পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎు8 রোtজটা ফরব শ সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়াছেন। আরবে অবস্থানকালে তিনি আরবী ভাষা আয়ত্ত করিয়া নিজেকে মুসলমানরূপে পরিচয় দিয়া আরব-দস্যদের সহিত বাস করিয়াছেন । এই মহিলা সম্প্রতি দেশ-বিদেশ সম্বন্ধে নান অভিমত প্রকাশ করিতেছেন। আমেরিকার পল্লবগ্রাহিতার তিনি প্রচুর নিন্দ করিয়াছেন। প্রবাসী—আশ্বিন, లిలిల [ ২৬শ ভাগ, ১ম খণ্ড আমেরিকার ‘নারী সম্বন্ধেও তিনি অনেক কথা বলিয়াছেন তাহীর মধ্যে কয়েকটি বিশেষ প্রণিধান যোগ্য। তিনি বলেন, “আমেরিকায় বিবাহের তিন চার বৎসরের মধ্যেই প্রত্যেক স্বামীর বিবাহবন্ধন আইনত না হইলেও কাৰ্য্যত ছিন্ন হয় ; সন্তানবতী মাতার স্বামীর সহিত একেবারেই কোনো সম্পর্ক থাকে না ; মাতৃত্ব বিকশিত হইলেই আমেরিকান স্ত্রী পত্নীত্ব বিসর্জন দেয়। ইহার জন্ত আমেরিকার পুরুষ সম্প্রদায়ই দtয়ী, তাহার আহ্বস্তুর ও অর্বাচীন। আমি জানিনা আমেরিকার মেয়ের জীবনের রসদ সংগ্রহ করে কোথা হইতে, স্বামীর সহিত তাঙ্গাদের দেখাসাক্ষাৎ পর্যন্ত নাই, সপ্তাহের কয়দিন তাহার ব্যবসার খাতিরে বিধবা, রবিবারদিন তাহার কাবের জন্তু বিধবা । আরব হারেমে স্ত্রীর সহিত স্বামীর যাহা সম্পর্ক এখানেও তাই ই তবে এই বিচ্ছিন্নত হারেমের জন্য নহে ক্লাবের জন্য ।” তামেরিকার যুক্তরাজ্যের এক ভদ্র মহিলাব বাড়ীতে তিনি আশ্রয় লইয়াছিলেন, সেই মহিলা তাহাকে উপদেশ দেশ, “দেখুন আপনি যদি এখানে নাম কিন্‌তে চান, কথনে আমাদিকে কি? বোঝাতে চেষ্টা করবেন না, আমরা কোনে জিনিষ বুঝি না এই ভাবটাই সঙ্গ করতে পারি না।” নিউইয়র্ক সম্বন্ধে তিনি বলেন, "উৰ্দ্ধে নীলকাশ ছাড়া আমেরিকার কোনে বাধা নাই—কিন্তু সে আকাশ আমেরিকার আকাশ । যে গামেরিক সহস্ৰ সহস্ৰ জাতিকে এক করিবার ভার লইয়াছে সেই আমেরিকাই তাহার সঙ্কীর্ণ গণ্ডী ও সমুদ্র-বন্ধনের মধ্যে সঙ্কুচিত হইয়। আদিতেছে। তাহর উচ্চতা আছে কিন্তু প্রসার নাই ৷ এক মৃত্যু ছাড়া তাহদের কোনো বিষয়ের কোনে প্রতিবন্ধক নাই কিন্তু তাহদের অগভীর পল্লবগ্রাহিত তাহাদিগকে মনের প্রদরিত হইতে বঞ্চিত করিতেছে । ইউনাইটেড ষ্টেটল মানুষের আবাসভূমি নহে, উল্লাহ একটি যন্ত্রাগার মাত্র ; নিৰ্ব্বিবাদে অত্যন্ত শৃঙ্খলতার সহিত সব কিছু ঘটিতেছে কিন্তু প্রাণ নাই, মন নাই । একটি বোতাম টিপিলেই এখানে আলাদীনের মত অঘটন ঘটান যায় কিন্তু এখানকার যন্ত্র যাস্ত্রীর হাতে চলে না--যন্ত্রীও যন্থের অঙ্গীভূত । এখানে সংঘবদ্ধ হইয়া কাজ করিবার একটা অকারণ পূহ আছে : ইহাতে আমেরিকা জগতের মধ্যে দুৰ্দ্দমনীয় হইতেছে সন্দেহ নাই কিন্তু আমেরিকায় মানুষ মনুষ্যত্ব ও স্বতন্ত্র্য হীরাইয়াছে। এদেশে সদর মফঃস্বল নাই—মানুষের মনুষ্যত্ব বিকশিত হইবে কেমন করিয়া ?” বিজ্ঞাপন-চরিত্র ( প্রবাসীর জন্ত বিশেষ করিয়া লিখিত ) অর্থনৈতিক ইতিহাস চর্চা করিয়া দেখা যায় যে, এমন একদিন ছিল যখন ক্রেতা জানিত যে, তাহার}আকাঙ্ক্ষিত বস্তু "অমুকের” নিকটে ছাড়া অন্যত্র পাওয়৷ যাইবে না . এবং বিক্রেতা জানিত যে, তাহার পণ্যদ্রব্য “অমুক ও অমুকের” নিকটে ব্যতীত আর কোথাও বিক্রয় হইবে না। আমাদের দেশে কোন কোন রেল-লাইন-বর্জিত স্থানে এখনও এইরূপ অবস্থ৷ বৰ্ত্তমান রহিয়াছে। মানুষের ব্যবসা ক্ষুদ্রায়তন রূপ ছাড়িয়া ক্রমশঃ বৃহত্তম আয়তন লাভের পথে নানান অবস্থার ভিতর দিয়া গিয়াছে। প্রথমত ক্রেতা ও বিক্রেতা এক গ্রামেরই