পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] ༣ ། - o % o % | i | | % Հ8Փ - 幼 YA so 2 & //णा"ग 幼 কাধে করিয়৷ রাস্তায় বাহির হইয়া পড়িল ও গাহিতে লাগিল, “Bong, Bong, Bong” ভিতর দিয়াই স্বষ্টিশক্তি আত্ম-প্রকাশ করিতেছে। ইহাদের এক-একটি করিয়া লইলে ইহার এক-একটি ভাব প্রকাশ করে। এক-একটিকে প্রাধান্য দিয়া অপরগুলি দিয়া তাহাকে হাল্কা বা ডাইলিউট ( dilute ) করিয়া ভিন্ন-ভিন্ন রাগ-রাগিণী রচিত হয়। হোমিওপ্যাথিতে যেরূপ মাদার টিংচার যত অধিক ডাইলিউট করা যায়, ততই তাহার শক্তি বৃদ্ধি পায় ; সঙ্গীতে সেইরূপ যে রাগ-রাগিণীতে মূল বা প্রধান বা বাদী স্বরের সহিত অন্য স্বরের মিশ্রণ যত অধিক দেখা যায়, তাহা তত ভাব-উদ্দীপনায় শক্তিশালী । এইরূপে অধিক স্বরবর্জিত রাগরাগিণী অল্প স্বরবর্জিত বা সম্পূর্ণ রাগ-রাগিণী অপেক্ষ অল্পশক্তিশালী ; কিন্তু হোমিওপ্যাথির লোয়ার ডাইলিউশনের ন্যায় তাহীদের ভাব-প্রকাশ-ক্ষমতা দ্রুত কাৰ্য্য-করী। যথা যোগিয়া ও বঙ্গালী নামক রাগিণীদ্বয়ের মূল স্বর একই। কিন্তু বজালীতে মা ও নি ব্যবহার না হওয়াতে উহার মিশ্রণ বা ভাইলিউশন অল্প। স্বতরাং মনের ভাব প্রকাশে যোগিয়া ও বঙ্গালী একইরূপে উপযোগী। যোগিয়াতে উহা সময় সাপেক্ষ, কিন্তু গভীর ; বঙ্গালীতে উহা শীঘ্র হয়, কিন্তু যোগিয়ার স্তায় গভীররূপে হয় না।" ইয়াঙ্কির চীৎকার করিয়া উঠিল, "Give us a Yogi Give us a Yogi I" ( obi cuisit its I got যোগী গাও ! ) আর একদল ভীষণ টেবিল চাপড়াইয়া গাহিয়া উঠিল, Bong, Bong, Bong, (As RR KR), give us a song ! (একটা গান গাও ) । আবেদন আকুলকণ্ঠে বলিল, “আরও বলবার আছে, থামে। রাগ-রাগিণীর ডাইলিউশন-সম্বন্ধে আরও আছে, একটু গোলমাল থামাও !” কিন্তু কেইবা কার কথা শুনিবে ? সকলে আবেদনকে কাধে করিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল ও গাহিতে witffal, “Bong, Bong, Bong.” ইয়াঙ্কিরা হুজুগ করিতে আসিয়াছিল ; হুজুগ করিয়া চলিয়া গেল ; কিন্তু আবেদন মর্যাহত হইয়া গৃহে ফিরিয়া আসিয়া আর তিন দিন কলেজে গেল না । তা’র পর