পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] রোমে এক পক্ষ >WりS) ডুবুরির নিরাপদ আচ্ছাদন চীনের বিশ্বকৰ্ম্মা— চীনদেশে বিশ্বকৰ্ম্ম সম্বন্ধে কিরূপ ধারণ অাছে, তাহী এই ছবিটি হইতে বুঝ। যাইবে। ইহা আমরা শ্ৰীযুক্ত ডাক্তার রামলাল সরকার মহাশয়ের সৌজন্যে প্রাপ্ত হইয়াছি। আমাদের পাঠকের জানেন, তিনি বহুবৎসর চীনদেশে বাস করিয়াছিলেন, এবং তাহীর সম্বন্ধে অনেক প্রবন্ধ লিখিয়াছেন । তাহার আরও লেখা ভবিষ্যতে ছাপা হইবে। চীনের বিশ্বকৰ্ম্ম৷ রোমে এক পক্ষ স্ত্রী অশোক চট্টোপাধ্যায় -৯২১ খৃঃ অব্দের সেপ্টেম্বর মাসে ভিয়েন হইতে ভেনিস, পড়িয়া, ভেরোনা ও বোলোনায় কয়েক দিন করিয়া বাম করিয়া রোমে উপস্থিত হইলাম। যুদ্ধের পরে ইয়োরোপের নানা দেশের মুদ্রার মূল্য যে আজ একপ্রকার ও কাল থার-একপ্রকার হইত, তাহার ফলে বহু লোকের অল্প বিস্তর লাভ এ ক্ষতি হইয়াছিল । আমারও এই কারণে কিছু লাভ ও কিছু ক্ষতি হয়। যথা, অসটিয়াতে ভ্রমণকালে আমার কাছে যত অস্ট্রয় করোনা (যুদ্ধের পূর্বে এক পাউণ্ড = ২৪ করোনা ; তৎকালে এক পাউণ্ড = ৪০০০ করোনা ) ছিল, আমি ভেনিসে পৌছাইয়া শুনিলাম