পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

gb=R প্রবাসী SNご8N○ কৰ্ম্মস্রোত নিস্তরঙ্গ ওর অঙ্গে অঙ্গে, অনাবৃষ্টিতে অজয় নদের প্রাস্তশায়ী শ্রাস্ত জলশেষের মতো । ঈষৎ খোলা ঠোট ফুটিতে মিলিয়ে আছে মুদে-আসা-ফুলের মধুর উদাসীনতা । ছুটি সুপ্ত চোখের কালো পক্ষ্মচ্ছায়া পড়েছে পাণ্ডুর কপোলে । ক্লান্ত জগৎ চলেছে পা টিপে’ ওর খোলা জানলার সামনে দিয়ে ওর শাস্ত নিঃশ্বাসের ছন্দে । ঘড়ির ইসারা বধির ঘরে টিক্‌টিক করছে কোণের টেবিলে, বাতাসে তুলছে দিনপঞ্জী দেয়ালের গায়ে । চলতি মুহূৰ্ত্তগুলি গতি হারাল ওর স্তব্ধ চেতনায়, মিলল একটি অনিমেষ মুহূৰ্ত্তে ; ছড়িয়ে দিল তার অশরীর ডানা ওর নিবিড় নিদ্রার পরে । ওর ক্লাস্ত দেহের করুণ মাধুরী মাটিতে মেলা, যেন পূর্ণিমা-রাতেব ঘুমহারানে অলস চাদ সকালবেলায় শূন্স মাঠের সীমানায় । পোষা বিড়াল দুধের দাবী স্মরণ করিয়ে ডাক দিল ওর কালের কাছে । চমকে জেগে উঠে দেখল আমাকে, তাড়াতাড়ি বুকে কাপড় টেনে অভিমানভরে বললে “ছি, ছি, কেন জাগালে না এতক্ষণ !” কেন, আমি তার জবাব দিই নি ঠিকমতো ।