পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্য। ] কাচ . సిసి) এক কথায়, কেবল সাধারণ, ভৌতিক বা জড় গুণাFéð ( physical properties ) Rssal FfIRl Ff5 cA কি পদার্থ তাহা ব্যাখ্যা বা নির্দেশ করা যায় না। কেননা, যেমন ভারতবাসী বলিলে নানা জাতীয় বিভিন্ন ধৰ্ম্মের, নানা প্রকৃতির ও নানা শ্রেণীর এক বিশাল জনসমষ্টি বুঝায়, তেমনি কাচ বলিতে একটি বৃহৎ পদার্থসমষ্টি বুঝায়, যাহার মধ্যে নানাপ্রকার বিভিন্ন গুণ-সম্পন্ন বস্তু আছে। তবে কাচ বলিলে যাহা বুঝায় সে সকল বস্থমধ্যেই কতকগুলি সাধারণ গুণ আছে । কাচজাতীয় পদার্থ মাত্রই কতকগুলি বিভিন্ন ক্ষার পদার্থের সহিত বালু-সার বা সিলিকা ( Silica SiO2) অথবা সোহাগার রাসায়নিক সংযোগে উৎপন্ন বস্তুর একাধিকের সংমিশ্রণে প্রস্থ ত হয়। যথা, সাধারণ শিশি বোতলের কাচ সোডা, চুন ও এলুমিন এইতিম ক্ষার পদার্থের সহিত বালুসারের রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন তিনটি বস্তু সংমিশ্রণে প্রস্থত হয়। বৈজ্ঞানিকের বলেন যে কাচ প্রকত পক্ষে ঘন (solid) পদার্থ নহে। উহা অতি গাঢ় তরল পদার্থ (congealed liquid) মাত্র। ইহা কিরূপে হইতে পারে তাহ উদাহরণ দ্বারা বুঝান যায়। রাস্তার ঢালিবার জন্য যে এক প্রকার কঠিন আলকাতরা বা পিচ ব্যবহার করা হয় সেইরূপ পদার্থ ব| অপরিস্কৃত মোম, এইসকল বস্তুর একটি বিশেষ গুণ আছে । অধিক উত্তাপে এইসকল বস্তু গলিয়া তরলভাব ধারণ করে । এইরূপ তরল অবস্থায় যদি তাহী ক্রমশঃ শীতল করা যায় তাহা হইলে দেখা যায় যে শীতল হইবার সঙ্গে উহা ক্রমে অল্পে-আল্পে আঠালো ভাব ধারণ করে। তরল অবস্থায় এই সকল পদার্থকে জলের ন্যায় এক পাত্র হইতে অন্য পাত্রে চালা যায়। ক্রমে যেমন তাহ শীতল হয়, ততই তাহাকে চালা কঠিন হয়। ততোধিক শীতল হইলে তাহ আরও গাঢ় এবং আরও আঠালো হয়। শেষে তাহ শীতল হইলে অর্থাৎ শরীরের সমান শীতল হইলে (at body temperature). তাহা এতই গাঢ় এবং আঠালো হয় যে, এক পাত্র হইতে অন্ত পাত্রে ঢালা অতিশয় সময়-সাধ্য, একেবারে অসম্ভব ব্যাপার হইয় পড়ে। কিন্তু তখনও যে তাহার তরল বোহেমীয় হস্তে ক্ষোদিত (Engraved)কাচ পাত্র ভাব থাকে তাহার প্রমাণ এই যে, যে-পাত্রে তাহ আছে সেই পাত্র উণ্টাইয়া বা কাং করিয়া রাখিলে কিছুদিনের মধ্যেই দেখা যায় যে,এই বস্তুরাশি অল্প গড়াইয়া পড়িয়াছে। আলকাতরার পিচ (pitch ) কঠিন দৃঢ় পদার্থ। ঘন পদার্থের (solid) সকল বাহিক লক্ষণই তাহাতে আছে। অথচ কেন্থিজের পরীক্ষাগারে দেখা গিয়াছে যে এক খণ্ড পিচ একটি কাচের ফানেলে ( Funnel ) রাখিলে বিন উত্তাপে, বিলাতের মত শীতল দেশেও উহা অতি ধীরে প্রবাহিত (flow) হইয় ফানেলের সংকীর্ণ অংশে প্রবেশ করে। পরীক্ষায় দেখা গিয়াছে যে অতি কঠিন প্রস্তরবং পিচখণ্ড চৌদ্দ বৎসরে কিঞ্চিদাধিক এক ইঞ্চি প্রমাণ