পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉసి8 একটি মসৃণ লেীক্তপাতের উপর গড়াইয় তাহার উপরিভাগ সমান করিয়। এবং কাচের পরিমাণ নলের সর্বদিকে সমান করিয়। লয়, সাহাতে নলের মুখ কাচের তালের ঠিক কেন্দ্রে থাকে। ইহার পর শিল্পী নলের অন্য দিক মুখে দিয়া ধীরে ফু দেয় । তাঙ্গীতে কাচের তালের ভিতর বাতাস প্রবেশ করিয়৷ তাঙ্গ অল্প র্ফাপাইয় দেয়। ইঙ্গর পর ঐ কাচা, জাৰ্ম্মান কৰ্হিত এবং মিনকর্ঘ্যে (enamo) চিত্রিত কাচপাত্র নলমুথ একটি লৌহ কাষ্ঠ বা মৃত্তিক নিৰ্ম্মিত ছাচের ভিতব স্থাপন করিয়া শিল্পী নলের অন্যমূপে সজোরে ফু দেয়। কাচের তাল ইহাতে ফুলিয়। ছাচের ভিতরভাগে সমান ভাবে লাগিয়া ছাচের ভিতরের আরুতি ধারণ কবে । তৎপরে কাচ কঠিন হইলে শিল্পী তাহা নলের মুখ হইতে প্রবাসী—বৈশাখ, ১৩৩৩ [ ২ণ্ডশ ভাগ, ১ম খণ্ড কাটিয়া পৃথক করে । এখনও ঐ কাচের দ্রব্যটির যে অংশ নলের সহিত সংযুক্ত ছিল, সে অংশ অসমান ও বিরুত । সুতরাং এই দ্রব্যটি অন্য একজন শিল্পী পুনৰ্ব্বার উত্তপ্ত করিয়া বা ঘষিয়া, যন্থসাহায্যে উপযুক্তভাবে আরুতিযুক্ত করে । এই সকল কার্য্যের পর কাচের দ্রব্যটি দেখিতে ঠিক্‌ হয়, কিন্তু তাহ ব্যবহারোপযুক্ত হয় না। তাতার কারণ এই কাচ শীঘ্র শীতল হুইলে তাঙ্গর উপরিভাগ প্রথমে কঠিন এবং সঙ্কচিত হয়, কিন্তু ভিতরে কাচ তখনও উত্তপ্ত থাকে এবং এই উত্তাপ বাহির হইবার পথে উপরের কাচকে প্রসারিত করিবার চেষ্টা করে । এষ্টরূপে উপরের কাচ সঙ্কোচন ৪ ভিতরের কাচ প্রসারণ করার চেষ্টা করায় কাচের স্থানে স্থানে আসমান চাপের (unequal stress)এর উদয় হয় যাহার ফলে দ্রব্যটি শীঘ্রই ফাটিয়া ধায় । ইহার প্রতিযেধের জন্য ঐ দ্রব্যটি একটি অন্য চুল্লীতে পুনৰ্ব্বার উত্তাপের সাহায্যে নরম করিয়া লইয়। অতি ধীরে শীতল করা হয়, ধাঠাতে সমস্ত কাচ সমভাবে শীতল হইয়। চাপশূন্ত হয়। এই প্রকার চাপনিষ্কাশনের (annealing) উপর কাচের দ্রব্যটির স্থায়িত্ব নির্ভর করে, এবং এইজন্য চাপনিষ্কাশন চুল্লী বিশেষ কৌশলে নিৰ্ম্মিত হয় । শ্রেষ্ঠ চাপনিষ্কাশন চুল্লী স্থড়ঙ্গের মত। সুড়ঙ্গের এক প্রাস্ত কাচ নরম হইবার মত উত্তপ্ত এবং অন্য প্রান্ত শীতল থাকে। #xta «As wis-go-oo: oito (continuous carrier) সকল ক্রমাগত চলিতে থাকে এবং তাহার উপর স্থাপন করিলে কাচের দ্রব্যাদি প্রথমে উত্তপ্ত এবং পরে ধীবে ধীরে শীতল হইয়া অন্যদিকে বাহির হয় । এইদেশে কাচের চুল্লীতে অগ্নি প্রদান, তন্মধ্যে কাচে স্থল উপাদান নিক্ষেপ,কাচ সংগ্রহ করা এবং “ফুক," তাহা উপরি ভাগ নিৰ্ম্মাণ এবং তৎপরে চাপ নিষ্কাশন চল্লীমে স্থাপন, সকলষ্ট “হাতের কাজ” অর্থাং শিল্পী ও শ্রমজীবী.ে করে। ইহাতে কাচ উৎপাদন এবং ফুক ইত্যাদি সমানভা:ে (uniformly) হয় না এবং বিস্তর জিনিষ নষ্ট হয়। ফ:ে সমস্ত দিনে তিনদলে বিভক্ত ত্রিশজন শিল্পী প্রায় ১৬০।১৭ জন সাহায্যকারী ও শ্রমজীবীর সাহায্যে ১২ হইতে ১ হাজার শিশি নিৰ্ম্মাণ করিতে পারে। ইহাতে নিৰ্ম্মাণে