পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sabo এই মাছের মুখটা দেখিতে ঠিক বাধের মুখের মতন। ইঙ্গাদের দেহ নান-রকম র-এ চিত্রিত । ইহাদের দেখিতে অত্য স্ব সুন্দর, এত সুন্দর যে, এমন মাছ খুব অল্পই দেখিতে পাওধ ধায়। উঠার কফ মাছ নামে পরিচিত। জলের মধ্যে প্রবাল-প্রাচীরের নিকটে ইষ্ঠার বাস করে। ইহার সেখানে থাকে সেখানকার আশপাশের সঙ্গে ইহাদের দেহের র চমৎকার মিলিয়া যায় । সেইজন্য ইহাদের শয়গণ সহজে হাদিগকে খুজিয়। পায় না । অস্ট্রেলিয়। মহাদেশের গ্রেট ব্যারিয়ার রীফে গভীর জলভাগে প্রবাল-প্রচারের নিকট হাদিগকে দেখিতে পাওয়৷ সায় । ইহাদিগের ঠোঁট টিয়া পাপীর ঠোটের মতন। ફ ઝે;િ વિા [[મા-[ત્તિા કેટલા જીવાન-નii; મારૂંસા থাকে । প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড হালুম বুড়ে এক যে আছে হালুম বুড়ো, নাকট যে তা’র খেn: (আর) সেই নাকেতে আছে একটা মস্ত বড় ছেদ ; (আর) সেই ছেদাতে ঝুলছে যে এক বালতি এত বড়, বালতির ভেতর আছে তিনটে কাকৃড় করা জড়ো, কাকূড়াগুলো বাড়িয়ে দাড় ক’রেই আছে হঁl, চুপটি করে ঘুমোও সবাই, হাতটি নেড়ে না ; নড়লে পরে হালুম বুড়ে দেখতে দি পায়, হালুম বলে বালতি ক’রে ধ’রে নিয়ে যায় ; বাল্‌তি থেকে কাকৃড়া তপন কামড় লাগায় কট ; সুশোও ঘুমেও দুষ্ট ছেলে, ঘুমো ও গো চটপট । ন। ন ন দুষ্ট ত নয়, লক্ষ্মী ছেলে যে, পাল হালুম, এই ত পোক ঘুমিয়ে পড়েছে। শ্ৰী: প্যারীমোহন সেনগুপ সনেট শ্রী অন্নদাশঙ্কর রায় এ জীবন ল’য়ে আমি কি করিব, প্র ডু ? ইচ্ছ। করে, দিয়ে সঙ্গ এর ছায় বেঁচে থাক্‌ ইতিহাসে । তবু তুপি কোথ ? চিরপ্রাণ ভবিষ্যং ত{’রে স্থান দেবে এক কোণে যাহার মাঝারে সে ত শুধু প্রাণহীন বর্ণমালা ছাওয়া বর্ণহীন শুদ শ্বত পাতা। আমি তারে

  • にzi○ マジ「SIZ3 5

বলিব না বেঁচে থাকা, অমরত্ব-পা ওয়া । প্রতি ক্ষণে ভ'রে দাও যদি উচ্ছসিত আনন্দ-বেদন-মে’শ প্রেমের অমৃতে, প্রতিক্ষণে ভ'রে দাও যদি লীলায়িত অতীন্দ্রিয় সৌন্দয্যের রূপে গন্ধে গীতে, মুহূৰ্ত্তে করিয়া যাক দেহ ; মুহূৰ্ত্তেই উ’বে যাক স্মৃতি। তবু মৃত্যু মোর নেই