ఫెs:R ইন্দুভূষণ দত্ত যে এক্ষণে বঙ্গের ও বাঙালীদের একটি প্রধান ব্যাঙ্ক, তাহার অন্যতম প্রধান কারণ র্তাহার ব্যবসাজ্ঞান, দক্ষতা, শ্রমশীলতা ও সতত । তিনি কয়েক বৎসর বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্ত ছিলেন এবং তখন তথায় স্বাধীনচিত্তত, দেশহিতৈষণ ও নৈপুণ্যের সহিত কাজ করিয়াছিলেন। তিনি অল্পভাষী, মিষ্টভাষী, নম্র, নিরহস্কার ও অনাড়ম্বর বলিয় জনপ্রিয় ছিলেন । তিনি দেশে ও ইংলণ্ডে শিক্ষা লাভ করিয়াছিলেন, এবং চিরকৌমাৰ্য্য অবলম্বন করিয়াছিলেন। তাহার মত এক জন মানুষের মৃত্যু অপেক্ষাকৃত অধিক বয়সে হইলেও তাহা শোকের কারণ হইত। কিন্তু তিনি যে র্তাহার বর্ষীয়সী জননীর জীবিত কালে ইহলোক ত্যাগ করিয়া গেলেন, তাহাতে র্তাহার মৃত্যু আরও বেদনাদায়ক হইয়াছে। sasmmes বার্লিনে ওলিম্পিক খেলাধুলা প্রাচীন কালে গ্রীস দেশে ওলিম্পিয়ায় প্রতি চতুর্থ বৎসরে দৈহিক শক্তি ও দক্ষতার পরিচায়ক নানাবিধ ক্রীড়া ও প্রবাসী SNడిgNరి ধানচন দৌড়ের প্রতিযোগিতা, সাহিত্যিক প্রতিযোগিতা এবং সংগীতের প্রতিযোগিতা হইত। ইহাই সেকালের ওলিম্পিক গেম্স্। ১৮৯৬ খ্ৰীষ্টাব্দে গ্রীসের রাজধানী এথেন্সে ইহার পুনরুজ্জীবন হয় এবং তাহার পর পৃথিবীর নানা দেশে পয্যায়ক্রমে ইহা হইয় আসিতেছে। কিন্তু আধুনিক ওলিম্পিক গেমসে সাহিত্যের ও সংগীতের প্রতিযোগিতা হয় না। নানা দেশের ব্যায়ামবীর ও খেলোয়াড়রা এবার এই উপলক্ষ্যে বালিনে সমবেত হইয়াছিলেন । ভারতবর্ষ হইতে ও কয়েক জন গিয়াছিলেন। হকী খেলার প্রতিযোগিতায় ভারতীয়ের পৃথিবীর অন্য সব দেশের হকীর দলকে পরাজিত করিয়াছে। আগেকার দুই বারের ওলিম্পিক গেমসেও হকীতে ভারতীয়ের ভিতিআছিল। অন্য কোন প্রতিযোগিতায় ভারতীরে কৃতিত্ব দেখাইতে পারে নাই। ভারতবর্ষের কী পেলোয়াড়দের মধ্যে ধ্যানচন্দ সমধিক বিখ্যাত । ব্রিটেনের যুদ্ধে ভারতের যোগ না-দিবার প্রস্তাব ব্রিটেন তাহার সাম্রাজ্যিক নীতির অমুসরণ করিয়া নান যুদ্ধ করিয়াছে এবং পরেও করিতে পারে। যে-সব দেশ ও জাতির বিরুদ্ধে এই সকল যুদ্ধ করা হয়, তাহার্ষের সহিত ভারতবর্ষের কোন শত্রুতা নাই। বস্তুতঃ ভারতবর্যের সহিত কোন দেশের “গবয়েন্টেরই” মিত্রতা বা শত্রুতা হইতে পারে
পাতা:প্রবাসী (ষট্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১০
অবয়ব