পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] -"---------------""--- লাগিবে প্রায় ৫০,০০০ খান এবং কিছুকাল পরে গৃহ মেরামত করিবার জন্যও প্রায় ১০,০০০ পরিবারকে সাহায্য করিতে হইবে। বন্যার প্রায় সঙ্গে সঙ্গে মহামারীর আবির্ভাব হইয়া থাকে। ইহার জন্যও এখন হইতে ব্যবস্থা করা প্রয়োজন। চাউল ও কাপড়ের জন্য বর্তমানে সপ্তাহে প্রায় ৫০,০০০ টাকা লাগিবে । ইহার কত অংশ গভর্ণমেণ্ট দিবেন ও কত অংশ জনসাধারণকে দিতে হইবে তাহা বলা কঠিন। তবে সাধারণের তরফ হইতে অন্তত ১৫৷২০ হাজার টাকা সপ্তাহে খরচ না করিলে বহু বিপন্ন লোকের দুর্দশার সীমা থাকিবে না। ংঘের দ্বারা এখন কার্য্য হইতেছে পক্ষ হইতে বৰ্ত্তমানে অন্তত সপ্তাষ্ট্রে ১৫২০ টাকা তোলা দরকার। এইজন্য কতিপয় স্বযোগ্য ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করিতেছেন । দেশবাসী ব যে বন্য-প্লাবিত স্থানের দরিদ্র ব্যক্তিদিগকে সাহায্য কর। কৰ্ত্তব্য একথা বলিবার কোন প্রয়োজন নাই। কলিকাতায় ডাক্তার প্রাণকৃষ্ণ আচার্য্য ৫৬ নং হ্যারিসন রোড ও সম্পাদক, সাধারণ ব্রাহ্ম সমাজ, ২১১ নং কর্ণওয়ালিস ষ্ট্রীট এই দুই ঠিকানায় অর্থ ইত্যাদি পাঠাইলে তাহ প্রকাশ্য সংবাদ পত্রে স্বীকৃত ও উপযুক্তরূপে বন্যপীড়িতের সাহায্যার্থে ব্যয়িত হইবে । যাহাতে সংগৃহীত সকল অর্থের জমাখরচসংক্রাস্তু হিসাব পত্র নিয়মিত প্রকাশিত ও পরিক্ষীত হয় তাহার ব্যবস্থা ও উপবোৰু दाङि११ कब्जिएउछन । যে-সকল তাহাদিগের হাজার yমন্মথনাথ দে অল্প কয়েক দিন হইল “বঙ্গের বাহিরে বাঙ্গালী” সমাজ আর একটি উজ্জল রত্ন হারাইয়াছে । গত ২৯শে আগষ্ট -পাটনার ইংরেজী বিঙ্গর হেরাল্ড ও পরে এক্সপ্রেসের সম্পাদক, বাঙ্গালার কবি ও ঔপন্যাসিক, মন্মথনাথ দে ৬১ বৎসর বয়সে ১৫ দিন জর ভোগের পর হৃদরোগে দেহত্যাগ করিয়াছেন। তাঙ্গদের বংশ অতি পুরাতন এবং সন্ত্রান্ত। আদি নিবাস কর্ণপুর হইতে তাহার এক পূৰ্ব্বপুরুষ চারি শত বংসর হইল নবাবশাসিত স্বতানটা গ্রামে উঠিয়া আসেন, এবং পরে অনেকে নবাব দরবারে ও ব্রিটিশ রাজত্বে উচ্চ বিবিধ প্রসঙ্গ—e/মন্মথনাথ দে సెన్స్'


مسدسمسس سیسہ بمس بھی۔۔ ۔۔۔۔۔۔۔--س۔۔- ----حہ۔م۔--سب

পদ লাভ করেন । এগন তাহীদের বাগবাজারের পৈত্রিক বাড়ী “দে-সরকার বাড়ী” নামে পরিচিত । মন্মথবাবুর পিতা নবীনচন্দ্র দে ১৮৫৭ সালে বিশ্ববিদ্যালয়ের স্বষ্টির প্রথম বৎসরে নব-প্রবেশিকা পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। পরে ১৮৬৫ সালে পাটনায় ল ক্লাস খোলা হইলে তথায় প্রথম ল-লেকচারার হইয়া আসেন এবং ওকালতীতে খুব প্রতিষ্ঠা লাভ করিয়া সরকারী উকীল এবং উকীল-সভার সভাপতি হন । পাটনা মুরাদপুরে তাহার বাড়ী‘নবীন কুঠী”নামে পরিচিত। তিনি উহা ক্রয় করিবার পূর্বে ওখানে ডাকঘর ছিল ( এখনও বাহিরের ঘরগুলিতে আছে । ) এবং অমর কবি দীনবন্ধু মিত্র এই গৃহে পোষ্ট মাষ্টার-রূপে অনেক বৎসর বাস । মন্মথনাথ দে । করিয়াছিলেন এবং কোন কোন নাটকও লিথিয়াছিলেন। aălăzio Notes on Hindu, Law was #434 ছাপা হইয়াছে । - মন্মথবাবুর মাতামহ কালীকৃষ্ণ ঘোষ ঈশ্বর গুপ্তের সমসাময়িক কবি, বন্ধু ও প্রতিদ্বন্দ্বী ছিলেন। দুইজনে “প্রভাকর” ও “দিনকর” নামক সাপ্তাহিক দুইটি চালাইতেন এবং তাহাতে দুই বন্ধুর মধ্যে কবির লড়াই বেশ চলিত ।