পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SSb= .. প্রৰণসী ないこ窓Nつ করিবার নিমিত্ত। যাহা কংগ্রেস মন্দ মনে করেন তাহাই ধ্বংস করিবেন। তাহা হইলে কংগ্রেস ছয়টি প্রদেশে দেশের লোকদিগকে মন্দের হাত হইতে নিস্কৃতি দিবার চেষ্টা করিবেন, বাকী পাচটিতে র্তাহারা মন্দের আওতায় তাহাদিগকে পচিতে দিবেন। ধরিয়া লওয়া যাক, কংগ্রেস মন্ত্রিত্ব লইবেন ব্যবস্থাপক সভায় গঠনমূলক কিছু করিবার নিমিত্ত। তাহার অর্থ হইবে এই যে, ছয়টি প্রদেশের ব্যবস্থাপক সভায় কংগ্রেস হইবেন গঠনকারী। বাকীগুলিতে কি হইবেন ? বিরুদ্ধাচারী ? চীৎকারকারী ? না, আর কিছু? সেই কিছুটা কি ? বস্তুতঃ কংগ্রেস কোথাও মন্ত্রিত্ব গ্রহণ, কোথাও মন্ত্রিত্ব অগ্রহণের পক্ষপাতী হইলে কাজটা এই ইংরেজী কথাগুলার অমুসরণের মত হইবে— Every one for himself, and The Devil take the hindnuost. অর্থাৎ, “চাচা, আপন বঁাচা”, এবং “সকলের পিছনের হতভাগাকে শয়তান ধরুক"। অবশু, বাংলাকে শয়তানে ধরিলে কাহারও দুঃখ নাই ; অথবা এই দুঃখ আছে, যে, বাংলা রসাতলে গেলে এক্সপ্লয়েট করিবার সকলের চেয়ে সুবিধাজনক জায়গাটা লোপ পাইবে। কিন্তু বাংলা সদ্যসদ্যই ত আর রসাতলে যাইতেছে না। “After us the deluge"—wrotto oto org *প্রলয়পয়োধিজল* আমুক না ? বঙ্গে মন্ত্রিত্ব-সমস্যা ব্রিটিশ গবষ্মেণ্ট যে ভূখণ্ডকে বাংলা প্রদেশ নাম দিয়াছেন, তাহার অধিবাসীদের মধ্যে মুসলমানদের সংখ্যা অধিক। গবন্মেণ্ট বঙ্গীয় ব্যবস্থাপক সভার নিম্নকক্ষে মুসলমানদিগকে অন্ত প্রত্যেক সম্প্রদায় ও শ্রেণীর লোকদের চেয়ে বেশী আসন দিয়াছেন। এই জন্ত নিৰ্ব্বাচিত সদস্তদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেশী হইয়াছে। র্তাহাদের মধ্যেও আবার কয়েকটি দল হইয়াছে। এই এক একটি দলকে আলাদা আলাদা ধরিলে কংগ্রেসওয়ালা সদস্তদের চেয়ে এই দলগুলির কোনটির সদস্যসংখ্যা বেশী হয় না । যাহা হউক, জোড়াতাড়া দিয়া এই দলগুলিকে একত্র করিয়া একটি সম্মিলিত মুসলমান দল গঠিত হইয়াছে। ইহার সদস্তসংখ্যা অন্য যে-কোন দলের সদস্যসংখ্যার চেয়ে বেশী । স্বতরাং এই দলের সদস্যদিগের মধ্য হইতেই সম্ভবতঃ অধিকসংখ্যক মন্ত্রী মনোনীত হইবে। মোট কয়জন মন্ত্রী হইবে বলা যায় না। তাহা অনেকট গবর্ণরের মজির উপর নির্ভর করিবে। সম্মিলিত মুসলমান দলের নেতা যাহাদিগকে মন্ত্রী মনোনীত করিবেন, গবর্ণর যে র্তাহাদের সকলকেই মন্ত্রী নিযুক্ত করিতে বাধ্য থাকিবেন বা নিযুক্ত করিবেন, এমন নয়। মন্ত্রীদের মধ্যে ক’জন মুসলমান ক'জন হিন্দু বা অন্ত ধর্মের বা জাতির হইবেন, আইনে তাহা লেখা নাই। এই ভাগাভাগিও অনেকট গবর্ণরের মজির উপর নির্ভর করিবে । তবে নানা কারণে একাধিক হিন্দুকে লইতে হইবে। তাহার কারণ, ব্যবস্থাপক সভায় হিন্দুদিগকে যত আসন দেওয়া হইয়াছে তাহাতে তাহীদের প্রতি অত্যন্ত অবিচার হইয়াছে ; মন্ত্রিমণ্ডল হইতে তাহাদিগকে বাদ দিলে অবিচার ও অন্যায়ট স্পষ্টতর হইবে । সাম্রাজ্যবাদী ব্রিটিশ পালেমেণ্টের অবশু চক্ষুলজ্জা বলিয়া কোন বালাই নাই। তথাপি অপক্ষপাতিত্বের একটা অন্ততঃ ভানও ত চাই। স্বতরাং একাধিক হিন্দুকে লইতে হইবে। ইহা গেল ব্রিটিশ পক্ষের হিন্দুকে একেবারে বাদ না দিবার কারণ। সম্মিলিত মুসলমান দলের নেতা মি. ফজলল হক কেন হিন্দুকে বাদ দিতে পারেন না, তাহারও কারণ আছে। তিনি যে সদস্য নিৰ্ব্বাচিত হইতে পারিয়াছেন, তাহা কতকটা হিন্দুদের সাহায্যে। ভবিষ্যতেও তাহাকে হিন্দুদের সাহায্য লইতে হইবে । এই জন্য তিনি সমস্ত হিন্দুকে নারাজ করিতে পারেন না। হিন্দুদের সহিত যদি তাহার অন্ত প্রকার বাধ্যবাধকতা থাকে, তাহ, সাক্ষাৎভাবে না হউক, হিন্দুদিগকে বাদ না দিবার পরোক্ষভাবে একটা কারণ হইতে পারে। ষে কয়টি মন্ত্রীর পদ মুসলমানদিগকে দেওয়া হইবে, তাহার জন্য উমেদার অনেক। ঢাকার নবাব-পরিবারই চাহিতেছেন দুটি । তাহার উপর উত্তরবঙ্গের দল বলিয়া হঠাৎ একটি দলের আবির্ভাব হইয়াছে। এই দলকে খুশি করিতে না পারিলে তাহারা মিঃ ফজলল হককে ও অন্য সব মুসলমান দলকে কতটা অন্ধবিধায় ফেলিতে সমর্থ জানি ন—