পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] مسی سستـیے ---ே-- ல் ডাঃ লুইস জুরিলিনডেন ( Dr. Luise Zurlinden ) সব দেখিতে হইবে, তবেই উপরের ও নীচের নারীসমাজ এক কল্যাণচেষ্টায় গ্রথিত হইবে, আর্থিক জাতিভেদ দূর হইবে। সঙ্গে সঙ্গে মেয়েদের শিক্ষা যাহাঁতে শেষ না হয়, তার ব্যবস্থাও কর। সুন্দর স্বাস্থ্যকর স্থানে ছুটির সময় সভা মজলিস বৈঠক ইত্যাদির আয়োজন করিয়া সমাজসেবার উপযোগী নানা বিষয়ে শিক্ষ দেওয়া হয় ; অথচ এ শিক্ষা পুথিগত নয় ; ফুৰ্ত্তি ও আনন্দের ভিতর দিয়া এই মন ও চরিত্র গঠনের কাজ চলে। ঘর কন্নার কাজ স্বল্পব্যয়ে স্বল্পপরিশ্রমে সুন্দরভাবে করিবারঃ পদ্ধতি বিখ্যাত স্কুল ছাড়ার হয় ; নব নব মহিলা-মজলিস—সুইট -জারল্যাণ্ডে নারীপ্রচেষ্টা .." { స్పెరి নারীকল্মীরা শিখান। জুরিকে একটি সমিতি দুঃস্থ পরিবার হইতে রুগ্ন শ্রাস্ত মা ও তার ছেলেদের আনিয়া একটি ভাল জায়গায় তাদের বিশ্রাম ও আনন্দের আয়োজন মধ্যে মধ্যে করেন । জনসাধারণের মেয়েদের জন্য গ্রাম্য বিশ্ববিদ্যালয় করা হইয়াছে, পাহাড়ে গায়ে ঘুরিয়া ফিরিয়া তারা পড়াশোনা করে ; মাহিনী পুরা দিবার ক্ষমতা না থাকিলে কোন কোন নারী-সমিতি সেটাও দিবার ব্যবস্থা করে ; অথবা একটি সঙ্ঘ আর একটিকে কিছুদিনের জন্য নিমন্ত্রণ করে । ছুটির সময় এইভাবে প্রায় সকলেই একটু শান্তি ও বিশ্রাম পায়।. কোন নারী ও তার ভাবী স্বামী যদি আর্থিক কারণে বিবাহ করিতে না পারে তাহদের সংসার পাতিয়া দিবার জন্য ও সাহায্য করিতে নারীসঙ্গম আছে । উপরে যতগুলি প্রতিষ্ঠানের কথা বলিলাম তার অধিকাংশই সহরের নারীদের গড় ; গ্রামের নারীর ধীরে ধীরে অগ্রসর হইতেছে। কুষি-বিদ্যালয়কে কেন্দ্র করিয়া এইসব মেয়ের নানা বিষয়ে শিক্ষা পাইতেছে ; তবে এপর্য্যস্ত গ্রাম্য নারীসংঘ মাত্র একটি প্রতিষ্ঠিত হইয়াছে ; ইহা Moudon ( Waud ) তে ছয় বছর আগে স্থাপিত হয় ; ইহার প্রতিষ্ঠাত একজন মহাপ্রাণী কৃষক নারী জীবনের বাৰ্দ্ধক্য—সেকাল ও একালী