পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झॉङ्न्रि পথে চীনা-সিপাহীদের থাকিবার স্থানের ভগ্নাবশেষ দেখা গেল। রাস্তার পূর্ব দিকে বৃটিশ দূতাবাসের পাটলবর্ণের বৃহৎ অট্টালিকা। এখানে প্রাস্তর অতি বিস্তৃত, স্বদূরপ্রসারী হরিংবর্ণ ক্ষেত দেখা যাইতেছিল। আরও অগ্রসর হইলে পর টেলিগ্রাফের তারের কাঠের থামের সাfর নজরে পড়িল । গ্যাঞ্চী পৰ্য্যস্ত বৃটিশ তার ও ডাকঘর, ইহার পরে লাসা পধ্যস্ত তিব্বত-সরকারের টেলিগ্রাফের ব্যবস্থা আছে । ভোট-সরকারের ডাকঘর ফরী-জোঙ, পৰ্য্যন্ত আছে। গ্যাঞ্চী হইতে এক মাইল পথ যাহতে যাইতে ভোটীয় ডাকবাহী দু-জন পিয়নের সঙ্গে দেখ হঙ্গল, তাহদের হাতে ঘুঙুর-বাধা ছোট-মালা এবং পিঠে পীতবর্ণ পশমী ডাকের থলি। ঐ দু-জনের মধ্যে এক জন দশ-বার বৎসরের বালক মাত্র। যেখানে গ্যাঞ্চী পধ্যস্ত ইংরেজা ডাক লক্টতে দুইটি ঘোড়া লাগে সেখানে তিব্বতী ডাক ঐ রকম দুইটি লোকে দুষ্ট ছোট পুটলিতে লইয়৷ চলিয়াছে, ইহাতেই বুঝা যায় এদেশের লোকের ভোটায় ডাকের উপর কতটা আস্থা। এদিকের ইংরেজী ডাকে ইন্সিওর ( বীমা ) করা যায় না, কিন্তু তৎসত্ত্বেও নেপালী সওদাগরের ঐ ডাক মারফৎ বহু মূল্যবান পদার্থ আদানপ্রদান করে এবং ভোটীয় ডাকে বীম করা সম্ভব হইলেণ্ড তাহারা তাহার মারফৎ পারতপক্ষে কিছুই পাঠায় না। ঘণ্টাখানেক চলিবার পর আবার বৃষ্টি আরম্ভ হইল, এবং সেই সময় দেখা গেল যে, আমাদের একটা কুকুর গ্যান্ধীতে ফেলিয়। আসা হইয়াছে। কুকুরের মালিক গ্যান্ধী ফিরিয়া গেল, আমরা অগ্রসর হইতে থাকিলাম। পথের দুই পাশ্বে বিরি ও সফেদা বৃক্ষে ঘেরা গ্রাম ও শস্যে ভরা ক্ষেত । পথে পর্বতমালার একটি বাহু অতিক্রম করিতে হইল, তাহাতে চড়াই বেশী নহে কিন্তু তাহার উপরের ফৌজী পরিখা সামরিক হিসাবে তাহার গুরুত্বের প্রমাণ দিতেছিল। পার হইলে পরে কাচা মাটির ছোট কেল্লার ধ্বংসাবশেষও পাওয়া গেল। কিছু দূর উত্তর-পূর্ব মুখে চলিবার পর দ্বি-কী-ঠো-মে পৌঁছান গেল, সেখানে এক ধনী গৃহস্থের বাড়ী। মালবহনের সঙ্গে চিঠিপত্র লইয়া যাওয়াও আমাদের সঙ্গীদের এক কাজ ছিল, ডাকের ব্যবস্থা হইবার পূৰ্ব্বে জামাদের দেশে বনজার নিষিদ্ধ দেশে সওয়া ৰ৯%# . . ব্যাপারীরা যেরূপ థౌ গৃহস্থের বাড়ীর কাছে ግ8ግሎ 2_: }াইতেই একটা প্রকাও কালে কুকুর আমাদের স্বাগত-সম্ভাষণ করিতে আসিল, কিন্তু ভোটীয়ের এরূপ কুকুরের প্রতি ভ্ৰক্ষেপও করে কিনা সন্দেহ। বৃষ্টি পড়িতেছিল, থচ্চরের পিঠ হইতে মাল নামাইতে আমিও সাহায্য করিতে লাগিলাম। শীঘ্র সে-কাজ শেষ করিয়া ছোলদারী তাবুর সারি থাটানো গেল । তাঙ্গর খোটায় খচ্চর বাধিয়া তাহাদের সম্মুথে ভূষি ঢালিয়া সদ্ধার ও আমি সেই ধনীর গুহে চলিলাম } গৃহস্থের দরজার বাহিরে মোট খোটায় মজবুত শিকলে বাধা অতি ভয়ামক এক কুকৃর আমাদের দেখিয়াই গঙ্গল ও লম্ফঝম্প করিতে লাগিল । দ্বারের ভিতর উপরে যাইবার সিড়ির পাশেও ঐরুপ আর একটি কুকুর বঁাধী ছিল । এই দুইটিই বিরাট কলেবর, নেকড়ে বাঘ ইহণদের কাছে কিছুই নয় । আমার ধারণা ছিল এইরূপ কুকুর অতি মূল্যবান, কিন্তু শুনিলাম দশ-পনর টাকায় এই জাতীয় কুকুরের বাচ্চার জোড়া কিনিতে পাওয়া যায় ; ঘরের একটি ছেলে কুকুরের মুখ চাপিয়া ধরিলে আমরা উপরে গিয়া রন্ধনশালায় গদীতে বসিলাম । সন্তু, ও চা আসিল। আমি কিছু ধোলও পান করিলাম। গুহুস্বামী লদাখের খবরাখবর করিলেন । ঐ সময়ে গৃহস্বাধীর মঙ্গলার্থে পূজাপাঠ করিতে কতকগুলি ভিক্ষুণ্ড আসিয়াছিলেন, তাহারাও "লদার্থী ভিক্ষু”র কুশল প্রশ্ন করিলেন । কিছুক্ষণ পরে জামরা আমাদের আড্ডায় ফিরিলাম। ইহার কিছুক্ষণ পরে আমার সঙ্গী কুকুর লইয়া ফিরিল। এই গৃহের কিছু উত্তরে একটি নদী, ওপারে চাষের উপযুক্ত অনেক জমা পড়িয়া আছে । ঘরের দক্ষিণ-পশ্চিম দিকে কিছু তফাতে একটি স্তুপ, সন্ধ্যাকালে বৃদ্ধ পুহম্বামী মাল ও মাণী হাতে তাঙ্গার পরিক্রমায় চলিলেন, সঙ্গীরাও গৃহাস্তরে গেল, জাfম একেল ঘরে রহিলাম। সে সময় আকাশ মেঘাচ্ছন্ন, টপ টপ করিয়া বৃষ্টিও পড়িতেছে এবং থাকিয়! থাকিয়৷ বিদ্যুৎ চমকাইতেছে । একেল বসিয়া আমি ভাবিতেছিলাম, গ্যান্ধীও তে পার হুইয়াছি, লাসা আর কয়দিনের পথ মাত্র ; .এই তো সেই পথ যাহার সম্বন্ধে নেপাল পৰ্যন্ত সব লোক ভয় দেখাইয়াছিল, এখনও