পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 e & জানাইবে ? আপনাদের শুভ ইচ্ছায় আমার উৎসাহ বদ্ধিত করুন। আপনার শ্ৰী জগদীশচন্দ্র বস্থ ( : 8 ) S. S. Arabia, Aden 19 July, 1900 থহদবল্লেখু কবির কল্পনা ও সত্যে কত প্রভেদ । আপনাদের রচিত সমুদ্রবর্ণনা পড়িয়া সাগ্রহে সমুদ্রযাত্র প্রতীক্ষা করিয়াছিলাম। জাহাজে উঠিয়। কেবলমাত্র এক পেয়াল চা পান করিয়াছিলাম, আর অমনি সমুদ্র-গর্জনে জাগিল, দাও, দাও, দাও ! আমনি স্থদ সমেত প্রতিদান করিতে হইল। ইহাকেই বলে আতিথেয়তা ! তাহার পর এই পাচ দিন ক্রমাগত একই আদেশ বাণী শুনিতেছি। যাই। ছিল সবই দিয়াছি, আর কিছুমাত্র দিবার শক্তি নাই । এ কয়দিন রবি কখনও উদয়, কখন অস্ত গিয়াছে । হয়ত উদয়ই হয় নাই। কিছুই জানি না। বায়ু, উল্কাপাত, বজ্রশিপ, বাত, কি হইয়াছে কিছুই অবগত নহি । দূরে বেদুঈন-ভূমি দেখা যাইতেছে। এখন ভাবিতেছি, কবে সমুদ্র পার হইব । এই চিঠি পাইয়া যদি পত্র লেখেন (অর্থাৎ ১০ই sistè info ) reizi zēts “6 Place Etates Unis, Paris" ঠিকানায় লিখিবেন। তাহার পর— . Clo. Messrs IIenry S. King & Co., 65 Cornhill, London, E. C. মনে রাখিবেন। আর সর্বদ নূতন লেখা পাঠাইবেন । আপনার - শ্ৰী জগদীশচন্দ্র বহু ( 56 ) London Clo. Messrs. Henny S. King & Co. 65 Cornhill, London, F. C. 31st Aug., 1900. স্বহৃৎ— আপনার পত্র পাইয়া স্বর্থী হইয়াছি । সৰ্ব্বদা যেন

  • * | *If asafo stress and strains:

প্রবাসী—আষাঢ়, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড মধ্যে ; সুতরাং ইচ্ছা থাকিলেও দীর্ঘ পত্র লিখিতে সময় পাই না। আজ না লিখিয়া থাকিতে পারিলাম না। পারিসে যা যা দেখিলাম, তাহাতে যেমন নূতন বিজ্ঞানের প্রভাব দেখিয়া সুখী হইয়াছি, তেমনই দেশের কথা মনে করিয়া একেবারে নিরুৎসাহ হইয়াছি । এই ভয়ানক জীবনসংগ্রাম নিৰ্ম্মম বিরামহীন—এই সংগ্রামে যাহারা একটু পশ্চাতে পড়িয়া থাকে, তাহার একদিন নিৰ্ম্মল হইবে । এখানে কি ব্যগ্রতা ! একটি নূতন আবিষ্কার হইল, আর অমনি তাহা-কাজে লাগিল । যাহারা সৰ্ব্ব প্রথমে তাহার ব্যবহার শিথিল, তাঁচরি৷ অত্যু জাতিকে ব্যবসায়ে এবং manufacture এ পরাস্ত করিল। পৃথিবী ব্যাপিয়া এই সংগ্রাম অহোরাত্র চলিতেছে । নিৰ্ম্মম প্রক্লতি ! আমাদের স্থায় উদ্যমহীন, অকৰ্ম্মঠ জাতি আর কতকাল বাচিয়া থাকিবে ? এসব মনে করিয়া মনের জালা সম্বরণ করা অসম্ভব । কি করিয়া মন দমন করা যায় বলুন । সম্মুখে তাশার ভালো দেখিলে মনে উৎসাহ আসে, কিন্তু ব্যর্থ উদ্যম লইয়া কে জীবন বহিতে পারে ? আমি র কাজের সন্থ| কিছু এসব কথা এখন থাকুক । জানিবার জন্য উৎসুক আছেন ; সে-সম্বন্ধে বলিতেছি। প্রথমতঃ, আমি দেরীতে পৌছিয়াছি এবং আমি যে বিষয় বলিব মনে করিয়াছিলাম তাহ Royal Societyতে শেষ মুহূৰ্ত্তে পৌছিয়াছিল, সুতরাং তাহ publish এখনও হয় নাই। এজন্য সে-বিষয়ে বলিতে পারি কি4 না জানিতাম না । সে যাহা হউক, একদিন Congresse: President šis Airlitz fizią gy অনুরোধ করিলেন । আমি কিছু কিছু বলিয়াছিলাম। তাহাতে অনেকে অতিশয় আশ্চৰ্য্য হইলেন । তারপর Congresso Secretary (fosa oré sticia) আমার নিকট আমার বিষয়টির পূর্ণ account চাহিলেন, তিনি ফরাসী ভাষায় তর্জমা করিবেন। এই উপলক্ষে তিনি আমার সহিত দেখা করিতে আইসেন, এবং আমার কাজ লইয়া discussion করেন। একঘণ্টা পর হঠাৎ afoul of Go-But, monsieur, this is very beautiful (but এর অর্থ আমি প্রথম বিশ্বাস করি