পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

B SR প্রবাসী—বৈশাখ, ১৩৩e [ ২৬শ ভাগ, ১ম খণ্ড পরিচিত, স্বল্পপরিচিত ও অপরিচিত লেপক প্রবাসীতে এই দশ বৎসরেই লিপিয়াছেন । কিন্তু প্রথম সংখ্যtয় ঠাঙ্গাদের সকলের নাম দেওয়া সম্ভব নষ্ঠে । আমরা ঠাঙ্গদের সকলের নিকটই কৃতজ্ঞতা জানাইতেছি । এই লেপকগণ ছাড়া প্রণালীর সম্পাদক স্বয়ং বিবিধ প্রসঙ্গ ও অন্যান্ত বহু BBB BBB KggBB BBBS BBBBBBS BBK BBB BBB পরে দিব। প্রবাসী ভারতীয় চিত্রকলার পুনরভু্যদয় কাল হইতেই তাহার অনুরাগী। প্রথম যুগের ভারতীয় চিত্রকরদের চিত্র প্রবাসী ভিন্ন অন্য পলিকায় প্রকাশিত তই ত না । প্রবাসী সাধারণের নিকট তাঁহাকে সুপরিচিত করিয়া দিবীর পল এপন সকল মালিক পত্রই এই চিত্রকল৷ BBBB BBBB BBBB BBBSBBB S BBBB BBBB BBB BBB দশবৎসরের দশজন শিল্পীর নাম এখানে দিয়া দশবৎসরের প্রবাসীর শতজন হিতৈাঁর নামতালিকা সম্পূর্ণ করিব। শ্ৰীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর, পীযুক্ত অর্দেষ্ট্ৰকুমার গঙ্গোপাধ্যায় ও শ্ৰীযুক্ত উপেন্দ্রকিশোর রায় চৌধুরী মহাশয় ত্রয়ের নাম স্বতন্ত্র লিখিলাম না,কারণ লেখকশ্রেণীতে র্তাহীদের নাম পূৰ্ব্বেই দেওয়া হইয়াছে। ১৬০৯ সাল হইতে অবনীন্দ্রের ‘বঙ্গমুকুট ও পদ্মাবতী’ ‘বিরই যক্ষ সাজাহানের মৃত্যু DBBBBS BBBBS BBB BBS SBBBBB BBBS ‘হজঙ্গ ও বুদ্ধ সিদ্ধগণ ‘শঙ্গাঙ্গনের তাজনিন্মাণ স্বপ্ন গণেশজননী' "কাজরা তিস্যরক্ষিত, ’শেষ বোঝা’ প্রভৃতি বহু স্বপ্রসিদ্ধ চিত্র প্রবাদীতে প্রকাশিত হইতেছে । এখনও প্রায় প্রঠিসংগীতেই তাঙ্গীর অঙ্কিত উচ্চাঙ্গের চিত্র থাকে । অৰ্দ্ধেন্দ্রবাবুর ‘স্বজাত ও বুদ্ধ প্রভৃতি রঙীন ছবি ১১১৬ সালে প্রকাশিত হইয়াছে । (৯১) যুক্ত নন্দলাল বহু (ইগার ‘সতী', 'মঙ্গীর দেহত্যাগ', 'অহল্যা", 'জগাই মধই’, ‘দময়ন্তীর স্বয়ম্বর ভরতের রাজ্যশাসন প্রভৃতি চিত্র ১৩১৩ হইতে প্রবাসীতে প্রকাশিত হইতেছে । এখনও ইঙ্গার অঙ্কিত চিত্র প্রবাসীতে প্রায় থাকে । (৯২) মঠ স্থখলঃ দেবী (ইহার বেহুল প্রভৃতি বহুচিত্র ১৩১৭ হইতে প্রবাসীতে প্রকাশিত গুইয়ছে । ) (৯৩ যুক্ত বেঙ্কটাপ্প। (ঙ্গর চিত্র প্রবাসীতে ১৩১৬ হইতে প্রকাশিত হুইয়াছে । ) (৯৪) শ্ৰীযুক্ত যামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায় ( দিনমজুর' প্রভৃতি ইংtর অনেক চিত্র ১৩১৭ হইতে প্রবাদীতে প্রকাশিত হইয়াছে । ) (৯৫ ) হাকিম মহম্মদ খা (ইঙ্গর অঙ্কিত নাদির শাহের চিত্র ১৩১৭ সালে প্রবাসীতে প্রকাশিত হয় । ) (৯৬) এীযুক্ত অসিতকুমার হালদার (১৩১৭ সাল হইতে ইঙ্গার বাণ। প্রভৃতি বহুচিত্র প্রবাসীতে প্রকাশিত হয় । ) (৯৭ ) শ্ৰীযুক্ত সমরেন্দ্রনাথ গুপ্ত ( ১৩১৬ হইতে ইহার চিত্র প্রবাসীতে প্রকাশিত হয় । ) (৯৮ ) ঐযুক্ত স্বরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (১৩১৫ হইতে ইহার অঙ্কিত ‘কারাগারে শিশুকৃষ্ণ, 'ভোজরাজী ও পুত্তলিকা’, ‘মহাভারতলিখন’, ‘কান্তিক’ প্রভৃতি প্রসিদ্ধ চিত্র প্রবাসীতে প্রকাশিত হয়। ইনি অতি প্রতিভাব: শিল্পী ছিলেন । ১৩১৬ সালে অকলে ইহার মৃত্যু २भ्र' ! ) ( ৯৯ ) শ্ৰীযুক্ত প্রিয়নাথ সিংহ ( ইহার যম ও নচিকেত প্রভৃতি চিত্র ১৩১৬ সালে প্রকাশিত হয় । ) (১•• ) শ্ৰীযুক্ত লাল। ঈশ্বরীপ্রসাদ ( ১৩১৫ ‘অন্তঃপুরিকা প্রভৃতি চিত্র প্রকাশিত হয়। ) সালে ইহায় ইল ছাড়া মোলারাম প্রভৃতির অনেক প্রাচীন চিত্র ও অজস্তাগুহাবলীর বহু চিত্রের প্রতিলিপূিও প্রথম বৎসর হইতে প্রবাসী প্রকাশ করিয়া আসিতেছে । ভারতীয় চিত্রকলা-পদ্ধতি অনুযায়ী চিত্র প্রকাশিত হইবার পূৰ্ব্বে স্বৰ্গীয় রাজা রবিবৰ্ম্ম ও মহারাষ্ট্র শিল্পী বিশ্বনাথ ধুরন্ধরের বহু চিত্রও প্রবাসীতে প্রকাশিত হইত। এজস্য তঁহদের নিকটও প্রবাসী কৃতজ্ঞ । প্রবাসী প্রথম সংগ্য হইতেই তাহার চিত্র ও প্রবন্ধ বিভাগের মুদ্রণের জন্য প্রশংসা পাইয়া আসিয়াছে । প্রবাসীর মত সুচিত্রিত মলটিও আগেকার অন্ত কাগজে বাহির হইত না । প্রবাসীর প্রথম বৎসরের ছবি ও মলটের ব্লক করিতেন কলিকাতা-নিবাসী লীযুক্ত জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরে সেই বৎসরই ক্রীযুক্ত উপেন্দ্রকিশোর রায় চৌধুরী মহাশয় কলিকতা হইতে এই বিভাগের ভারগ্রহণ করেণ । প্রবাসীর অনেক মলাট তিনি আঁকিয়াও দিয়াছিলেন । তিনি জীবিত থাকিতেই তাহার পুত্র যুক্ত থকুমার রায় এ কার্য্যে উছার সহায় ছিলেন । হকুমার-বাৰু ক্যামেরার সাহায্যে প্রবাসীর জন্য সুদৃষ্ঠ মলাট প্রভৃতি করিয়া দিতেন, হ।ফটোল ব্লকেরও অনেক উন্নতি তিনি স্বীয় পিতার মতনই করিয়াছিলেন। এই পিং ও পুত্রের মৃত্যুর পরও ই স্থাদের স্থাপিত ব্লকবিভাগ প্রবাসীর কাজ করিতেছেন। আমরা ইহাদের সকলের নিকট কৃতজ্ঞ । প্রথম বৎসর হইতে প্রবাসী এলাহাবাদে শ্রীযুক্ত চিন্তামণি শেষ মহাশয়ের ইণ্ডিয়ান প্রেসে মুদ্রিত হইত। তৎকালের প্রবাসী উৎকৃষ্ট মুদ্রণের জন্য ঠাহীর নিকট কৃতজ্ঞ । পরে কয়েক বৎসর ইহা এইচ বহু প্রতিষ্ঠিত কুন্তলীন প্রেসে মুদ্রিত হয়। তাহার পর তার কয়েক বৎসর ইহা ব্রাহ্মমিশন প্রেসে যুক্ত অবিনশচন্দ্র সরকার কর্তৃক মুদ্রিত হয়। প্রবাসী ইহীদের সকলকে কৃতজ্ঞতা জানাইতেছে । এখন ১৩৩১ সালের আযঢ় মাম হইতে প্রবাদী তাঙ্গার নিজস্ব প্রবাসীপ্রেস হইতে মুদ্রিত ও প্রকাশিত ३ग्न ! এই দশ বৎসরে প্রবাসীতে কাব্য, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস ও দর্শন প্রভৃতির সাধারণ প্রবন্ধ বিভাগ ছাড়া বিবিধ প্রসঙ্গ, সংকলন, পুস্তক সমালোচনা, স্বরলিপি প্রভৃতির বিশেষ বিভাগ দেখা দেয়। ১৩১৬ সাল হইতে সংকলন বিভাগ বিশেষ উন্নতিলাভ করে। এই সময় ঐযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচালনায় তাহর আশ্রমের অজিতকুমার চক্ৰবৰ্ত্তা, ক্ষিতিমোহন সেন, জ্ঞানেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধুশেখর শাস্ত্রী, শরৎকুমার প্লায়, রথীন্দ্রনাথ ঠাকুর, হেমলতা দেবী, অতসী দেবী, প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রভৃতি এবং কলিকাতায় শ্ৰীসত্যেন্দ্রনাথ দত্ত, চারু বন্দ্যেপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি অনেকে এই বিভাগের বিশেষ পুষ্টিসাধন করিয়াছিলেন। অনেক সংকলন রবীন্দ্রনাথ স্বয়ং লিগিয়া দিতেন ; যেগুলি তিনি নিৰ্ব্বাচন করিয়া অপরকে দিয়া লেখাইতেন তাহার ভিতরও অনেকগুলি আগাগোড়া কাটিয় আলীর নিজে লিখিতেন । এই বিভাগ এখন অপেক্ষাকৃত ক্ষুদ্র হইয়৷ পঞ্চশস্তবিভাগে পরিণত হইয়াছে । ১৩১৭ সালের পরে প্রবাসীতে ক্রমশঃ কষ্টিপাথর, পঞ্চশস্ত, হারামণি, বেতলের বৈঠক, দশবিদেশের কথা, মহিলামজলিস, ছেলেদের পাত তাড়ি প্রভৃতি নানা বিভাগের উৎপত্তি হয়। ক্রমশ অস্তান্ত মাসিকপত্রেও এই বিভাগগুলি অন্ত নামে দেথা দিতে লাগিল । ইহাতে মাসিক পত্রের বৈচিত্র্য ৰাড়িয়াছে। - এই দশ বৎসরে প্রবাসীতে চিত্র ও প্রবন্ধাদির সংখ্য যাহ। ছিল পরে তাহ। অপেক্ষ। অনেক বাড়িয়াছে। প্রথম বৎসরের প্রবাসীর পত্র সংখ্যা ছিল ৪৬৬, ১৩১৭ তে হয় ৭-৮ ; কিন্তু ১৩৩২এ ছয় মাসেই ইহার পত্র