाज्राशेच्च थाकिब्र छैt6 छांजिलाभদেখিলাম, তিনি নিঃশব্দে চলিয়া গিয়াছেন। 豪 事 豪 কিন্তু র্তাহার ভবিষ্যদ্বাণী সফল হইল না, আর একবার দেখা হইল। দিন-সাতেক পরে একদিন রাত্রি সাতটার ট্রেনে আমার এক আত্মীয়কে তুলিয়া দিতে ষ্টেশনে গিয়াছি— অকস্মাৎ তাহার সঙ্গে মুখোমুখি হইয়া গেল । “একি ? আপনি !’ তাহার মাথায় একটা কান-ঢাকা টুপী ; গায়ে সেই সোয়েটার ও লুঙ্গি। একটু হাসিয়া বলিলেন, ‘যাচ্ছি।’ এই সময় ঘণ্টা বাজিল। ষ্টেশনে ভীড় ছিল ; এক জন তৃতীয় শ্রেণীর যাত্রী প্রকাও পোটলাস্থদ্ধ পিছন হইতে আমাকে ধাক্কা মারিল । তাল সামলাইয়া ফিরিয়া দেখি– বন্ধু নাই । বিস্মিভভাবে এদিক-ওদিক তাকাইতেছি—দেখি আমাদের শশাঙ্ক বাবু আসিতেছেন । পুলিসের ডি-এল্‌-পি হইলেও লোকটি মিশুক । পরিচয় ছিল, এড়াইতে পারিলাম ন ; জিজ্ঞাসা করিলাম, “কি খবর? আপনি কোথায় চলেছেন ? ‘যাব না কোথাও । ষ্টেশনে বেড়াতে এসেছি”—বলিয়৷ মুছ হাস্তে তিনি অন্য দিকে চলিয়া গেলেন । গাড়ী ছাড়িবার সময় হইয়া গিয়াছিল । তবু বন্ধুকে চারিদিকে খুজিলাম ; কিন্তু এই দুই মিনিটের মধ্যে তিনি g عبید مجیح


rمعمے -----

இ))) ੇ তাঃার মায়ামূগের মতই এমন অদৃগু হইয়াছিলেন যে, আর তাহাকে খুজিয়া পাইলাম না। তার পর হইতে এই এক বৎসরের মধ্যে র্তাহাকে দেখি নাই ; আর কখনও দেখিব কিনা জানি না। Ko 髒 豪 豪 গল্প-সাহিত্যের আইন-কাচন অনুসারে এ কাহিনী বোধ হয় বহুপূৰ্ব্বেঙ্গ শেষ হইয় যাওয়া উচিত ছিল । বস্তুত, মায়হরিণের কাহিনী লিপিবদ্ধ করিতে বসিয়া দেখিতেছি, ধান ভানিতে শিবের গীভই’ বেশী গাহিয়াছি ; গল্পের চেয়ে গল্পের বক্তার কথাই বেশী বলিয়াছি। আমি প্রথিতযশা কথা-শিল্পী নই, এইটুকুষ্ট যা রক্ষা, নহিলে লজ্জ। রাধিবার আর স্থান থাকিত না । যা হোক, আইন-ভঙ্গ যখন হুইয়াই গিয়াছে তখন আর একটু বলিব । এই কাহিনী লেখা সমাপ্ত করিবার পর একটি চিঠি পাইয়াছি, সেই চিঠিখানি উপসংহার-স্বরূপ এই সঙ্গে যোগ করিয়া দিলাম— প্রীতিনিলয়েষ্ণু, আমাকে বোধ হয় ভোলেন নাই । শু্যামদেশে গিয়াছিলাম, কিন্তু সে-হরিণ ধরিয়া আনিতে পারি নাই । বন্দী-দশায় উহার বঁাচে না—না খাহয়৷ মরিয়া যায় । ইতি— শ্রীপ্রমথেশ রত্র চিঠিতে তারিখ বা ঠিকানা নাই । পোষ্ট-অফিসের মোহরও এমন অস্পষ্ট যে কিছু পড়া যায় না। - يعين قد స్ప్రెస్ల్లో: نات :-- To o ご* ワ Nて鼻、い క్ష్||