পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] রোমদর্শন অতি উত্তমরূপেই হইয়াছিল। পদব্রজে সকল স্থান ভাল করিয়া দেখা যায়। ক্ষতির দিকে হইয়াছিল অল্প খরচের স্থানে বাস ও আহার করিয়া শরীর কিছু অসুস্থ । রোমে, শুধু রোমে নহে,ইটালীর সর্বত্রই,প্রাচীন গির্জা, চিত্রশাল। ই ত্যাদি দ্রষ্টব্য স্থানে প্রবেশ করিতে হইলে এক লিরা দুই লির প্রবেশিক দিতে হয় । আমি স্থির করিলাম, ট্রাম কিম্ব অ পর-প্রকার যান ব্যবহার করিয়া অর্থ নষ্ট করিব না ; যাহা আছে তাহা দর্শনীর জন্যই রাখিব । এই দর্শনী দিবার নিয়মটি খুবই ভাল। ইহাতে দর্শকদিগের নিকট হইতে প্রাপ্ত অর্থেই বহুল-পরিমাণে প্রাচীন শিল্পকলার যুত্ব ও রক্ষণ-কাৰ্য্য সাধিত হয় । আমাদের দেশে অধিক স্থলেই মন্দির প্রভৃতির অশেষ দুৰ্গতি হয়। সে-সকল স্থানে যাহার। গমন করেন র্তাহারা পূজারী বা পাণ্ডাদিগকে যে-অর্থ দান করেন তাহার অতি অল্পাংশই স্থাপত্য বা শিল্প-সৌন্দর্য্য রক্ষার্থ ব্যয়িত হয়। এই অর্থে শুধু পাণ্ডাদিগের দৈহিক পুষ্টিই সাধিত হইয়া থাকে। রোমে প্রথম কয়েক দিন ঘুরিয়া ঘুরিয়া বহু স্থান দেখিলাম। সে-সকলের সম্পূর্ণ বর্ণনা একটি প্রবন্ধে ইটালীর প্রাচীন শিল্পদর্শনের দর্শনী টিকিট । রোমে এক পক্ষ ჯ ჯრr স্মৃষ্টি কাহিণী মাইকেল এঞ্জেলে| অঙ্কিত-কাপেল সিষ্টিন, ভ্যাটিকান, রোম সম্ভব হয় না। কয়েকটি স্থানের বর্ণনা কিছু-কিছু করিয়াই এই বৃত্তাস্ত শেষ করিব ৷ রোম, ইতিহাসে “fsoloi”qi The Eternal City বলির খ্যাত । রোমের সাম্রাজ্য এক সময়ে পশ্চিমজগৎ জুড়িয়া বিস্তৃত ছিল। এই নগরী প্রথমে টাইবার নদের বাম তীরে সাতটি পাহাড়ের ( অথবা ঢিপির ) উপরে অধিষ্ঠিত ছিল । পরে নগর আরো বড় হয় এবং বৰ্ত্তমানে রোমের সাতটির পরিবর্তে দশটি পাহাড় আছে। রোম খঃপুৰ্ব্ব ৭৫৩ তবে স্থাপিত হয় । এই তারিখ যথার্থ কি না এবিষয়ে সন্দেহ আছে। অনেকের ধারণা, রোম আরও প্রাচীন। সুতরাং রোমের ইতিহাস ২৫০০ বংসরেরও অধিককালব্যাপী । এই দীর্ঘকালের অধিকাংশ সময়ই রোম পাশ্চাত্য সভ্যজগতে শক্তি ও শিল্পের কেন্দ্র