পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী –জ্যৈষ্ঠ, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড Photograph hy | রণাঙ্গনাথের সন্মাৎসদের আর একটি ge | Krishnalal Ghosh অজাতশত্রুর যুগের আখ্যায়িকার ছায় অবলম্বনে রচিত একটি নাটক অভিনীত হয় । ইং আশ্রমের বালিকাদের BB SKBB BB BBS SSBBK BKBB BBB অভিনয় করিয়াছিল । ত হাঁদের সাজসজ্ঞ আতি চমৎকার হইয়াছিল । আলোকের বন্দোবস্তু এরূপ হইয়াছিল, মে, যখন ধেঃhপ উত্তনল বা মুদু আলোক, অথবা কম ব| বেশী অন্ধকার ত্যাবশ্যক, তখন সহজেই তাহা করিতে পারা গিয়াছিল । অভিনয় অতি উৎকণ্ঠ হইয়াছিল । বিশেষতঃ নায়িকা শীমতীর অভিনয় একেবারে নিখুত এবং স্বাভাবিক ত হইয়াছিলই, অধিক স্তু ইহা বলিলে অত্যুক্তি হুইবে না, যে, ওরূপ অভিনয় প্রত্যক্ষ করিলে মানুষ অন্ততঃ কিছুক্ষণের জন্য ও উন্নততর লোকে অবস্থিত হয় । সাধারণতঃ মনে হইতেছিল, মে, বালিকার অভিনয় করিতেছে না, যে যাহ। সাজিয়াছে বস্তুতই সে তাহাই । বিশেষত: “শ্রীমতী”কে তাহার মুখের মাধুরী ও শাস্ত শ্রী এবং ভক্তিভাবে ভিক্ষুণী শ্ৰীমতীই মনে হইতেছিল । অভিনেত্রী বালিকা ভিক্ষুণ শ্ৰীমতীর মৰ্ম্মকথা অন্তরে অন্তরে উপলব্ধি করিতে পারিয়াছিলেন । অবশ্য কবির প্রতিভার প্রভাব এরূপ আশস্য অভিনয়েও ছিল । কিন্তু যাহারা নাটকটি শুধু পড়িবেন, অভিনয় দেখিবার সুযোগ যাহাদের হয় নাই, তাহারা উহার রস ও উৎকর্য পূর্ণমাত্রায় উপলব্ধি করিতে পরিবেন না । অভিনয়ের পর আশ্রথস্থ সকলের ও অতিথিবর্গের আহার হইয়া গেলে বাস্লোস্কোপ দ্বারা আশ্রমজীবনের অধ্যয়ন অধ্যাপন প্রভৃতি সমুদয় অঙ্গ প্রদর্শিত হয় । কবি নিজের এই জন্মদিন উপলক্ষ্যে ধে কবিতাটি রচনা করিয়াছে, তাহা অন্যত্র প্রকাশিত হইল । রবীন্দ্রনাথের নূতন রচনা “বৈকালী” রবীন্দ্রনাথ তাহার নূতন রচনা “বৈকালী” ইউরোপযাত্রীর দিনে প্রবাসীতে প্রকাশের জন্য আমাদিগকে দিয়া গিয়াছেন - উহা আগামী সংখ্যা হইতে প্রকাশিত হইতে থাকিবে ।