পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] (৬১) ভারতীর ভূতপূৰ্ব্ব সম্পাদক শ্ৰীযুক্ত মণিলাল গঙ্গোপাধ্যায় (১৩১৫ হইতে ই হার রচিত প্রবন্ধ, গল্প, অনুদিত উপন্যাস ও সঙ্কলন প্রভৃতি প্রবাসীতে নিয়মিতভাবে প্রকাশিত হইত। ই হার প্রথম যুগের রচনা প্রবাসীতেই অধিকাংশ প্রকাশিত হইত। ইনি ভাগ্যচক্র নামক উপন্যাস প্রবাসীর জন্ত অনুবাদ করেন । ) (৬২) কবি শ্ৰীযুক্ত রমণীমোহন ঘোষ (১৩১৫ হইতে ইঙ্গর কবিতাদি প্রবাসীতে প্রকাশিত হয়। ) (৬৩) শ্ৰীমতী লজ্জাবতী বসু (ইনি ১৩০৯ হইতে প্রবাসীতে কবিতাদি লিপিতেন । ) (৬৪ ) সাংবাদিক সন্তনিহাল সিং ( ১৩১৫ হইতে আজ পর্ষ্যস্ত ইহর ইংরেজী প্রবন্ধের অনুবাদ প্রবাসীতে প্রকাশিত হইতেছে । ইনি সমগ্ৰ পৃথিবীর বহু মূল্যবান সংবাদ সংগ্ৰহ করিয়া থাকেন । ) (৬৫ ) কবি শ্ৰীমতী হেমলত দেবী (১৩১৫ হইতে প্রবাসীর সঙ্কলন বিভাগে বহাধৰ্ম্ম, পারসী ধৰ্ম্মসমাজ, ইসলাম ও জাতিভেদ প্রভৃতি বিষয়ে লিখিতেন । ১৩১৬ হইতে ই হার কবিতা প্রভৃতি প্রবাসীতে প্রকাশিত श्शू । (৬৬ ) সাহিত্যিক শীঘুক্ত হেমেন্দ্র প্রসাদ ঘোষ ( ১৩১৫ সালে প্রবাসীতে লেখেন । ) ( ৬৭ ) রসায়নশাস্ববিদ শামুক্ত পঞ্চানন নিয়োগী (১৩১৬ হইতে গযুৰ্ব্বেদ ও অাধুনিক রসায়ন প্রভৃতি বিষয়ে ধারাবাহিকভাবে প্রবাসীতে লিখেন । ) ৬৮ ) ঐতিহাসিক ঐযুক্ত যোগীন্দ্রনাথ সমাদার (১৩১৬ হইতে ইতিহাস প্রভৃতি বিষয়ে প্রবাসীতে নিয়মিত লেখেন । ) { ১৯ ) কবি শ্রীযুক্ত সত্যেন্দ্রনাথ দত্ত ( ১৩১৬ হইতে ইহার স্থরচিত ও নানাভাব হইতে অনূদিত অধিকাংশ কবিতাই প্রবাসীতে প্রায় পrিমসে প্রকাশিত হয়। ইনি তখন হইতে প্রবাসীর সঙ্কলন বিভাগের স্থ্যেও বহু চিত্তাকর্ষক ও মূল্যবান বিষয় লিখিতেন। প্রবাসীর জন্য ইনি *ল ‘জন্মদুঃখী" নামক উপন্যাস অনুবাদ করিয়া দেন। ইনি প্রবাসীর বিশেষ ঠিতৈী ছিলেন। কিছুকাল পূর্বে ই হার মৃত্যু হইয়াছে। ইনি মেটারলিঙ্কেশ্ব দৃষ্টিহার' প্রভৃতি বহু স্বপ্রসিদ্ধ নাটক প্রবাসীর জন্য অনুবাদ কনিয়াছিলেন । ইহার স্বরচিত উপন্যাস ইহার মৃত্যুর পর অসমাপ্তভাবে প্রবাসীতে প্রকাশিত হয় । ) (৭০ ) ত্রিপুরীর রাজকুমারী শ্ৰীমতী অনঙ্গমোহিনী দেবী (ইনি ১৩১৬ হইতে প্রবাসীতে কবিতা প্রভৃতি লিখিতেন । ) (৭১) জাপান লেখক শ্ৰীযুক্ত স্বরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১৩১৬ সইতে জাপান ও অন্যান্য বিষয়ে প্রবাসীতে লিপিতেন। ইনি অনেক সাপানী গল্প প্রবাসীতে অনুবাদ করিয়া দেন। এখনও মাঝে-মাঝে প্রবাসীতে ই হার রচনা প্রকাশিত হয় ) (৭২) বৈজ্ঞানিক ও অধ্যাপক খ্ৰীযুক্ত অপূৰ্ব্বচন্দ্র দত্ত (১৩০৮ ইহঁতে প্রবাসীতে বৈজ্ঞানিক ও অন্যান্ত বিষয়ে লিখিতেন। জ্যোতিষ শাস্ত্র সিয়েই ইনি প্রধানত লিখিতেন । ) ( ৭৩ ) শ্ৰীযুক্ত নরেশচন্দ্র সেনগুপ্ত ( ১৩১৬ হইতে নেতৃত্বের দায়িত্ব ইত্যাদি প্রবন্ধ লিপিতেন।) (৭৪) শ্ৰীযুক্ত বিনয়কুমার সরকার (১৩১৬ হইতে স্বদেশ ও বিদেশ গণস্থান হইতে বহু আধুনিক তথ্যপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক প্রবন্ধ, ভ্ৰমণ বৃত্তাস্ত, সংবাদসাহিত্য প্রভৃতি প্রবাসীতে লিথিয়া আসিতেছেন। ইনি এখনও প্রবাসীতে প্রায়ই লেখেন । ) প্রথম দশ বৎসরের প্রবাসী S X > ( ৭৫ ) সঙ্গীতজ্ঞ শ্ৰীযুক্ত দিনেন্দ্রনাথ ঠাকুর (১৩১৬ হইতে ইঙ্গর স্বরলিপি ও কবিতা পলাসতে প্রকাশিত হয় । ইনি স্বয়ং অথবা ইহার শিষ্যেরা রবীন্দ্রনাথের গানের স্বরলিপি এখনও নিয়মিত ভাবে দিয়া থাকেন । ) ( ৭৬) কথাসাহিত্য লেখক ক্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ( ই হীর সচিত্র ব্ৰতকথা প্রভৃতি ১৩১৬ হইতে প্রবাসীতে প্রকাশিত হইয়াছে । ) (৭৭) সাহিত্যরসিক শ্ৰীযুক্ত অজিতকুমার চক্ৰবৰ্ত্ত (১৩১৬ হইতে ইহার রবীন্দ্র-সমালোচনা, নানাবিষয়ক সঙ্কলন ও অন্তান্ত কাব্য ও সাহিত্য সমালোচনা প্রবাসীতে প্রকাশিত হইত। মৃত্যুকালপ্যন্ত ইনি প্রবাসীতে লিখিতেন । ৭৮ বৎসর পূর্বে ইহার মৃত্যু হইয়াছে । (৭৮) vঅক্ষয়কুমার দত্ত ( ইহার ভারতবর্মীয় উপাসক সম্প্রদায়ের তৃতীয় ভাগের অসম্পূর্ণ ও অপ্রকাশিত পাণ্ডুলিপি হইতে কিয়দংশ ১৩১৭ সালের প্রবাসীতে প্রকাশিত হয় ।) (৭৯) পণ্ডিতপ্রবর শ্ৰীযুক্ত ক্ষিতিমোহন সেন ( ১৩১৬ হইতে ইহার সঙ্কলন প্রভৃতি প্রবাসীতে প্রকাশিত হয়। তৎপরে ইহার বহু মৌলিক প্রবন্ধ ও ভক্তচরিত্র সঙ্কলন প্রভৃতি প্রবাসীতে প্রকাশিত হইয়াছে। ইনি এখনও প্রবাসীর জন্য লিখিয়া থাকেন । ) (৮০) কবি স্ট্রীযুক্ত যতীন্দ্রমোহন বাগচী (ইঙ্গর কবিতা ১০১৭ প্রবাসীতে প্রকাশিত হয় । ) (৮১) মহামহোপধ্যায় শীঘুক্ত যাদবেশ্বর তর্করত্ব (১৩১৭ সালে ইনি প্রবাসীতে গ্রন্থ সমালোচনাদি করেন । ) (৮২) কবি ক্রীযুক্ত রজনীকান্ত মেল ( ১৩১৭ সালে ষ্টতার কপি শুt প্রবাসীতে প্রকাশিত হয় । ) (৮৩) শ্ৰীযুক্ত রাধাকুমুদ মুখোপাধ্যায় (প্রাচীণ ভারতে অর্ণবপোষ্ঠ ও অস্তান্ত বিষয়ে ১৩১৭ হইতে ইনি প্রবাদীতে লেখেন । ) (৮৪) ইস্যরসিক শ্ৰীযুক্ত হকুমার রায় (১৩১৭ হইতে ইহtল্প আলোচন, হাস্যরসাত্মক নাটক ও চিত্রবিষয়ক প্রবন্ধ দি প্রবাসীতে প্রকাশিত হয়। ইনি প্রভাত-বাবুর নবীন সন্ন্যাশা ও স্বীয় রচনা প্রভূতির জন্য হস্যেদাপক ছবিও প্রবাসীতে আঁকিয় দিতেন । ২৩ বৎসর পূৰ্ব্বে ইহার মৃত্যু হইয়াছে। ) (৮৫) স্থলেখক ত্রযুক্ত চেমেন্দ্রকুমার রায় ( ১৩১৭ হইতে ইনি প্রবাসীতে লিখিতেছেন । ) (৮৬) সুলেখক ঐযুস্থ হেমেন্দ্রলাল রায় ( ১৩১৭ হইতে ইনি প্রবাসীতে প্রবন্ধ কবিতা গল্প ইত্যাদি লিখিতেছেন। ) (৮৭) কবি শ্রীযুক্ত করুণানিধান বন্দ্যোপাধ্যায় ( ১৩১৭ হইতে প্রবাসীতে কবিতা লিখেন । ) (৮৮) কবি ত্রীযুক্ত কালিদাস রায় (১৩১৭ হইতে প্রবাসীতে কবিতা লিখেন । ) (৮৯) উপন্যাসলেখিকা শ্ৰীমতী নিরুপমা দেবী ( ১৩১৭ হইতে প্রবাসীতে কবিতা গল্প ও উপন্যাস প্রভৃতি লিখেন । পরে ইহার দিদি ও স্যামলী উপন্যাস ধারাবাহিক ভাবে প্রবাসীতে প্রকাশিত হয় । ) _ (৯) শ্ৰীযুক্ত কীৰ্ত্তিকচন্দ্র দাস গুপ্ত (১৩১৭ হইতে প্রবাসীতে নান৷ বিষয়ে লেখেন । ) আমরা প্রবাসীর প্রথম দশ বৎসরের লেখকদের ভিতর ৯০ জন লেখকের নাম ও রচনার সামান্ত পরিচয় দিলাম। ই হার ছাড়া আরও বহু সু