পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У У e ( ৩৯ ) স্বপ্রসিদ্ধ ঐতিহাসিক ক্রীযুক্ত যুদ্রনাথ সরকার (১৩১১ সাল হইতে ইহার বহু ঐতিহাসিক সাহিত্যিক ও অন্যান্য প্রবন্ধ প্রবাসীতে প্রকাশিত হইয়া আসিতেছে । ইঙ্গর শাহজহীন, ঔরঙ্গজেব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ ও কবি বচন-সুধ প্রভৃতি মূল ফারসী হইতে সংগৃহীত । এইসকল প্রবন্ধের উপাদান অনেক ফারসী হস্তলিপি প্রভৃতি হইতে তাঙ্গার দ্বার উদ্ধ ত। বাংলা ভাষায় তাহীর দ্বারাই সেগুলি প্রথম সঙ্কলিত । ইনি এখনও প্রবাসীর হিতৈষী লেখক । ) ( ৪০ ) ঔপন্যাসিক লীযুক্ত প্রভাতকুমার মুখোপাধ্যায় (ইনি ১৩১১ সাল হইতে প্রবাসীতে ছোট গল্প লিখিতে আরম্ভ করেন । তাহার পর বস্তু বৎসর ধরিয়া নিয়মিতভাবে ইনি প্রবাদীতে গল্প লেখেন। ইহার দেশী ও বিলাতী গ্রন্থের প্রায় সমস্ত গল্প ও ফুলের মুল্য, পুনমুষিক. বিবাহের বিজ্ঞাপন, বলবান জামাতা, রসময়ৗব রসিকতা, প্রভৃতি স্বপ্রসিদ্ধ গল্পগুলি প্রবাসীর জন্যই লিপিত হয় । ১৩১৭ সালে ইহার প্রণীত উপন্যাস নবীন সন্ন্যাসী প্রবাসীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় । ইনি প্রবাসীতে প্রবন্ধ|দিও লিখিতেন । ) (৪১ ) শ্ৰী ইন্দির দেবী (ইনি পূর্বে প্রবাসীতে গান ও কবিতা মাঝে-মাঝে লিখিতেন । ) (৪২) কবি লীযুক্ত ইন্দুভূষণ রায় ( ইহার অনেক লিখিত প্রবঞ্চ দি ১৩১২ তইতে প্রবাসীতে প্রকাশিত হয় । ভক্ত চরিত্র প্রভৃতি বিষয় ইহার পিয় ছিল । ইণি এলাঙ্গাবাদ ও উত্তর পশ্চিম প্রদেশ হইতে লিখিতেন। কয়েক বৎসর হইল ইষ্টার মৃত্যু হইয়াছে।) ( ৪৩ ) কবি লীযুক্ত দ্বিজেন্দলাল রায় ( দ্বিজেন্দ্রলাল ১৩১২ হইতে প্রবাসীতে কবিতা ও কাব্য সমালোচনা ইত্যাদি লিথিতেন । ১৩১৬ সালে ইহার স্বরচিত স্বরলিপিও প্রবাসীতে প্রকাশিত হয় । কয়েক বৎসর পূৰ্ব্বে ইহার মৃত্যু হইয়াছে । ) ( ৪৪ ) লেখিকা শীমতী হেমলতা দেবী ( ১ ১১৩ সাল হইতে ইনি নেপাল-সম্বন্ধে নানাজাতীয় প্রবন্ধ নিয়মিতভাবে প্রবাসীতে লেখেন । পদে সেগুলি “নেপালে বঙ্গনারী” নামে পুস্তকাকারে প্রকাশিত হয় । ইনি এখনও মাঝে মাঝে সাধু চরিত্র ও সান্তি তা সমালোচনাদি বিষয়ে প্রবাসীতে লিখিযা থাকেন । ) ( ৪d ) মুকুলের ভূতপূৰ্ব্ব সম্পাদিক শামতী লাবণ্যপ্রভ। বহু (ইনি ১৩১৩ সাল হইতে পৌরাণিক বিষয়ে এবং স্থপসিদ্ধ ব্যক্তিগণের জীবনী ইত্যাদি প্রবাসীতে লিখিতেন। কয়েক বৎসর পূৰ্ব্বে ইহার মৃত্যু হইয়াছে । ( ৪৬ ) ভগিনী নিবেদিত।- ( ইনি ১৩১ ও হইতে দেশী ও বিদেশী বং প্রসিদ্ধ চিত্রের চিত্রপরিচয় প্রভূতি প্রবণসীতে ইংরাজীতে লিখিতেন । তাহার বাংলা অনুবাদ করিয়া দেওয়া হইত। কিছুকাল পূৰ্ব্বে ইহার মৃত্যু হইয়াছে । ) ( ৪৭ ) কবি শযুক্ত ইন্দুপ্রকাশ বন্দোপাধ্যায় (ইfঠ ১৩১৩ হইতে পবাসীতে প্রবন্ধ ও কবিতা প্রভৃতি মৃত্যুকাল পর্যন্ত নিয়মিতভাবে লিখি৩েন । আমেরিকা-ব{সকলে সেখানকার কলেজ, বিদ্যালয় ও gggS BBB BB BBBBB BBBS BBBBBBS BBB প্রত্যাগমনের পথে জাহাজ ডুবিতে ইহার মৃত্যু হয় । ) ( s৮ ) শীফুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর ( ১৩১৩ সাল হইতে প্রবাসীতে ইণি নানা বিষয়ে লিখিতে আরম্ভ করেন । ভারতীয় চিত্রাঙ্কনপদ্ধতিবিষয়ে চিত্রের অঙ্গপ্রত্যঙ্গ ও মাপজোখ সম্বন্ধে প্রাচীন ভারতীয় নিয়মানুসারে ইংর শিষ্য নন্দলাল বস্তুর দ্বারা চিত্র ও নক্সা আঁকাইয়া প্রবাসী —বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ইনি কতকগুলি মূল্যবান প্রবন্ধ প্রবাসীর জন্য লিখেন। পরে তাহা ইংরাজীতে অনুদিত হইয় Modern Review পত্রিকায় প্রকাশিত ও পুস্তকাকারে প্রকাশিত হয়। ইনি এখনও প্রবাসীতে লিখিয়া থাকেন। দ্বিতীয় বর্ষ হইতে আজ পর্য্যন্ত ইহার অঙ্কিত চিত্র প্রবাসীতে প্রকাশিত হইয়| আসিতেছে। প্রবাসী ভিন্ন অন্য কোনো দেশী কাগজে সেকালে স্বদেশী চিত্রের সমাদর ছিল না । ) (৪৯ ) পণ্ডিত প্রবর শ্ৰীযুক্ত বিধুশেখর শাস্ত্রী ( ১৩১৩ সাল হইতে ইনি প্রবাসীর লেখক । এখনও লিথিয়া থাকেন। পূৰ্ব্বে মূল পালি হইতে বৌদ্ধপ্রসঙ্গ, জাতকের গল্প ইত্যাদি নান| বিষয় তিনি সঙ্কলন করিয়৷ দিতেন। বৈদিক ভারত ও বৌদ্ধভারত বিষয়ক বহু প্রবন্ধও তিনি প্রবাসীতে লিখিয়াছেন । ) (৫) শ্ৰীযুক্ত ধীরেন্দ্রনাথ চৌধুরী এম্-এ ( ১৩১৪ হইতে ভারতের স্বরাষ্ট্র, বয়কটু, প্রজাশক্তির অভিব্যক্তি প্রভৃতি বিষয়ে ইনি প্রবাসীতে লেখন । এখনও মাঝে-মাঝে ইনি প্রবাসীতে লিপিয়া থাকেন । (৫১) শ্ৰীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (ইনি ১৩১৪ সাল হইতে স্বদেশী আন্দোলন ও লোকশিক্ষা প্রভৃষ্টি বিষয়ে প্রবাসীতে লিপিতেন। কয়েক , বৎসর পূর্বে ইহার মৃত্যু হইয়াছে । ) (৫২) দার্শনিক শ্ৰীযুক্ত কোকিলেশ্বর ভট্টাচায্য (১৩১৪ সালে ইনি শঙ্করাচার্য্যের বিষয় প্রবাসীতে লেগেল । ) (৫৩) পণ্ডিত শ্ৰীযুক্ত রাজেন্দ্রলাল আচাষ্য । হাসিক বিষয়ে প্রবাসীতে লেখেন । ) (৫৪) মাইকেল মধুস্থদন দত্তের জীবনীলেখক কবি শ্ৰীযুক্ত যোগীন্দ্রনাথ বসু প্রধাসীতে কবিতা ও প্রবন্ধ দি লিখিতেন । ইনি মাইকেলের অনেক অপ্রকাশিত কবিতা প্রবাসীর জন্ত সংগ্ৰহ করিয়া দেম । ) (৫৫) স্বলেখক শ্ৰীযুক্ত প্যারীশঙ্কর দাসগুপ্ত ( ১৩১৪ সালে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মৃত্যুর পর উহার বিষয় লেখন। কয়েক বৎসর পূর্বে ইঙ্গর মৃত্যু হইয়াছে । ) (৫৬) স্বলেখক শ্ৰীযুক্ত অমৃতলাল গুপ্ত (১৩১৫ হইতে কাব্য ও সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রবাসীতে লেখেন। ১৩১৭ সালে মহাত্ম কেশবচন্দ্রের বিষয়ে ধারাবাহিকভাবে কয়েকটি প্রবন্ধ লেখেন । প্রবাসীর জন্ত ইহার লেখা এখনও মজুত আছে । ) (৫৭) সুচিকিৎসক ও সুলেখক শ্ৰীযুক্ত ইন্দুমাধব মল্লিক (মিশরের পুরাতত্ত্ব, সাংসারিক অপচয় প্রভৃতি বিষয়ে ১৩২৫ সাল হইতে লেখেন । কয়েক বৎসর পূৰ্ব্বে ইহার মৃত্যু হইয়াছে । ) (৫৮) কবি শ্ৰীযুক্ত কুমুদরঞ্জন মল্লিক (ইনি ১৩১৫ হইতে প্রবাসীতে কবিতা লিখিতেছেন । ) * (৫৯) কবি লীযুক্ত জীবেন্দ্রকুমার দত্ত ( ১৩১৫ হইতে প্রবাসীতে কবিতা লিপিতেন। কিছুকাল পূর্বে ইsiয় মৃত্যু হইয়াছে । ) (৬০) শ্ৰীযুক্ত দ্বিজেন্দ্রনাথ ঠাকুর (১৩১৫ হইতে দার্শনিক ও অন্যান্য বিষয়ে প্রবাসীতে নিয়মিত লিখিতেন। “জাতীয়তা”, সমাজসংস্কার প্রভৃতি বিষয়েও ইনি প্রবাসীতে লিথিয়াছেন। পরে “গীতা পাঠ” বিষয়ে বহুদিন ধারাবাহিক প্রবন্ধ লেপেল । ইহাব অন্তান্ত প্রবন্ধ ও কবিতাও প্রবাসীতে প্রকাশিত হইয়াছে। মৃত্যুর পরও ইহার দুইটি কবিতা গঙ্গ ফাঙ্কন মাসের প্রবাসীতে প্রকাশিত হয় । ৯৷১০ বৎসর পূর্বে ইনি প্রায় প্রতিমাসেই প্রবাসীতে লিখিতেন। গত ৪ঠা মাঘ ১৩৩২ ই হার মৃত্যু হইয়াছে । ) ( ১ ৩১৪ সালে ঐতি