পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪ র্য্যের সহিত এই মত প্রকাশ করেন, যে, এই নূতন আবিষ্কারে এইমাত্র প্রমাণ হইতেছে যে, যেমন আজকাল ইংরাজের অসভ্য ভারতবাসীকে শিক্ষাদান করিতেছেন, সেইরূপ প্রাচীনকালে অন্যান্য সভ্যজাতি অসভ্য ভারতবাসীকে শিক্ষাদান করিয়াছিল । ফলে যে কোন শিল্পের ইতিহাসে প্রাচীন ভারতের কীৰ্ত্তি-সম্বন্ধে কোনও তথ্য আধুনিক পাশ্চাত্য পুস্তকসকলে প্রায় স্থান পায় না বলিলেই চলে । খৃঃ ১১শ শতাব্দীর ইউরোপীয় কাচের কারখান। এই ত গেল দেবতাদের কথা । ইংরাজীতে প্রবাদ {5A Wizo, “For small mercies the good Lord be thanked” ; যেটুকু কপা হয়, তাহার জন্য প্রভূ দেবতাকে ধন্যবাদ দাও । আবার নকল দেবতাদের কাণ্ড আরও অদ্ভুত । সম্প্রতি দিল্লীতে এসেম্ব্লীতে ( Legislative Assembly ) Coto-Cosa দেশপ্রতিনিধির তরফ হইতে প্রায় এইরূপ ইঙ্গিত হইয়াছিল, যে, প্রত্নতত্ত্ব পুরাতন ঘর-বাড়ী খুড়িয়া বাহির করা মাত্র ; অতএব ঐ বিভাগে বেশী খরচ করিবার দরকার নাই । বেশী খরচটা হইতেছে বার্ষিক ২॥০ লক্ষ টাকা । আমরা নিজেদের সভ্য বা শিক্ষিত বলিলে, সভ্য-জগং যে হাসিয়া উঠে, ইহা আর আশ্চৰ্য্য কি ? ২ । এদেশে পুরাতত্ত্ব-বিদ্যা সম্বন্ধে আলোচনা এবং গবেষণা সবেমাত্র আরম্ভ হইয়াছে। যাহার এইকাৰ্য্য করিতেছেন, তাহদের মধ্যে কেহই এখনও বিশেষভাবে শিল্পবিষয়ে গবেষণা করেন নাই । ৩ । অন্যদেশীয় প্রাচীন পুস্তকাদির আধুনিক সংস্করণ সকল স্থানীয় পুস্তকাগার সকলে বিশেষ কিছুই নাই । প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ “প্রাথমিক” কাচ ) সে-সম্বন্ধে কিছুই বিশদভাবে লেজিসলেটিভ, [ ২৬শ ভাগ, ১ম খণ্ড এদেশীয় পুস্তক অনেক পাওয়া যায়, কিন্তু সে-সকলে কি আছে, তাহ জানিতে হৰ্চলে সংস্কৃত ও পালি ভাষা অতি উত্তমরূপে শিক্ষা করিয়৷ সংস্কৃত ও পালি এই দুই সাগর মন্থন করিতে হয়। ব্যাবহারিক বিজ্ঞান ও শিল্পকলাসম্বন্ধে প্রাচীন ভারতের অবস্থা কি ছিল, সে বিষয়ে কোন ও আধুনিক পণ্ডিত ( দেশী বা বিদেশী ) বিশেষ কিছুই লেখেন নাই । ধাতা-কিছু লিখিয়াছেন, তাহার মধ্যে অধিকাংশষ্ট প্রমাণিক বলিয়৷ গ্ৰহণ কর। বিপদজনক । .লেখকের ক্ষুদ্র শক্তিতে সেটুকু তথ্য সংগৃহীত হইয়াছে, তাহ (,দ ওয়া যাইতেছে । প্রাচীন ভারতে কাচশিল্পের নিদর্শন কাচনিৰ্ম্মিত বলয় ( বাল ) সম্প্রতি আবিষ্কৃত হইয়াছে। তই কিরূপ কাচের তৈয়ারি ( বিশুদ্ধ কাচ বা এনমেল—মিনী-জাতীয় 2|শিত হয় নাই । বলয়-নিৰ্ম্মত প্রাগৈতিহাসিক যুগের “অনায্য” ভারতবাসী ( দ্রাবিড় ? ) ছিলেন বলিয়| শোন ধায় । বলয়-নিৰ্ম্মাণের সময় এখনো ঠিক হয় নাই । তবে চহা বলা যায় সে তাহ পৃঃ পূঃ ২০ ০০ বৎসরের ও পূৰ্ব্বে নিশ্চিত ; খুবই সম্ভব পৃ: পূ: ৩০০০ বৎসর, এবং সম্ভবতঃ পুঃ পূঃ ৫০০০ হইতে ৬০০০ বৎসর পূৰ্ব্বে নিৰ্ম্মিত হয় । ২ । মগধদেশে প্রাপ্ত কাচনিৰ্ম্মিত “শিলমোহর’ (glass seal), ইহ৷ খৃঃ পূঃ ২০০ হইতে ৩০০ বৎসর পূৰ্ব্বের জিনিষ । ব্রাহ্মী অক্ষর অঙ্কিত । অন্য কোনও প্রাচীন কাচের দ্রব্যের কথা লেখক অবগত নহেন । সম্ভবতঃ অনেক-কিছুই আছে । প্রাচীন পুস্তকাদিতে ভারতীয় কাচের কথা ১ । শতপথ ব্রাহ্মণের ১৩শ কাণ্ড, দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ ব্রাহ্মণ, অষ্টম মন্ত্রে, অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান বিবরণ মধ্যে ( ১৩,২৮৮ ) কাচ শব্দ দুইবার ব্যবহৃত হইয়াছে । বচন, কাচানাবয়স্তি –কাচ সকল বয়ন করে—এই অংশের Èxits vīWzfW (Prof. Eggling. Sacred Books of the East) oi— ১। মোঙ্গেন-জো-দাড়োতে But even as some of the offering material may get spilled.------ of the victim is here spilled in that the hair of it when wetted. When they (the wives)