পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুইস নারী সত্ৰধ সমাজ-মঙ্গল সমিতি, কুমারীরক্ষা ও শিশুরক্ষা সমিতি, x শিক্ষয়িত্রী সভা, জাতীয় নারীসত্য প্রভৃতি অনেক প্রতিষ্ঠান কাজ করিতেছে। ক্রমশঃ পল্লীগৃহিণীদের ও কুমক রমণীদেরও সমিতি গঠিত হইবার উদ্যোগ চলিতেছে । ইহা ছাড়া আন্তর্জাতিক নারী সঙ্ঘেরও শাখা-প্রশাখ। এদেশে বিস্তৃত হইতেছে। এই সঙ্ঘ স্বাধীনতা ও শান্তি প্রতিষ্ঠায় ব্রতী Women's League (International for Peace and Liberty) মানসিক উৎকর্ষ ছাড়া শরীর ও স্বাস্থ্য গঠনের উৎসাহও আমাদের নারীদের মধ্যে প্রবল। পাহাড়ে চড়া, নানাবিধ ব্যায়াম চর্চা, অত্যধিক শ্রাস্তি না আনিয়া ছন্দোবদ্ধ ব্যায়ামের অঙ্কুশীলন এদেশের নারীদের বিশেষত্ব। গতবৎসর একটি নারী আকাশপোত ও প্রবাসী আশ্বিন, ১৩৩৩

  • জেনিভায় আন্তর্জাস্তিক শিশুরক্ষা সমিতির প্রধান কেন্দ্র ১৯২৭-১৯২৩ সালের মধ্যে এই সঙ্ঘ প্রায় ৫••,• • • • • ফ্রী ও দান বাবদ তুলিয়াছেন।

চাদ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড প্যারাস্কট পরিচালনের পরীক্ষা দিয়া সরকারী সম্মান লাভ করিয়াছেন। আমাদের দেশে নারীর ভবিষ্যৎ লইয়া অবশু যথেষ্ট মতভেদ আছে ৷ একদল চান, অবিলম্বে পুরা ভোটের অধিকার আর একদল চান, নারীর মানসিক উৎকর্ষ । দুইটিকে মিলাইতে পারিলেই s#z[ xitofzç zš| ı Schweiger Fra1ıemblalt পত্রিকাটি জাৰ্ম্মান সুইস প্রদেশের নারী প্রচেষ্টার সব খবর দেয় । পত্রিকাটি ফ্রেঞ্চ মুইস প্রদেশের নারীদের ; কুমারী Gourd ইহার সম্পাদিকা ; ইনি একদিকে যেমন কাজের মানুষ অন্যদিকে তেমনি বাগিতার Movement Feminisle জুরিকের একটি নারী-প্রতিষ্ঠান ( Pro Juventuto ) জন্য প্রসিদ্ধ । ইহা ছাড়া মুইস নারীদের বাৎসরিক পঞ্জিকাঃ সব প্রসিদ্ধ ও কুতী নারীকল্মীদের নাম ও কাৰ্য্যাবলী পাওয়া যায় । নারীরা নিজেদের হাতের কাজ একত্র করিয়া প্রা প্রদর্শনী খোলে ; তাহাতে প্রধানতঃ শিল্পাদিরই প্রাধান্য কিন্তু শুধু সুকুমার শিল্প লইয়া থাকিলে আমাদের চলি:ে না। আমাদের যে-সব দুর্ভাগা ভগ্নী কলে মজুর খাটিতেঃে তাদের শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক পবিত্রতা, আর্থিক উন্নতি