পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রেণৰণ সাজিয়া গুজিয়া রঙীন ফুলটির মত দীঘিতে গিয়া ফুটিয়া থাকে। অবশু জলে নহে, স্থলে— জড় নহে, রীতিমত সক্রিয় এবং চঞ্চল। গৌরীর আরও অনেক সাধী আছে । এ-পাড়া ও-পাড়া হইতে বেড়াইতে আসিয়া, লুকোচুরি খেলার স্বত্রে আলাপ জমিয়াছে । সে দিন লুকোচুরি থেলিতে খেলিতে জনাকীর্ণ গোলদীঘির চক্রপথ দিয়া ছুটিতে ছুটিতে গিয়া গৌরী নাকি এই ছেলেটির সাম্নে আছাড় খাইয়া পডিয়া গিয়াছিল। পড়িয়াই সে উঠিল, কিন্তু নিজের দেহের পানে চাহিয়া কাদিয়া ফেলিল । অমন সুন্দর জামাট কাদামাখা হইলে তত দুঃখ ছিল না, এমন ভাবে ছিড়িয়াছে যে রিপু করিলেও গায়ে দেওয়া চলিবে না। হাতের মায়াপুর মেটালের চুড়ি ক-গাছা বাকিয়া গিয়াছে আর কপালের খানিকট কাটিয়া বেশ রক্ত গড়াইতেছে । ছোট মেয়ে-- কাদিবারই কথা । ছেলেটি হয়ত থতমত থাইয়া দাড়াইয়ু ছিল, কি সাস্তুনাও দিতে গিয়াছিল কিন্তু এসব ক্ষেত্রে ক্ষতির কথাই মনে বদ্ধমূল হয়, সংস্থনার স্নিগ্ধ প্রলেপ অঙ্গারের মতই মনকে পোড়াঙ্গতে থাকে ; ক্ৰন্দনের বেগ কমে না, বাড়িয়াই চলে । তাই হয়ত ছেলেটি গেীরীর বাড়ীর ঠিকানা জানিয়; এবং বেশী দর মহে বলিয়া ভদ্রত করিয়া রোরুদ্যমান গেীরীর হাত ধরিয়া গলির মধ্যে টনিয়া আনিয়াছে । গেীরীর ক্রমনের ইতিহাস গলির মুখেই শোনা গেল এব" গেীরীর মা সুন্দর হবেশ ছেলেটিকে পলকহীন প্রশংসমান দৃষ্টিতে চাহিদা দেখা ছাড়া খোলার কুটীরে আহবান করিয়ু বসতিতে পারিল না, পরিচয় জিজ্ঞাস ত দরের কথা । গেীরী তখন গু কঁদিতেছে দেখিয় ছেলেটি সাম্ভলা দিয়৷ বলিল, কেন না খুকী, তোমায় ওর চেয়ে ভাগ জামা কাল আমি কিনে দেব। —বলিয় গেীরীর মাকে উদ্দেশ করিয়ু মুছ হাসিয়ু বলিল, ওকে বাড়ীর মধ্যে নিয়ে যাও—কাল আমি আসব আবার । ছেলেটি চলিয়া গেলে সেই প্রতিবেশিনী রহস্ত করিয়৷ বলিল, তা যাঙ্ক বল ভাই, গৌরী তোমার স্বয়ম্বর হয়ে আপনি বর ধ'রে এনেছে। দিব্যি মহাদেবের মত বর । হেমাঙ্গিনীও হাসিল, কিন্তু নামটি ওর জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, দিদি । প্রতিবেশিনী বলিল, নামে যাই হোক—তোদের কাছে ও গৌরীর বর-শিব । দেখে বোধ হয় অবস্থা ভাল । তোর কপাল ভাল । কাল আবার জামা না কি আনবে বললে – হেমাঙ্গিনী বলিল, দিক্‌ চাই ন-দিকৃ—ওই রকম একটি ফুটফুটে ছেলের সঙ্গেই দিব্যি মানাবে।--বলিয়া গৌরীকে গহয়া ভিতরে চলিয়া গেল । 棣 橡 * পরদিন জাম লইয়৷ ছেলেটি সত্যসত্যই আসিল । গলি, গরু ও গৌরী ԱԵՎ) দুয়ারে দাড়াইয়া কি বলিয়া ডাকিবে ভাবিতেছে, এমন সময় গৌরী ছুটিয়া আসিয়া জামার মোড়কটিতে হাত দিয়া বলিল, এটাতে কি আছে ? কই, আমার জাম আনলে ন ? ছেলেটি ডান হাতের আঙলে তাহার ছুটি গালে জল্প একটু চাপ দিয়া হাসিমুখে বলিল, ক-টা জামা তোমার চাই, খুকী ? গৌরী ঘাড় বাকাইয়া বলিল, ব: রে । আমি বুঝি খুকী ? আমি ত গৌরী —বলিয়া এ-দিক ও-দিক চাহিয়া সমর্থনযোগ্য কাহাকেও না পাইয় গরুটাকে উদ্দেশ করিয়া বলিল, কি রে বুধি, আমি গৌরী নয় ?— গরু গামলা হইতে মুখ তুলিয়৷ গৌরীর পানে চাহিতেই গৌরী খিল-খিল করিয়া হাসিয়া বলিল, দেখলে, বুধি কেমন আমার কথা বুঝতে পারে ? w গৌরীর হাসির শব্দে হেমাঙ্গিনী বাহির হইয়া আসিল । ব্যস্ত হইয়া বলিল, ঙম, তুমি দাড়িয়ে আছ, বাবা । অা বলি কার সঙ্গে না করে সঙ্গে গল্প করছে । যা না গেীয় টুলথান। এখানে এনে দে । যে ঘর, বসবার জায়গা ত নেই! ছেলেটি ব্যস্ত হইয়া বলিল, থাক্, থাক, দাড়িয়েই বেশ আছি । এই দেখ—গেীরীর জাম! এনেছি—একবার গায়ে দাও ত দেখি । হেমাঙ্গিনী হাসিমুখে জামার বাগুিলট হাতে লইয়া সঙ্গিত স্বরে বলিল, এ আবার কেন, বাবা ?— ছেলেটি বলিল, আমি জাসি, একটু কাজ আছে। গৌরী টুল আনিয়া বলিল, ব’স । ছেলেটি হাসিল, আজ বসব না, আর একদিন আসব। হেমাঙ্গিনী আজও বসিবার অনুরোধ করিতে পারিল ন। ছেলেটির বেশবাসে ও চেহারায় আভিজাত্য অতি মাত্রায় পরিস্ফুট ছিল বলিয়াই হয় ত দরিদ্র বন্তিবাসিনীর কণ্ঠে সহজ জাতীয়তার সুরটুকু ফুটিতে পারিল না । ছোট একটু দীৰ্ঘনিশ্বাস ফেলিয়া সে গৌরীকে বলিল, টুলখন নিয়ে আয় ত, মা ! জাম গেীরীর পছন্দ কুইয়াছে, গায়েও বেশ মানাইয়াছে ! জাম: গায়ে দিয়া আননে লাফাইতে লাফাইতে কতবার সে বুধির কাছে আসিয় গড়াইল, অকারণে কতবার গলির এ-প্রাস্ত হইতে ও-প্রস্ত পৰ্য্যস্ত ছুটাছুটি করিতে লাগিল । পূৰ্ব্বোক্ত প্রতিবেশিনী বলিল, কি লে গৌরী, জাম কে দিলে ? তোর বাপের দখছি আজকাল পয়সা হয়েছে ! গৌরী হাত তুলিয়া বলিন্স, ইস্ বাবার আর দিতে হয় না! পরে দু-হাতে জামার প্রাস্তভাগ তুলিয়া বলিল, দেখছ, এ সিদ্ধের—স্বতোর নয় ।