পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

z ." یسوعا প্রৰণসী -سن-سسسبب پسس مسا $NegN9 পৰ্যন্ত তো সেরূপ কিছু দেখি নাই, অল্প কয়দিন পরে রহস্যময় লাসায়ও এইরূপে পৌছিয়া যাইব এবং তখন বলিব যে মিথ্যাই লোকে এ-পথের সম্বন্ধে এত ভয় দেখায়। ভয়ের সময় উত্তীর্ণ হইলে লোকে এইরূপষ্ট ভাবে, আমি "যখন এষ্টরুপে কল্পনারাজ্যে বিহার করিতেছি সেই সময় সেই ছাড়া-কুকুরটি আমার সমীপবৰ্ত্তী হইয় গর্জন স্বর করিয়া দিল । বলা বাহুল্য তাহাকে দেখিয়াই আমার চিন্তা ধারার স্বত্র ছিন্ন হইল, আমি তাড়াতাড়ি লাঠি-হাতে বসিয়া পড়িলাম। দূর হইতে কিছুক্ষণ চীৎকার করিয়া সে চলিয়া গেল। খানিক রাত্রি হইলে, সঙ্গীর দল বিলক্ষণ ছঙ, পান করিয়া ফিরিলে পরে, সকলে মিলিয়া তাবুর ভিতর নিদ্রার ব্যবস্থা করিলাম । ( ক্রমশ: ) কুয়াশা শ্রীবিমলচন্দ্র ঘোষ কুয়াশায় ঢাকা অঞ্চলখানি নীলনভোময় চন্দ্রাতপে— হে উদাসিনী । রহিয়া রহিয়া শিহরি ওঠে তন্দ্রাবিহীন গ্ৰহতারাদল অসীম শূন্ত মরুতে লোটে ; তোমার মৰ্ম্ম অনাহত স্বরে বিরহের মহামন্ত্র জপে তুমি কি গৌরী সন্ন্যাসিনী ? ছায় পড়ে তব সিন্ধু বুকে— ফুলিয়া ফুলিয়া উন্মনা ঢেউ নাচে সেই ছায়া ধরিয়া স্বখে। শুভ্রাংগুর পাংশু মাথিতে দুঃসহ ব্যথা ঘনায়ে আসে হে বিরহিণী ! বেস্থলার মত বাসরঘরে-- ঘন-তালীবন বেষ্টিত দূর নিবিড় স্বল্প কুয়াশ-দ্বীপে নির্বাসিত, কারে আজ তুমি বেসেছ ভাল ? তোমার প্রণয় তুষার রাজ্য ভেদিয়া আসিছে মেরুর আলো ; কার স্মরণের তুলসীমঞ্চ আলোকিত আজ সন্ধ্যাদীপে কোন ঐরামের স্বর্ণসীতা ? - বলে যাও তব মৰ্ম্মবাণী কার বিরহের অতল সাগরে গুক্তির মাঝে মুক্তরাণী ! কুয়াশায় ঢাকা ছল-ছল আঁখি প্রেমিকের বুকে ফুটিয়া উঠে, হে উদাসিনী । মৃত পুষ্পের মাল্য গাথি GDDD DBBS BBBB BBB BBDDB BBBBBB S BBB BB BBBB BBSBBBBB BB BBBBB দীর্ঘ নিশাস বহে হুহু করি আকাশ অশ্ৰুসাগরে ভাসে ; তব ক্ৰন্দন হে মায়াবিনী, ঘনায় বিপুল কুঙ্কটিকা বাহিরের জ্যোতি হরিয়া জালায় ভিতরে বিরহ বহ্নিশিখা। কাপিয়া কাপিয়া উঠিছে তোমার অসহ যাতনা ওষ্ট-পূর্টে বঞ্চিতা ওগো সন্ন্যাসিনী, ধূমহীন তুমি বহ্নি-শিখা, প্রেমের সাধনা জটিল করেছ ঢাকিয় নিবিড় কুঙ্কটিকা