পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা । বেতালের বৈঠক--মীমাংসা لا ي)الثلا উক্ত ৯টি দ্রব্য কি কি যদি কেহ কৃপা করিয়া জানান তাহ হইলে কৃতাৰ্থ হইব ৮ শ্ৰী চণ্ডীচরণ ঘোষাল মীমাংসা (চৈত্র ১৩৩২ ) কাগজী-লেবু রক্ষার উপায় যখন কাগজী-লেবুর গাছগুলিতে ফুল ধরিতে আরম্ভ করে, তখন হইতে যদি গাছের গোড়ার পর কাটিয়া পচা গোময় এবং প্রাতে ও সন্ধ্যায় প্রচুর পরিমাণে জল দেওয়া হয়, তাহ হইলে আশানুরূপ ফল পাওয়া যাইতে পারে। আমাদের কতকগুলি গাছের ঐরূপ ফল অপুষ্ট অবস্থায় ঝরিয়া পড়িত ; আমরা উপরোক্ত প্রক্রিয়ায় যথেষ্ট সুফল পাইয়াছি । শ্ৰী কামাখ্যাপদ চট্টোপাধ্যায় লেবু রক্ষা করিবার সর্বপ্রধান উপায়টি নিম্নে বিবৃত করা গেল :– প্রথমে কাগজী লেবুর কলম এমন জায়গায় লাগাইতে হইবে, যেখানে সৰ্ব্বদা রৌদ্র ও বাতাস পায়। যখন গাছ বড় হইতে থাকে, তখন (কাৰ্ত্তিক মাসে হইলে ভাল হয়) গাছের গোড়া হইতে ৮ আঙ্গুল ফাক রাখিয়া চারিদিকে গৰ্ত্ত করিয় তাহাতে ৫৬ সের পুঠি-মাছ পুতিয়৷ রাগিবেন । ঐ-সঙ্গে কিছু টাটকা গোবরও দিতে পারেন এবং ৫.৭ দিন অন্তর গোড়ায় জল দিবেন। তাহ হইলে লেবু আর গাছ হইতে ঝরিয়া পড়িবে না । এই প্রক্রিয়। আমার পরীক্ষিত । লী রমেশচন্দ্র চক্ৰবৰ্ত্তী (চৈত্র ১৩৩২ ) গেদে আগাছা খোদামগাড়ী পল্লী পাঠাগারের সম্পাদক মহাশয় রোয় জর্মীতে গেদে। আগাছা জন্মায় বলিয় প্রশ্ন করিয়াছেন —এই প্রশ্নটিই ঠিক হইয়াছে কিনা সেই বিষয়েই আমার যথেষ্ট সন্দেহ আছে। বর্ষাকালে রম্বনিয়া জন্মে-দোঁতসেতে মাঠে মজা পুকুর বা খান-ডোবার ধীরে ছায়াযুক্ত সেতসেতে জঙ্গলে । গরু অনেক সময় এই ঘাস খায়, বিশেষ করিয়া গাই গরু থাইলে দুতিন দিন তাহার দুধ খাওয়৷ অসম্ভব হয়। রোয় জমি সম্বন্ধে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, তাহাতে কোথাও আমি ইহাকে ধানের জমিতে জন্মিতে দেখি নাই বা শুনি নাই। তবে শ্রাবণ-ভাত্রে এক রকম ঘাস ও শেওলা হয় যাহতে ধান-গাছ বাড়িতে ন পারিয়া নষ্ট হইয়া যায়। এই আগাছাগুলির কোন পাতা নাই ; লম্ব সরু এক-একটা কাঠির মত ; রং সবুজ। এইগুলি রোয় ধান-গাছের পক্ষে খুব অনিষ্টকারী। জমির জল ছাড়িয়া দিয়া প দিয়া মাড়াইয়। এগুলিকে কাদায় বসাইরা দিতে হয় । তারপর চার পাঁচ দিন বাদে পুনরায় জমিতে জল দিলে ঐ ঘাসগুলি পচিয়া ধান-গাছের সারের কাজ করে। জন্মাইবার প্রথমাবস্থাতে এরূপ করিতে হয়, বেশী জন্মাইলে এর নিবারণের কোন উপায় নাই। অনেক সময় কৃষকের রান্নার মেটে হাড়িতে চুণ মাখিয়া ও শামুকের মাল৷ গাঁথিয়৷ জমির মাঝখানে একটা বঁাশে ঝুলাইয়া রাখিয়া আসে। এতে সময় সময় আপন হইতেই ঘাস নষ্ট হইতে দেখা গিয়াছে । তবে এই হাড়ি ও মালার সঙ্গে ঘাসের কি সম্বন্ধ আছে বলিতে পারিন আর যে-সব আগাছ জন্মায় তা জমিতে সময়মত ও উপযুক্ত চাষের অভাবে । (চৈত্র ১৩৩২ } ঘরের মেঝে শুষ্ক করা মেটে ঘরের মেঝে ও ভিত্তি সেতসে তে হওয়ার কারণ ( ১ ) ঘরের অতি নিকটে জলাশয় থাকা ; ; ২ ) চারি পাশের জমি সৰ্ব্বদা ভিজা থাক ; (৩) অতি পুরাতন গৃহ যার মেঝে ও ভিত্তিতে লোনা ধরিয়াছে ; (৪) উপযুক্ত পরিমাণ হাওয়া ও রৌদ্র চলাচলের অভাব । প্রতিকার।—জলাশয়ের ধারের ঘরের মেঝে যথাসম্ভব (জল হইতে অস্তুতঃ তিন হাত) উচু হওয়া দরকার এবং তাহার চারি ধারে যাহাতে জল জমিতে না পারে ও গাছপালা রৌদ্র আসার পথ বন্ধ করিতে না পারে তা কর । ঘরে উপযুক্তসংখ্যক জানালা রাখা । যে-ঘরের মেঝে ও ভিত্তিতে লোনা ধরিয়াছে, তাহ ভাঙ্গিয়া নূতন করিয়া তৈরী করা। এসব কিছু না করিয়া শুধু চুণ দিলে সামরিক শুক্নে করা হয় বটে, স্থায়ী কোন কাজ হয় না। যে-জল উপরে ওঠে, চু৭ দিলে চুণ তা চুৰিয় লইয়৷ কিছুক্ষণের জন্ত মেঝে শুকৃন রাখে মাত্র । শ্ৰী ভবানীচরণ দত্ত ( R ) লক্ষ্মীবার সিংহে ধনুষী মীনেচ গুরুবারে শীতে শুভে যত্নতঃ পুজয়েল্লগীং সৰ্ব্বভিষ্টফল প্রদাং । ইতি স্কন্দপুরাণে । স্বন্দপুরাণে বিহিত আছে, সিংহ ধনু ও মীন রাশিস্থ স্বৰ্য্যে অর্থাৎ ভাদ্র, পৌষ ও চৈত্র এই তিন মাসে শুক্লপক্ষে শুভ তিথি নক্ষত্রাদিতে বৃহস্পতিবারে লক্ষ্মীপূজা করিলে সৰ্ব্বভিষ্ট-ফল লাভ হইয়া থাকে। এই শাস্ত্রীয় বচন মুসারে ঐসকল মাসে বৃহস্পতিবারে লক্ষ্মীপূজা প্রচলন আছে এবং বৃহস্পতি স্বরগুরু এজন্য বৃহস্পতিবারকে “গুরুবার” বা “লক্ষ্মীবার" বলা হইয় থাকে । শ্ৰী ভবকালী দত্ত (9) বাংলায় অশৌচ প্রধা শুদ্ধেদ বিপ্রে দশাহেন দ্বাদশাহেন ভূমিপঃ । বৈখ্য পঞ্চদশাহেন শূদ্র মাসেন শুধতি ॥ ইতি স্মৃতি । স্মৃতিশাস্ত্রে ব্যবস্থা আছে ব্রাহ্মণের দশরত্র, ক্ষত্রিয়ের দ্বাদশ রাত্র, বৈষ্ঠের পঞ্চদশ রাত্র ও শূদ্রের মাসশোচ বিধান আছে। “স্মৃতিস্ত ধৰ্ম্মসংহিতা” ইয়। বহু প্রাচীন ঋধি প্রণীত বটে অতএব সৰ্ব্ব দেশে এই স্মৃতিশাস্ত্রানুসারে হিন্দুর সমস্ত কাৰ্য্য হইয় থাকে। যদি কেহ বা কোন স্থানে অনভিজ্ঞতাবশতঃ সৰ্ব্ববর্ণের সমান অশৌচ প্রতিপালন করে বা প্রতিপালিত হয়, তাহ অশাস্ত্রীয় এবং ধৰ্ম্মশাস্ত্রানুসারে প্রায়শ্চিত্তাৰ্থ । 3) उदयtठौ झद्ध 8&- Vరి