পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

س88b প্রবাসী—আষাঢ়, ১৩৩৩ [ ২৬শ ভাগ, ১ম খণ্ড সিলেনে দুই প্রকার বিবাহ প্রচলিত আছে—(১) ডিগা বিবাহ, (২) বীন বিবাহ। প্রথম প্রথানুসারে স্বী স্বামীর আশ্রয়ে গমন করে ; কিন্তু দ্বিতীয় প্রথানুসারে স্বামী স্ত্রীর আশ্রয়ে চির-জীবন অতিবাহিত করে । সিলোনের বিবাহ অস্থায়ী বিবাহ বলিলেই চলে। কারণ, স্ত্রী স্বামীর সহিত প্রথম পনর দিন সহবাস করে । ইহার পর যদি উহাদের মতের মিল হয় তবে চিরজীবন একত্রে অতিবাচিত করে ; যদি গরমিল হয় তবে তখনই লিবাঙ্গ-বিচ্ছেদ হয় । জাপানে উচ্চশ্রেণীর লোকের মধ্যে জ্যেষ্ঠপুত্র বিবাহ করিয়া কনে ঘরে আনে এবং জ্যেষ্ঠ কণ্ঠ বিবাহ করিয়! বর ধরে আনে । জ্যেষ্ঠ পুত্রের স্ত্রী ও জে ঠ। কন্যা বর পরিবারভুক্ত হয় । অতএব একবংশের জ্যেষ্ঠ পুত্র অপর বংশের জ্যেষ্ঠ কন্যার পাণিগ্রহণ করিতে পারে না । দক্ষিণ ভারতের লেড়িল জাতি প্রথাটি উল্লেখযোগ্য । ষোড়শ বা বিংশ ববীয়া একটা যুবতী পাঁচ কি ছয় বৎসর বয়সের এক বালকের সহিত পরিণয়পাশে আবদ্ধ হয় । কিন্তু যুবতী বালকের ভ্রাত, মাতুল বা বtলকের পিতার সহিত বাস করে এবং ফলে যদি সস্তান জন্মে, তবে সেই সস্তানের পিতৃত্ব এই বালককেই গ্রহণ করিতে হয় । টাবুকোম্যtণর বিবাহের পর দুই বৎসরের মধ্যে বর কনের সহিত একদিনও দেথা করিতে পায় না । চট্টগ্রামের পাৰ্ব্বত্য জাতির দম্পতী বিবাহের সাত দিনের মধ্যে একত্র বাস করে না । হিন্দুস্থানের রাঙালীন জাতির বিবাহপদ্ধতি মোটেই নাই। নীলগিরি পৰ্ব্বত"স্থত কুরুম্ব জাতির ভিতরও কোন পরিণয়-প্রথ। প্রচলিত নাই । মধ্য-ভারতের কোটীয় জাতির ভাষায় বিবাহ’ শব্দের সমানার্থক পদ নাই। ভূটীক্ষার নারীজাতির সম্মান মোটেই করে না। যুক্তরাজ্যের রেঞ্জস্কিন জাতির বিবাহ-পদ্ধতি অন্তরূপ । বর-কনের মত হইলেই উহাদের বিবাহ হইল, কোনও নিয়ম মানিতে হয় না বা কোন উৎসবও श्ध्न जj ! কুইন্‌ চার্লট দ্বীপের অধিবাসীদের মধ্যে বিবাহপ্রথা প্রচলিত নাই। মেয়ের, পুরুষ মাত্রকেই স্বামীর চক্ষে দেখে বটে, কিন্তু তাহার অপেক্ষীকৃত সংযমী । নীলগিরি পর্বতের টেtড়ী জাতির মধ্যে একটি অপচর্য প্রথা প্রচলিত আছে । যখন কোনও যুবক একটি যুব ঠাঁকে বিবাহ করে, যুবতী BBBB BBB BBYBB BBBB BBB BDDBB BD BB S gBD যুবতীর অন্যান্য ভগিনীগণও তাইদের সহিত পরিণীত হয় । ভারতের টোটয় জাতির মধ্যে একই রমণীকে যুগপৎ ভ্রা তা, ভাগ্নেয়, পিতৃব্য, পিস ইত্যাদি অনেকে বিবাহ করিতে পারে এবং রমণীর উপর প্রস্টোকেই সমান অধিকার থাকে । ভারতবর্ষের মধ। প্রদেশের গন্দ জাতি স্থার জ্যেষ্ঠ ভগ্নীকে বিবাহ করিতে পারে না ; কিন্তু পিতামহী বা মাতামহীকে বিবাহ করিতে পারে । কোলদের মধ্যে বালিকার মূল্য ধাৰ্য্য করা হয় । গারোদের বিবাহ প্রথা অস্ক প্রকার। যুবক ও যুবতী বিবাহে সম্মত হইলে, যুবতী কয়েক দিনের অ্যহায্য ও অন্যান্ত আবিষ্ঠ কীয় দ্রব্যাদি লইয়৷ পৰ্ব্বতে প্রস্থান করে ; যুবক তাহীর পশ্চাদামুসরণ করে । কয়েকদিন পরে স্বামী স্ত্রী পবিত হইতে চলিয় আসে এবং মহাসমারোহে বিবাহকীয্য সম্পন্ন হয় । মালয় পেনিনস্থলীতে বিবাহ-সন্তায় একটি বৃত্তাকার মণ্ডপ তৈয়ারী করা হয় । জনৈক বৃদ্ধ কনেকে সভাতে লইয়া আসে এবং কনে সেই বৃত্তের চতুর্মিকে দৌড়িতে থাকে। যদি বর কনেকে স্পর্শ করিতে পারে, তবেই তাহীদের বিবাহ হয় । ভারতবর্ষের খন্দ, ছাতি রমণীগণের সতীত্বর ময্যাদা রাখে ন । দশ কি বার বৎসরেব বালক পনের কি যোল বৎসরের যুবতী বিবাহ করে এবং যুবতার নারীর মর্য্যাদা রাখে না । খন্দগণ বিবাহ ব্যতীত স্ত্রী পুরুষভাবে বাস দোষের বলিয়া মনে করে ন এবং বিবাহের পূৰ্ব্বে যুবতীগণ সন্তানের জননী হইলে যুবতীর কোনও অপমান নাই, যদিও তাহদের বিবাহ করিতে খন্দ দের বিশেষ আগ্ৰহ cü१! शृींश न! । ভারতের উত্তর-পূৰ্ব্ব সীমান্ত প্রদেশের মেরিস জাতির ভিতর বহুস্বামিকা প্রথা বৰ্ত্তমান আছে। পিতার মৃত্যুর পর পুত্র পিতার সকল স্ত্রীর স্বামীত্বে বৃত হয়, কেবল নিজের প্রস্থতি বাদে । প্রত্যেক বালিকা নিজ নিজ মূল্য ধায্য করে । সৰ্ব্বাপেক্ষা সুন্দর বালিকার মূল্য অনুন ত্রিশটি শূকর । আরবদেরও বহু-স্বামিকা প্রথা প্রচলি আছে । তবে আরবদের বর-কনের অভিভাবকগণই সম্বন্ধ ঠিক করে । বিবাহে কোণ উৎসব হয় না, কেবল একটি ভোজ হয় । এই ভোজের জন্ত বর ইন্দুর ও কীটবিড়াল ইত্যাদি তৃপ্তিকর খাদ্য সংগ্রহ করে । মিশমীদের মধ্যে বহুবিবাহ প্রচলিত আছে । যার যত বেশী স্থা আছে সে তত বড় ধনী বলিয়া গন্ত হয় । ক্যারিবদেশীয়ের নিকটবত্তী দেশ হইতে বিভিন্ন সম্প্রদায়ের রমণীগণকে ধরিয়া আনিয়া যথেচ্ছ ব্যবহার করিয়া ছাড়িয়া দিত এবং তাইদের সহিত অস্ত্য কোনও সম্বন্ধ রাখিত না । (প্রকৃতি, বসন্ত সংখ্যা, ১৩৩২) শ্রী রাজেন্দ্রকুমার ভট্টাচাৰ্য্য পৃথিবীর বড় বড় চিড়িয়াখান। এশিয়া ১ । জলিলাবাদ চিড়িয়াখান, আফগানিস্থান ; পৃষ্ঠপোষক কাবুলের অমির ২ । ভিকৃটোরিয়া মেমোরিয়াল পাক, রেঙ্গন (ব্রহ্মদেশ) ; স্থাপিত ১৯০৬ খৃঃ অদ ক্য{ণ্টন চিড়িয়াখানা, চীন ; স্থাপিত ১৯১১ খৃঃ পিকিং চিড়িয়াখানা, চীন ; স্থাপিত ১৯০৬ খৃঃ অদ পাবলিক গার্ডেন, জ্যাকুয়েন ( চীন ) ; স্থাপিত ১৯০৯ খৃঃ বটানিক্যাল গার্ডেনস, হানেই-(টোকিন ; ফারদার ইণ্ডিয়া ) সাইগন চিড়িয়াখানা, কোচিন চায়না ( ফারদার ইণ্ডিয়৷ ) বাঙ্গালোর চিড়িয়াখান (ভারতবর্ষ ) ; স্থাপিত ১৮৫৫ খৃঃ অব্দ ৯ । ষ্টেট গার্ডেনস্, বরদ। ( ভারতবর্ষ ) ১• । ভিক্টোরিয়! গার্ডেনস্, বোম্বাই (ভারতবর্ষ ) ; স্থাপিত ১৮৭০ খৃঃ অব্দ ১১ । আলিপুর চিড়িয়াখানা, yby ፃ ¢ 행: অবদ ১২ । জয়পুর f ড়য়াপান ( ভারতবর্গ ) : স্থাপিত ১৮৭৫ খৃঃ অদ ১৩ । করাচী চিড়িয়াখান! ( ভারতবর্ষ ) ; মিউনিসিপ্যালিটি পরিচালিত ১৪। লাহোর চিড়িয়াখান (ভারতবর্ষ ) ; গভর্ণমেণ্ট পরিচালিত ১৫ । মান্দ্রাজ মিউনিসিপাল চিড়িয়াখান (ভারতবর্ষ ) ; স্থাপিত ১৮৫৮ খৃঃ আব্দ কলিকাতা ( ভারতবর্ষ ) ; স্থাপিত